Who wrote the poem 'The Collar'?
A
Andrew Marvell
B
John Donne
C
George Herbert
D
Thomas Hobbes
উত্তরের বিবরণ
The Collar – A Poem by George Herbert
১. কবিতা সম্পর্কে
-
রচয়িতা: George Herbert
-
ধরণ: Religious/Metaphysical Poem
-
বিষয়:
-
কবিতায় একজন ধর্মভিত্তিক মানুষ হঠাৎ করে তাঁর ধর্মীয় জীবনের প্রতি হতাশা প্রকাশ করেন।
-
মনে করেন, ঈশ্বরের আদেশ মেনে চলার কারণে তিনি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছেন না।
-
তবে কবিতা শেষ পর্যন্ত দেখায়, ঈশ্বরের ভালোবাসা এবং আহ্বানে তিনি আবার ঈমান ও আনুগত্যে ফিরে আসেন।
-
২. George Herbert (1593–1633)
-
জীবনকাল: 1593–1633
-
পরিচয়: 17th century Jacobean Period-এর ধর্মীয় কবি ও ধর্মযাজক
-
কর্মজীবন: কবি, ধর্মযাজক, Cambridge বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
-
সাহিত্যকর্মের ধরন: Metaphysical/Religious poetry
-
জীবনকালে কম প্রকাশিত হলেও মৃত্যুর পর তাঁর কবিতা জনপ্রিয়তা পায়
৩. উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Temple (কাব্য সংকলন)
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction
0
Updated: 1 month ago
Fill in the blank with the appropriate article: ‘The mother seized ________ boy by the collar.'
Created: 1 month ago
A
the
B
an
C
a
D
none of the above
সঠিক উত্তর: ক) the
Complete sentence: The mother seized the boy by the collar.
ব্যাখ্যা:
-
boy এখানে definite অর্থে ব্যবহার হয়েছে, কারণ:
-
কোন ছেলের কথা বলা হচ্ছে তা নির্দিষ্ট (the mother already knew which boy)।
-
"by the collar" অংশটিও এটিকে definite করে তুলছে, অর্থাৎ boy-এর নিজের collar ধরা হয়েছে।
-
Article:
-
Articles সাধারণত noun বা pronoun-এর আগে বসে, তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা/অনির্দিষ্টতা প্রকাশ করে।
-
Articles প্রধানত দুটি ভাগে বিভক্ত:
-
Indefinite Articles: a, an → নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করে না।
-
Definite Article: the → কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়।
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।
0
Updated: 2 months ago
Who is the main human character in The Jungle Book?
Created: 1 month ago
A
Tarzan
B
Mowgli
C
Shere Khan
D
Rikki-Tikki-Tavi
The Jungle Book রচনা করেছেন Rudyard Kipling, এবং এর প্রধান মানব চরিত্র হলো Mowgli, যিনি বন্য জঙ্গলে বন্যপ্রাণীদের সঙ্গে বড় হন।
-
লেখক: Rudyard Kipling, একজন Indian-born British Journalist।
-
প্রকাশিত: ১৮৯৪ সালে
-
ধরন: গল্প সংকলন (a collection of stories)
-
গল্পগুলো মূলত Mowgli-এর জীবন ও বন্যপ্রাণীদের সঙ্গে তার সম্পর্কের ওপর ভিত্তি করে।
-
বইটি বর্ণনা করে ওলফ প্যাকের সামাজিক জীবন, এবং কল্পনাপ্রসূতভাবে জঙ্গলের ন্যায়বিচার ও প্রাকৃতিক ক্রম।
-
কেন্দ্রীয় চরিত্র: Mowgli
Rudyard Kipling-এর প্রসিদ্ধ সাহিত্যকর্মসমূহ:
-
Kim
-
The Jungle Book
-
Puck of Pook's Hill
-
Captain Courageous
-
Limits & Renewals
-
Just So Stories
-
Soldiers Three
-
The Light that Failed
-
Plain Tales from the Hills
-
Seven Seas
-
The White Man's Burden
উৎস:
0
Updated: 1 month ago