আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
A
মহাভারত
B
রামায়ণ
C
গীতা
D
বেদ
উত্তরের বিবরণ
ভারতে সিন্ধু সভ্যতার পতনের পর একটি নতুন জাতি প্রবেশ করে, যারা ইতিহাসে আর্য নামে পরিচিত। এরা বেদের ধর্ম অনুসরণ করতো এবং ধর্মের নিয়ম-কানুন নিষ্ঠার সঙ্গে পালন করতো।
বেদের অনুসারী এই আর্যরা ভারতে একটি নতুন সভ্যতা গড়ে তোলে, যা ইতিহাসে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা নামে পরিচিত। বেদ কেবল ধর্মগ্রন্থই নয়, এতে সাহিত্যিক গুণাবলীরও পরিচয় মেলে। আর্য সভ্যতা ভারতবর্ষে উন্নত সাহিত্য, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয় জীবনের নতুন ধারণা ও প্রথার সূচনা করে।
এছাড়া, এই সভ্যতা ভারতকে ধাতু যুগের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বেদের অপরনাম শ্রুতি, কারণ বেদ লিপিবদ্ধ হওয়ার আগে দীর্ঘ সময় ধরে মানুষের স্মৃতিতে সংরক্ষিত ছিল।
-
সিন্ধু সভ্যতার পতনের পর ভারতে প্রবেশ করে আর্য জাতি
-
ইতিহাসে এদের নাম আর্য
-
প্রধান ধর্মগ্রন্থ: বেদ
-
ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করতো আর্যরা
-
বেদের অনুসারী হিসেবে গড়ে তোলে আর্য সভ্যতা / বৈদিক সভ্যতা
-
বেদ কেবল ধর্মগ্রন্থ নয়, এতে সাহিত্যিক মূল্যও ছিল
-
আর্য সভ্যতা বৈদিক সাহিত্য জন্ম দেয়
-
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনে নতুন ধারণা সৃষ্টি করে
-
ভারতকে ধাতু যুগের সঙ্গে পরিচয় করায়
-
বেদের অপরনাম শ্রুতি, দীর্ঘ সময় মানুষের স্মৃতিতে সংরক্ষিত থাকায়

0
Updated: 13 hours ago
বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে)-
Created: 1 week ago
A
২৫
B
২৭
C
২৯ ( ব্যাখ্যা দেখুন)
D
৩১
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 week ago
(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন) বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
Created: 1 week ago
A
১,৭২,০০০ কোটি টাকা
B
১,৭৩,০০০ কোটি টাকা
C
১,৭০,০০০ কোটি টাকা
D
১,৭১,০০০ কোটি টাকা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
জাতীয় বাজেট ২০২৪-২৫
• বাজেটের ক্রম: ৫৩তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৪তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম)।
• বাজেট উত্থাপন: ১ জুন, ২০২৪।
• বাজেট উত্থাপনকারী: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
• বাজেটের আকার: ৭,৯৭,০০০ কোটি টাকা।
• রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা: ৫,৪১,০০০ কোটি টাকা।
• বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা।
• বাজেট ঘাটতি: ২,৫৬,০০০ কোটি টাকা।
• পরিচালন ব্যয়: ৫,৬,৯৭১ কোটি টাকা।
• উন্নয়ন ব্যয়: ২,৮১,৪৫০ কোটি টাকা।
সূত্র- ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় বাজেট।

0
Updated: 1 week ago
স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
Created: 5 days ago
A
জাবেদ করিম
B
ফজলুল করিম
C
জাওয়াদুল করিম
D
মঞ্জুরুল করিম
ইউটিউব (YouTube)
-
ইউটিউব হল একটি জনপ্রিয় ওয়েবসাইট যা ভিডিও আপলোড, শেয়ার এবং দেখা সম্ভব করে।
-
এটি ১৪ ফেব্রুয়ারি, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
-
ইউটিউবের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।
-
এটি গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান।
-
বর্তমান CEO: Neal Mohan।
প্রতিষ্ঠাতা:
ইউটিউবের প্রতিষ্ঠাতা হলেন তিনজন প্রাক্তন পেপাল কর্মী: স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম। জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 5 days ago