[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে গুরুত্বহীন।] কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
A
বেক্সিমকো
B
স্কয়ার
C
ইনসেপটা
D
এক্মি
উত্তরের বিবরণ
২০২১ সালে করোনাভাইরাস প্রতিরোধের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো চীনের সিনোফার্ম ভ্যাকসিন যৌথ উৎপাদনের লক্ষ্যে ঢাকায় একটি ত্রি-পক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এই চুক্তির মাধ্যমে দেশটিতে ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ার কাঠামো নির্ধারণ করা হয়।
-
চুক্তির পক্ষসমূহ: চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান, চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ অব কোম্পানিজ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশন, এবং বাংলাদেশি প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে।
-
উৎপাদন প্রক্রিয়া: চীনের প্রতিষ্ঠানগুলি থেকে ভ্যাকসিন উৎপাদনের কাঁচামাল ও উপকরণ বা 'সেমি-ফিনিশড' বাল্ক আনা হবে।
-
দেশীয় প্রক্রিয়াকরণ: আনা উপকরণকে দেশে বোতলজাতকরণ, লেবেলিং ও ফিনিশিং করা হবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে।
-
সরকারের ক্রয় নীতি: উৎপাদনের পর, সরকার চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্যে ইনসেপ্টা থেকে ভ্যাকসিন কিনবে।

0
Updated: 13 hours ago
বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকর কে?
Created: 3 weeks ago
A
জয়নুল আবেদিন
B
কামরুল হাসান
C
এস এম সুলতান
D
রফিকুন নবী
কামরুল হাসান – প্রখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী
-
কামরুল হাসান ছিলেন একজন খ্যাতিমান বাংলাদেশি চিত্রশিল্পী, যিনি ‘পটুয়া’ নামেও পরিচিত।
-
১৯৪৮ সালে তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে মিলিত হয়ে ঢাকায় একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন।
-
১৯৬০ সালে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের নকশাকেন্দ্রের প্রধান নকশাবিদ হিসেবে নিযুক্ত হন।
-
তাঁর চিত্রকর্মের মূল উপাদান হলো: নর-নারী, পশুপাখি (প্রধানত গরু ও শৃগাল), সাপ এবং প্রকৃতি।
-
শিল্পকর্মে অসামান্য অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হন, যেমন: প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫), কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক (১৯৭৭), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৭৯), চারুশিল্পী সংসদ সম্মান (১৯৮৪) ও বাংলা একাডেমির ফেলো (১৯৮৫)।
কামরুল হাসানের গুরুত্বপূর্ণ শিল্পকর্ম ও অবদান:
-
বিখ্যাত চিত্রকর্ম: ‘তিনকন্যা’ ও ‘নাইওর’। এগুলোর উপর ভিত্তি করে যথাক্রমে যুগোস্লাভিয়া সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) ডাকটিকিট প্রকাশ করেছে।
-
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার এবং জাতীয় পতাকার চূড়ান্ত নকশাকারী।
-
স্বাধীনতা যুদ্ধে তাঁর ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টারটি খুবই জনপ্রিয়।
-
বাংলাদেশের বিমান সংস্থার বিখ্যাত ‘বলাকা’ লোগো ডিজাইন করেছিলেন তিনি।
উৎস: বাংলাপিডিয়া, জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 3 weeks ago
‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
Created: 13 hours ago
A
হিন্দুধর্ম
B
বৌদ্ধধর্ম
C
খ্রিষ্টধর্ম
D
ইহুদীধর্ম
'নির্বাণ' ধারণাটি মূলত বৌদ্ধধর্মের সাথে সংযুক্ত। বৌদ্ধদের দৃষ্টিকোণ অনুযায়ী মানুষের পরম মুক্তি বা সর্বোচ্চ অর্জনকে নির্বাণ বলা হয়।
এটি সেই অবস্থা যেখানে ব্যক্তি ভববন্ধন ও অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করে, যা বৌদ্ধ ধর্মে পরম প্রাপ্তি হিসেবে গণ্য। বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে নির্বাণ লাভ করেন।
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী নির্বাণ শব্দের অর্থ:
-
মোক্ষ
-
মুক্তি
-
ভববন্ধন থেকে পরিত্রাণ লাভ
-
জীবন্মুক্তি
-
অজ্ঞানতা থেকে মুক্তিলাভ

0
Updated: 13 hours ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
Created: 1 week ago
A
২ কোটি ৪০ লক্ষ একর
B
২ কোটি ৫০ লক্ষ একর
C
২ কোটি ২৫ লক্ষ একর
D
২ কোটি ২১ লক্ষ একর
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 week ago