'Holy Dying' is written by-
A
Francis Bacon
B
Jeremy Taylor
C
George Herbert
D
Abraham Cowley
উত্তরের বিবরণ
‘Holy Dying’ – Jeremy Taylor
১. Writer
-
Jeremy Taylor (1613–1667)
-
Anglican clergyman, writer, and religious philosopher.
-
Known for ornate prose style and deep moral/religious insight.
-
Called the “Shakespeare of Devotional Prose” for his contributions to English religious literature.
২. About the Work
-
Full title: The Rule and Exercises of Holy Dying
-
Published in 1651 as a sequel to his earlier work Holy Living (1650).
-
Focus:
-
Preparing for death in a pious and virtuous manner.
-
Accepting death as a natural part of life, not with fear but as an opportunity for spiritual purification.
-
Guidance on dying without sin and living a morally upright life in anticipation of death.
-
-
Style: Devotional prose with moral and religious instruction.
৩. Major Works of Jeremy Taylor
-
The Rule and Exercises of Holy Living (1650)
-
The Rule and Exercises of Holy Dying (1651)
0
Updated: 1 month ago
Sidney believed that poetry teaches better than:
Created: 5 months ago
A
Music and art
B
Mathematics
C
Philosophy and history
D
Religion
Sidney বিশ্বাস করতেন যে কবিতা দর্শন (philosophy) এবং ইতিহাসের চেয়ে বেশি ভালো শেখায়। কারণ দর্শন অনেক সময় কঠিন এবং Abstract (ধারণাগত) হয়, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। ইতিহাস শুধু সত্য ঘটনা বলে, কিন্তু ভালো বা খারাপ আচরণের স্পষ্ট শিক্ষা দেয় না। তবে কবিতা গল্প এবং চরিত্রের মাধ্যমে সহজে এবং ভালোভাবে শিক্ষা দেয়। কবিতা মানুষকে ভালো হতে এবং বদলাতে সাহায্য করে, যা দর্শন এবং ইতিহাস একসাথে করতে পারে না। তাই Sidney-এর মতে, কবিতা দর্শন এবং ইতিহাসের চেয়ে ভালো শিক্ষাদান করে।
0
Updated: 5 months ago
Fanny Price is a famous character from -
Created: 1 month ago
A
Mansfield Park
B
Jane Eyre
C
Wuthering Heights
D
David Copperfield
Fanny Price
-
মূল চরিত্র Jane Austen-এর Mansfield Park উপন্যাসে
-
অন্তর্মুখী, নৈতিকভাবে দৃঢ়
-
শেষপর্যন্ত Edmund Bertram-এর সাথে বিয়ে হয়
Mansfield Park
-
লেখক: Jane Austen
-
প্রকাশ: 1814
-
Jane Austen-এর সবচেয়ে সিরিয়াস ও গুরুগম্ভীর উপন্যাস
Jane Austen
-
English novelist
-
Ordinary life ও সাধারণ মানুষের উপর মনোনিবেশ করে উপন্যাসকে আধুনিক রূপ দেন
প্রধান কাজসমূহ
-
Emma
-
Lady Susan
-
Mansfield Park
-
Northanger Abbey
-
Persuasion
-
Pride and Prejudice
-
Sense and Sensibility
অন্যান্য চরিত্র/উপন্যাস বিকল্প
-
Jane Eyre – Charlotte Bronte
-
Wuthering Heights – Emily Bronte
-
David Copperfield – Charles Dickens
0
Updated: 1 month ago
The Excursion is written by -
Created: 2 months ago
A
Shelley
B
Keats
C
Wordsworth
D
Blake
• The Excursion
- William Wordsworth এর একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা, যা প্রথম প্রকাশিত হয় 1814 সালে।
- কবিতাটির প্রতিটি চরিত্র জীবনের বিভিন্ন দর্শন, সমাজ এবং আধ্যাত্মিকতার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
- কবিতার পটভূমি ইংল্যান্ডের Lake District, যা চরিত্রগুলোর ভাবনার প্রেক্ষাপট এবং প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
- পুরো কবিতায় মানুষের জীবন, প্রকৃতির চিকিৎসাশক্তি, এবং কল্পনা ও স্মৃতির ভূমিকা নিয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.
0
Updated: 2 months ago