"The Night Piece, to Julia" was written by-
A
Richard Crashaw
B
Ben Jonson
C
Andrew Marvell
D
Robert Herrick
উত্তরের বিবরণ
“The Night Piece, to Julia” – By Robert Herrick
১. কবিতার সংক্ষিপ্ত বিবরণ
-
লেখক: Robert Herrick
-
ধরণ: Romantic / Cavalier Poetry
-
বিষয়বস্তু:
-
কবি তাঁর প্রেমিকা Julia-র উদ্দেশ্যে রাতের বেলায় বিদায় বার্তা লিখেছেন।
-
কবিতায় রাতে রাস্তায় চলার সময়ের অভিজ্ঞতা, অন্ধকার, ছায়া ও অশরীরী উপস্থিতির ভয় বর্ণিত।
-
তবুও Julia-র উষ্ণ উপস্থিতি ও স্মৃতি তাকে সাহস দেয়।
-
২. Robert Herrick সম্পর্কে
-
জন্ম: 1591
-
মৃত্যু: 1674
-
পরিচিতি: 17th century English Cavalier Poet
-
কবিতায় সাধারণভাবে প্রকৃতি, ভালোবাসা, সৌন্দর্য, ধর্মীয় অনুভূতি ও ক্ষণস্থায়ী জীবনের রোমান্টিকতা ফুটে ওঠে।
৩. উল্লেখযোগ্য কবিতাসমূহ
-
To Daffodils
-
Delight in Disorder
-
The Night Piece, to Julia
-
The Litany to the Holy Spirit
0
Updated: 1 month ago
Mark Twain is -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
French author
D
British author
Mark Twain ছিলেন একজন আমেরিকান humorist, journalist, lecturer, এবং novelist, যিনি তার ভ্রমণবিষয়ক রচনা এবং শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
-
Twain জীবদ্দশায় ২০টিরও বেশি উপন্যাস রচনা করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য ভ্রমণবিষয়ক রচনা:
-
The Innocents Abroad (১৮৬৯)
-
Roughing It (১৮৭২)
-
Life on the Mississippi (১৮৮৩), যা তাঁর লেখার শৈলী এবং রসবোধের নিখুঁত উদাহরণ।
-
-
Twain বিশেষভাবে পরিচিত ছেলেবেলার অ্যাডভেঞ্চার গল্পের জন্য, যেমন:
-
The Adventures of Tom Sawyer (১৮৭৬)
-
Adventures of Huckleberry Finn (১৮৮৪)
-
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
The Adventures of Tom Sawyer (1876)
-
Adventures of Huckleberry Finn (1884)
-
The Prince and the Pauper
উৎস:
0
Updated: 1 month ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 months ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica
0
Updated: 2 months ago
Who is the author of "Ozymandias"?
Created: 1 month ago
A
John Keats
B
Lord Byron
C
P. B. Shelley
D
O' Henry
Ozymandias হলো Percy Bysshe Shelley–এর রচিত একটি বিখ্যাত sonnet, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৮ সালে। কবিতাটিতে তুলে ধরা হয়েছে ক্ষমতা ও গৌরবের ক্ষণস্থায়ী স্বভাব।
-
Ozymandias নামটি আসলে মিশরের ফারাও Ramesses II–এর গ্রিক নাম।
-
কবিতার মূল বার্তা হলো, যতই শক্তিশালী ও ক্ষমতাবান শাসক হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি একসময় বিলীন হয়ে যায়।
-
একচ্ছত্র শাসনের অহংকার ক্ষণস্থায়ী, কিন্তু শিল্প ও কবিতাই সেই সত্যকে যুগে যুগে স্মরণ করিয়ে দেয়।
Percy Bysshe Shelley
-
তিনি ছিলেন Romantic Period–এর অন্যতম প্রধান কবি।
-
পরিচিত উপাধি: Revolutionary Poet, Lyrical Poet।
-
তাঁর রচনায় বিদ্রোহ, স্বাধীনতা, প্রকৃতি ও কল্পনার সুর ধ্বনিত হয়েছে।
-
বিখ্যাত কাব্য: The Revolt of Islam।
Famous Poems
-
Queen Mab (his first major poem)
-
Ode to the West Wind
-
To a Skylark
-
Ozymandias
Dramas
-
Prometheus Unbound
-
The Cenci (1819)
0
Updated: 1 month ago