A
অগ্নিবীণা
B
বিষের বাঁশি
C
দোলন চাঁপা
D
বাঁধনহারা
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যের বিদ্রোহী চেতনার এক উজ্জ্বল প্রকাশ হলো কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-র অন্তর্ভুক্ত দ্বিতীয় কবিতা, যা বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে।
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি, ২২ পৌষ ১৩২৮ বঙ্গাব্দে, সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়। এই একটি মাত্র কবিতার মাধ্যমেই নজরুল বাংলা সাহিত্যে চিরকালীন বিদ্রোহী কবি হিসেবে স্বীকৃতি লাভ করেন।
‘বিদ্রোহী’ কবিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে দ্রোহ, বিপ্লব, সাহস ও চেতনার উন্মেষ। এটি শুধু একটি কবিতা নয়, বরং একটি শক্তিশালী মানসিকতার প্রতীক, যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সাহস জোগায়। নজরুল এর আগে ও পরে বহু দ্রোহাত্মক কবিতা রচনা করলেও, 'বিদ্রোহী' যেন তার আত্মার কণ্ঠস্বর।
এই মহাকাব্যিক কবিতা অন্তর্ভুক্ত রয়েছে নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-তে। বইটি তিনি উৎসর্গ করেন মহান বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে। কাব্যগ্রন্থটিতে মোট ১২টি কবিতা সংকলিত হয়েছে, যেগুলোর প্রতিটিতেই পাওয়া যায় স্বাধীনতা, সাম্য ও বীরত্বের জাগরণ।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কবিতাসমূহ:
১. প্রলয়োল্লাস (প্রথম কবিতা)
২. বিদ্রোহী
৩. রক্তাম্বরধারিণী মা
৪. আগমনী
৫. ধূমকেতু
৬. কামালপাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মোহররম
এই কবিতাগুলোতে কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, বরং একজন স্বপ্নদ্রষ্টা, যিনি সাম্রাজ্যবাদ, কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে কলমকে অস্ত্ররূপে ব্যবহার করেছেন।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
'বিদ্রোহী' কবিতা - বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’ এটি কার উক্তি?
Created: 3 months ago
A
সুফিয়া কামাল
B
কায়কোবাদ
C
জসীমউদ্দীন
D
জীবনানন্দ

0
Updated: 3 months ago
বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
Created: 2 months ago
A
কেশব চন্দ্র সেন
B
গিরিশচন্দ্র সেন
C
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
D
মওলানা আকরাম খাঁ
• বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক- গিরিশচন্দ্র সেন।
• গিরিশচন্দ্র সেন:
- নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন ধর্মবেত্তা ও অনুবাদক।
- তিনি 'সুলভ সমাচার' ও 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক এবং 'মাসিক মহিলা' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন।
- কুরআনের বঙ্গানুবাদ বাংলা সাহিত্যে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি।
- বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ করেন তিনি।
- সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।
তাঁর রচিত গ্রন্থ:
• তাপসমালা:
- গিরিশচন্দ্রের বিখ্যাত গ্রন্থ তাপসমালা।
- এটি ৯৬ জন ওলি-আউলিয়ার জীবনচরিত, যা শেখ ফরীদুদ্দীন আত্তারের ফারসি ভাষায় রচিত তায্কেরাতুল আত্তলিয়ার ভাবাদর্শে রচিত।
• তত্ত্বরত্নমালা:
- গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ হলো তত্ত্বরত্নমালা।
- এটি শেখ ফরীদুদ্দীন আত্তারের মানতেকুত্তায়েব ও মওলানা জালালউদ্দীন রূমীর মসনবী শরীফ নামক প্রখ্যাত ফারসি গ্রন্থদ্বয় থেকে সংকলিত।
- এতে নীতিকথা ও শিক্ষণীয় বিষয় ছোট ছোট গল্পের আকারে রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও তিনি হাদিস-পূর্ব বিভাগ শিরোনামে মিশ্কাত শরীফের প্রায় অর্ধাংশের অনুবাদ প্রকাশ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' - চরণ দুটি কার লেখা?
Created: 2 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
গোলাম মোস্তফা
D
শেখ ফজলল করিম
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
– কাজী নজরুল ইসলাম
চরণদ্বয়:
“সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।”
এই চরণদ্বয় নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ কবিতা থেকে, যা তাঁর ‘চন্দ্রবিন্দু’ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
সম্পূর্ণ কবিতা:
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
কাজী নজরুল ইসলাম সংক্ষেপ পরিচিতি
-
জন্ম: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, চুরুলিয়া গ্রাম, আসানসোল, ভারত।
-
কৈশোরে লেটো গানের দলে অংশগ্রহণ।
-
লেখাপড়া করেন বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলে।
-
১৯১৭ সালে বাঙালি পল্টনে সেনাবাহিনীতে যোগ দিয়ে করাচি যান।
-
তিনি ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত।
-
মাত্র চল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে বাকশক্তি হারান।
-
স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর তাঁকে ঢাকায় এনে নাগরিকত্ব দেওয়া হয়।
-
তিনি বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি লাভ করেন।
কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ছায়ানট
-
প্রলয়শিখা
-
চক্রবাক
-
সিন্ধুহিন্দোল
উপন্যাসসমূহ:
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
প্রবন্ধগ্রন্থ:
-
যুগবাণী
-
দুর্দিনের যাত্রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; কবিতা: ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন’ – কাজী নজরুল ইসলাম।

0
Updated: 2 months ago