'Romeo and Juliet' is a ______ by Shakespeare.
A
comedy
B
tragedy
C
historical play
D
dark comedy
উত্তরের বিবরণ
Romeo and Juliet – A Tragedy by William Shakespeare
১. নাটক সম্পর্কে
-
রচয়িতা: William Shakespeare
-
প্রকাশিত: 1597
-
ধরণ: Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
বিষয়: দুই শত্রু পরিবার Montague এবং Capulet-এর সন্তান রোমিও ও জুলিয়েট-এর করুণ প্রেমকাহিনি।
-
তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যের কারণে প্রেমিক-প্রেমিকা দুজনেই আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত তাদের মৃত্যুর মাধ্যমে পরিবারের মধ্যে শত্রুতার অবসান ঘটে।
-
২. প্রধান চরিত্র
-
Romeo
-
Juliet
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
৩. বিখ্যাত উক্তি
-
"Good night, good night! Parting is such sweet sorrow. That I shall say good night till it be morrow."
-
"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet."
৪. William Shakespeare (1564–1616)
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খেতাব: Bard of Avon, English national poet
-
সাহিত্যকর্ম: 37 নাটক, 154 sonnet
প্রসিদ্ধ ট্র্যাজেডি নাটকসমূহ:
-
Hamlet, Macbeth, Othello, Romeo and Juliet, Julius Caesar, King Lear, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens
0
Updated: 1 month ago
Who is called “the Moor” in the play?
Created: 2 months ago
A
Iago
B
Othello
C
Cassio
D
Roderigo
“The Moor” উপাধিটি Othello-কে বোঝাতে ব্যবহার করা হয়, কারণ তিনি আফ্রিকান বংশোদ্ভূত একজন মুসলিম মূর। নাটকে এটি প্রায়শই তার জাতিগত পরিচয় ও বাইরের লোক হিসেবে অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়।
0
Updated: 2 months ago
Let ______ solve the problem together.
Created: 2 months ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।
0
Updated: 2 months ago
How is Gloucester punished for his "treason"?
Created: 3 weeks ago
A
Burned
B
Blinded
C
Branded with a red letter
D
Exiled
Gloucester তার রাজা Lear-কে সাহায্য করেছিল, যা রাজদ্রোহ (treason) হিসেবে গণ্য হয়। এর শাস্তি হিসেবে Cornwall অত্যন্ত নিষ্ঠুরভাবে তার চোখ উপড়ে নেয়। এই ঘটনাটি Shakespeare-এর King Lear নাটকের অন্যতম নির্মম দৃশ্য হিসেবে পরিচিত।
-
Gloucester Lear-কে আশ্রয় ও সাহায্য দিয়েছিল, যা Goneril ও Regan-এর চোখে অপরাধ বলে বিবেচিত হয়।
-
শাস্তিস্বরূপ Cornwall প্রকাশ্যে Gloucester-এর দুই চোখ নির্মমভাবে উপড়ে ফেলে, ফলে সে সম্পূর্ণ অন্ধ হয়ে পড়ে।
-
এই অন্ধত্ব শুধু শারীরিক নয়, বরং প্রতীকীভাবে তার পূর্বের অন্ধ বিশ্বাস ও ভুল বিচারবুদ্ধিরও প্রতিফলন (symbolic blindness)।
অতএব, Gloucester তার “treason”-এর শাস্তি হিসেবে অন্ধ (Blinded) হয়।
0
Updated: 3 weeks ago