Who is the central character of The Taming of the Shrew?
A
Cordelia
B
Katharina
C
Portia
D
Rosalind
উত্তরের বিবরণ
he Taming of the Shrew – Central Character
১. Central Character
-
Katharina (Kate)
-
William Shakespeare-এর The Taming of the Shrew নাটকে Katharina হলেন কেন্দ্রীয় চরিত্র।
-
তাকে প্রায়শই “shrew” বলা হয়।
-
Katharina পরিচিত দৃঢ় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ ভাষা, এবং বিবাহের প্রতি প্রতিরোধের কারণে।
-
২. About the Play
-
Title: The Taming of the Shrew
-
Author: William Shakespeare
-
Genre: Comedy
-
Acts: 5
-
Date: Written between 1590–1594; first printed in First Folio (1623)
-
Plot Overview:
-
নাটকটি Katharina এবং Petruchio-এর মধ্যে volatile courtship-এর গল্প বলে।
-
Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে Katharina-এর রাগ নিয়ন্ত্রণ করবে এবং তাকে বশীভূত করবে।
-
নাটকটি বিবাহ, আধিপত্য, এবং সম্পর্কের জটিলতা নিয়ে হাস্যরসাত্মক প্রেক্ষাপট প্রদর্শন করে।
-
৩. Summary
-
Katharina একজন দৃঢ়চেতা নারী, সমাজের নারীদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে অস্বীকার করে।
-
Petruchio বিয়ে করে Katharina-এর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করার চেষ্টা করে অসাধারণ এবং ধান্ধাবাজি পদ্ধতিতে।
-
নাটকটি একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে সম্পর্ক ও আধিপত্যের সংগ্রাম তুলে ধরে।
৪. Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio & Gremio
৫. Note on Other Characters
-
Cordelia → King Lear
-
Portia → The Merchant of Venice
-
Rosalind → As You Like It
0
Updated: 1 month ago
I know what your problem is. [Simple]
Created: 1 month ago
A
I know about your problem.
B
I know the problem what you have.
C
I know your problem.
D
I know you have a problem.
“What” যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা complex sentence যেমন I know what his name is কে simple sentence-এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
মূল subject রাখতে হবে।
-
মূল verb রাখতে হবে।
-
What অপসারণ করতে হবে।
-
প্রদত্ত possessive রাখতে হবে।
-
possessive-এর পরে noun বসাতে হবে।
Structure:
Subject + verb + possessive + noun
উদাহরণ:
Complex: I know what his name is.
Simple: I know his name.
Complex: I know what your problem is.
Simple: I know your problem.
Source:
0
Updated: 1 month ago
Desdemona is a character in the following Shakespearean play :
Created: 4 weeks ago
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
King Lear
Desdemona হল Shakespeare রচিত Othello নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এই নাটককে অনেক সময় Tragedy of Intrigue ও বলা হয়, যার শুরু হয় Venice, Italy তে। নিচে নাটকের প্রধান দিকগুলো তুলে ধরা হলো।
-
Othello: পুরো নাম Othello, the Moor of Venice। একজন আফ্রিকান যিনি Venice-এর জেনারেল।
-
Desdemona: এক অভিজাত Venetian নারী এবং Othello-র স্ত্রী।
-
Cassio: Othello-র লেফটেন্যান্ট।
-
Brabantio: Venetian Senator এবং Desdemona-র বাবা।
-
Roderigo: এক Venetian nobleman যে Desdemona-কে ভালোবাসে।
-
Iago: সেনাবাহিনীর ক্যাপ্টেন।
-
Emilia: Iago-র স্ত্রী।
Summary of the plot
-
নাটকটি মূলত প্রেম, বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
-
Othello একজন শক্তিশালী ও সম্মানিত জেনারেল, যিনি বিবাহ করেন Desdemona-কে।
-
Othello Cassio-কে তার প্রধান সহকারী করলে Iago প্রচণ্ড ঈর্ষান্বিত হয়।
-
Iago তার স্ত্রী Emilia-র সাহায্যে ষড়যন্ত্র করে এবং Othello-কে ভুল বোঝাতে সক্ষম হয়।
-
সে Othello-কে বিশ্বাস করায় যে Desdemona ও Cassio-র মধ্যে illicit relation আছে।
-
প্রমাণ হিসেবে তারা একটি handkerchief দেখায়, যা Othello তার স্ত্রীকে উপহার দিয়েছিল কিন্তু পরে Cassio-র ঘরে পাওয়া যায়।
-
এই মিথ্যা প্রমাণে প্রতারিত হয়ে Othello rage-এর বশে Desdemona-কে হত্যা করে।
-
সত্য প্রকাশ পেলে guilt-এ ভুগে Othello আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে।
0
Updated: 4 weeks ago
Which one of the following sentences is correct?
Created: 2 months ago
A
The news made me to cry.
B
The news made me crying.
C
The news made me cry.
D
The news made me cried.
Causative Verb Rule (using “Make”):
-
Definition: A Causative Verb is used when the subject does not do the action itself but causes someone else to do it. Common causative verbs include Have, Get, Help, Let, Make.
-
Using “Make”:
-
After Make, the person or object comes next, followed by the base form of the verb.
-
“Make” implies compelling someone to do something, stronger than “Have” or “Get”.
-
Example:
-
Correct Sentence: The news made me cry.
-
Here, “me” is the object and “cry” is the base form of the verb.
-
The news caused me to cry; I did not choose to do it independently.
-
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago