খরা সহিষ্ণু ধানের জাত কোনটি?
A
ব্রি ধান ৫১
B
ব্রি ধান ৫২
C
ব্রি ধান ৫৫
D
ব্রি ধান ৭৯
উত্তরের বিবরণ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাত:
- জিংক সমৃদ্ধ ধানের জাত হলো: ব্রি ধান ৬২ , ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪।
- খরা সহিষ্ণু ধানের জাত সমূহ হলো: ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৮৩।
- এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ধানের জাত: বিআর ৫।
- লো জিআই বা নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স গুণ সম্পন্ন ধানের জাত: বিআর ১৬, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৬৯।
- জলমগ্নতা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৯।
0
Updated: 1 month ago
দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ 'UN Water Convention'- এ যুক্ত হয়েছে?
Created: 1 month ago
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
UN Water Convention এবং বাংলাদেশ
-
যোগদান: ২০২৫ সালের ২০ জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে UN Water Convention-এ যোগ দিয়েছে।
-
বিশেষত্ব: বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হলো।
-
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৯২ সালে প্রণীত জাতিসংঘ পানি কনভেনশন (Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes) আন্তর্জাতিকভাবে সীমান্তবর্তী নদী ও হ্রদের ব্যবস্থাপনা, পানি ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় কাঠামো প্রদান করে।
-
২০০০ সালে এটি কার্যকর হয়।
-
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
২০১২ সাল থেকে বাংলাদেশ সক্রিয়ভাবে এই কনভেনশনের সঙ্গে যুক্ত।
-
২০২৪ সালে স্লোভেনিয়ায় অনুষ্ঠিত দশম বৈঠকে অংশগ্রহণ করেছে।
-
-
মূল উদ্দেশ্য:
-
সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা।
-
পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
-
0
Updated: 1 month ago
সম্প্রতি উন্মোচিত ১০০ টাকার নতুন নোটে নিম্নের কোন ছবিটি রয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 3 weeks ago
A
সুন্দরবন
B
মেট্রোরেল
C
পদ্মা সেতু
D
কর্ণফুলী টানেল
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ১২ আগস্ট, ২০২৫ তারিখে বাজারে ১০০ টাকার নতুন নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নোটের এক পাশে ষাট গম্বুজ মসজিদ এবং অপর পাশে সুন্দরবনের ছবি রয়েছে। নোটের মূল রং নীল এবং এটি গভর্নর ড. আহসান এইচ মনসুর কর্তৃক স্বাক্ষরিত।
-
নতুন নোটের মোট পরিমাণ: ১ হাজার ৫০০ কোটি টাকা
-
বিতরণ: সুনির্দিষ্ট কোনো ব্যাংকের শাখায় নয়; যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে আগ্রহ প্রকাশ করেছে, তাদেরকে স্বল্প পরিমাণে নতুন নোট প্রদান করা হয়েছে
-
নোটের বৈশিষ্ট্য: এক পাশে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, অপর পাশে প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন
-
নোটের রং: নীল
0
Updated: 3 weeks ago
বাংলাদেশে প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
Created: 1 month ago
A
রেহানা পারভীন
B
ফারহানা হোসেন
C
আফরোজা রহমান
D
নাজমা আক্তার
নারী শিক্ষা সচিব:
- বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী শিক্ষা সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন।
- তিনি ১৮ আগস্ট ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- এর আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- এছাড়া, তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা।
- শিক্ষা মন্ত্রণালয় ২০১৬ সালে দুটি বিভাগে বিভক্ত হওয়ার পর থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সাতজন সচিব দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের কেউই নারী ছিলেন না।
- রেহানা পারভীনের নিয়োগের মাধ্যমে নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপিত হলো।
0
Updated: 1 month ago