Shakespeare was not a/an-
A
Actor
B
Novelist
C
Playwright
D
Poet
উত্তরের বিবরণ
William Shakespeare – Poet, Dramatist, Actor (Not a Novelist)
১. পরিচিতি
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচিতি:
-
English poet, dramatist, actor
-
Bard of Avon
-
English National Poet
-
Dr. Samuel Johnson-এর মতে, Poet of Human Nature
-
-
মোট সাহিত্যকর্ম: ১৫৪টি Sonnet, ৩৭টি Drama
২. উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems / Long Poems:
-
Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
৩. গুরুত্বপূর্ণ তথ্য
-
Shakespeare কখনো কোনো নভেল লিখেননি।
-
তার প্রধান সাফল্য নাটক ও কবিতার মাধ্যমে।
0
Updated: 1 month ago
"Filled with cream, covered in chocolate frosting, and dusted with sprinkles, you will enjoy this cupcake."
Find the error part of the given sentence -
Created: 1 month ago
A
Filled with cream
B
covered in chocolate frosting
C
and dusted with sprinkles
D
you will enjoy this cupcake
• Correct Answer: you will enjoy this cupcake.
Explanation:
-
মূল বাক্যটি শুরু হয়েছে modifier phrase দিয়ে: "Filled with cream, covered in chocolate frosting, and dusted with sprinkles…"
-
এই phrase মূলত cupcake-কে বর্ণনা করছে, কিন্তু আসল subject যদি "you" হয়, তবে মনে হবে তুমি ক্রিমে ভর্তি এবং চকোলেটে ঢাকা!
-
এ ধরনের ভুলকে বলা হয় dangling modifier, কারণ modifier-এর সঠিক কর্তা স্পষ্ট নয়।
সঠিক সংশোধন:
-
Filled with cream, covered in chocolate frosting, and dusted with sprinkles, this cupcake is to be enjoyed.
-
এখানে modifier phrase স্পষ্টভাবে this cupcake কে বর্ণনা করছে।
0
Updated: 1 month ago
Who reminds the nobles of their guilt in the banquet scene?
Created: 2 months ago
A
Prospero
B
Gonzalo
C
Ariel (as a harpy)
D
Miranda
ভোজের দৃশ্যে Ariel হার্পির রূপ নিয়ে আসে এবং Alonso ও তার সঙ্গীদের তাদের অন্যায় ও বিশ্বাসঘাতকতার কথা স্মরণ করিয়ে দেয়। এই দৃশ্য তাদের অপরাধবোধ জাগিয়ে তোলে এবং Prospero-র ন্যায়বিচারের পরিকল্পনাকে কার্যকর করে। এটি নৈতিক শিক্ষা প্রদানের গুরুত্বপূর্ণ মুহূর্ত। (নাটকে harpy শব্দটি এসেছে প্রাচীন গ্রীক পুরাণ থেকে। হার্পি হলো এক ভয়ঙ্কর পৌরাণিক প্রাণী, যার শরীর আংশিকভাবে মহিলা এবং আংশিকভাবে পাখির মতো। সাধারণত এটিকে মানুষের শাস্তিদাতা, ধ্বংস আর আতঙ্কের প্রতীক হিসেবে দেখা হয়।)
3
Updated: 2 months ago
Who wrote the play "The Caretaker"?
Created: 1 month ago
A
Samuel Beckett
B
John Osborne
C
Harold Pinter
D
Arthur Miller
The Caretaker
-
রচয়িতা: Harold Pinter
-
ধরণ: Three-act play
-
প্রথম প্রকাশ ও মঞ্চস্থ: 1960
-
Pinter-এর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য নাটক
-
মূল বিষয়: পারিবারিক সম্পর্কে বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার সূক্ষ্ম ভারসাম্য
-
কাহিনী: দুই ভাই Aston ও Mick-এর ফ্ল্যাটে নাটকের ঘটনা ঘটে। Aston (যিনি কিছুটা মন্থর মস্তিষ্কের) এক ভবঘুরে Davies-কে আশ্রয় দেন।
Harold Pinter
-
British writer
-
Nobel Prize in Literature: 2005
Best Works (plays):
-
The Birthday Party
-
The Room
-
No Man’s Land
-
The Dumb Waiter
-
The Caretaker
-
The Homecoming
0
Updated: 1 month ago