"Fair is foul, and foul is fair."
This extract is taken from-
A
Hamlet
B
Macbeth
C
Othello
D
Julius Caesar
উত্তরের বিবরণ
“Fair is foul, and foul is fair” – From Macbeth
১. উক্তি সম্পর্কে
-
লাইনটি নাটক Macbeth এর শুরুতে তিন ডাইনী (Three Witches) একে অপরকে বলেন।
-
অর্থ: “যা সুন্দর মনে হয়, তা খারাপ হতে পারে; আর যা খারাপ মনে হয়, তা সুন্দর হতে পারে।”
-
এটি নাটকের মূল থিম – appearances vs reality – বা বাহ্যিক চেহারা এবং বাস্তবতার পার্থক্যকে তুলে ধরে।
২. Macbeth নাটক সম্পর্কে
-
রচয়িতা: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
রচনা সময়: 1607-1607 সাল নাগাদ
-
প্রকাশ: 1623 সালে
-
মূল বিষয়বস্তু:
-
Scotland-এর রাজা Duncan-এর হত্যা ও পরবর্তীতে Macbeth-এর উচ্চাকাঙ্ক্ষা ও পতন
-
নাটকটি শেক্সপিয়রের অন্যতম সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী tragedy
-
-
প্রধান চরিত্র:
-
Macbeth (tragic hero)
-
Lady Macbeth
-
King Duncan
-
Three Witches
-
Banquo
-
৩. Macbeth নাটকের উল্লেখযোগ্য উদ্ধৃতি
-
“Look like an innocent flower, But be the serpent under it.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Fair is foul, and foul is fair.”
-
“Life is but a walking shadow.”
-
“What's done cannot be undone.”
-
“Stars, hide your fires; Let not light see my black and deep desires.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Vaulting ambition, which o'erleaps itself and falls on the other.”
৪. মূল তথ্য
-
নাটকের সেটিং: Scotland-এর রাজপ্রাসাদ, যুদ্ধক্ষেত্র ও প্রাসাদ
-
থিম: ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা, প্রতিশোধ, মানব প্রকৃতির দুর্বলতা
0
Updated: 1 month ago
Who of the following is associated with the "Metaphysical Poetry"?
Created: 1 month ago
A
Alexander Pope
B
John Donne
C
William Shakespeare
D
Jonathan Swift
John Donne সাধারণভাবে Metaphysical Poetry-এর প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত। তিনি Renaissance যুগের Jacobean Period-এর একজন কবি এবং আধ্যাত্মিক কবিতার সূচনাকারী, তাই তাকে Father of Metaphysical Poetry বলা হয়। তার কবিতায় প্রায়শই গভীর দার্শনিক, আধ্যাত্মিক এবং অস্তিত্ববাদী বিষয় উঠে আসে। এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও John Donne-এর কবিতায় প্রভাবিত হয়েছিলেন।
-
Notable Works:
-
A Valediction: Forbidding Mourning
-
Anniversaries
-
Batter My Heart
-
Death, Be Not Proud
-
Devotions upon Emergent Occasions
-
Holy Sonnets
-
Paradoxes and Problems
-
Pseudo-Martyr
-
Songs and Sonnets
-
The Canonization
-
The Good Morrow
-
The Sun Rising, ইত্যাদি
-
-
Other Options:
-
Edmund Spenser → Poets of Poets
-
Alexander Pope → Mock Heroic Poet
-
William Shakespeare → Bard of Avon
-
0
Updated: 1 month ago
Identify the synonym of "Denial':
Created: 1 month ago
A
rebuff
B
refusal
C
rebuttal
D
refuge
“Denial” শব্দের অর্থ হলো কোনো কিছুকে সত্য নয় বা অস্তিত্বহীন বলে অস্বীকার করা। এর সঙ্গে সবচেয়ে সঠিক সমার্থক শব্দ হলো “Refusal”, যা গ্রহণ বা মেনে নেবার জন্য সম্মতিহীনতা বা প্রত্যাখ্যান নির্দেশ করে। অন্যান্য প্রাসঙ্গিক শব্দগুলোর মধ্যে “Rebuff” মানে রূঢ় বা অবজ্ঞাপূর্ণ প্রত্যাখ্যান, “Rebuttal” হলো কোনো অভিযোগ বা বিবৃতির খণ্ডন, এবং “Refuge” হলো নিরাপত্তা বা আশ্রয়। “Rebuff” কাছাকাছি হলেও এটিতে আবেগগত তীব্রতা বেশি থাকে, তাই “Refusal” হলো perfect synonym।
-
Denial: অস্বীকার; প্রত্যাখ্যান; ব্যপনয়ন।
-
Refusal: গ্রহণ করতে/প্রদান করতে/মেনে নিতে সম্মতিহীনতা; প্রত্যাখ্যান; অসম্মতি।
-
Rebuff: রূঢ় প্রত্যাখ্যান; অবজ্ঞাপূর্ণ উপেক্ষা।
-
Rebuttal: খণ্ডন; অভিযোগ খণ্ডনকারী সাক্ষ্যপ্রমাণ।
-
Refuge: আশ্রয়; নিরাপত্তা; সমাশ্রয়।
অতএব, “Denial”-এর সমার্থক শব্দ হলো Refusal।
0
Updated: 1 month ago
Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
Created: 2 months ago
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
• “Alone, alone, all, all alone” এই উক্তিটি সাহিত্যিক কাজগুলোর মধ্যে The Rime of the Ancient Mariner থেকে এসেছে। এটি সেমুয়েল টেলারের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণার বর্ণনা আছে। অন্য বিকল্পগুলোর কথা বললে, The Raven হল এডগার অ্যালান পো’র একটি গথিক কবিতা, যা শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে গড়ে উঠেছে। Treasure Island একটি অ্যাডভেঞ্চার গল্প রবার্ট লুই স্টিভেনসনের লেখা, যেখানে দ্বীপের গুপ্তধন এবং অভিযান সম্পর্কিত গল্প। আর Moby Dick হলো হারমান মেলভিলের উপন্যাস, যেখানে একটি বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের কাহিনী। তাই, “Alone, alone, all, all alone” উক্তিটি সবচেয়ে প্রাসঙ্গিক The Rime of the Ancient Mariner-এর সাথে।
0
Updated: 2 months ago