Where is the setting of Shakespeare's play 'Macbeth'?
A
Scotland
B
England
C
Denmark
D
Denmark
উত্তরের বিবরণ
‘Macbeth’ – Setting and Summary
১. Setting
-
Shakespeare’s Macbeth is set in Scotland.
-
Key locations include royal palaces, battlefields, and Scottish landscapes.
-
The time period corresponds roughly to the early medieval Scottish monarchy.
২. Plot Summary
-
Three witches meet General Macbeth and predict he will become King of Scotland.
-
Their prophecy ignites ambition in Macbeth.
-
Encouraged by Lady Macbeth, he murders King Duncan to claim the throne.
-
Once king, Macbeth is haunted by guilt and paranoia, committing more murders to secure power.
-
Lady Macbeth eventually goes mad and dies.
-
Macbeth is killed by Macduff, restoring peace to Scotland.
-
The play explores ambition, moral corruption, and the consequences of unchecked power.
৩. Main Character
-
Macbeth – Tragic hero, General of Scotland.
-
Lady Macbeth – Ambitious wife of Macbeth.
-
King Duncan – The murdered king.
-
Macduff – Nobleman who defeats Macbeth.
-
Three Witches – Prophetic instigators.
৪. William Shakespeare (1564–1616)
-
English poet, dramatist, and actor.
-
Known as the Bard of Avon and English National Poet.
-
Wrote 154 sonnets and 37 plays, along with long narrative poems.
-
Regarded as one of the greatest writers in world literature.
৫. Notable Works
Tragedies:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
Comedies:
-
As You Like It, The Tempest, Twelfth Night, The Merchant of Venice, A Midsummer Night's Dream

0
Updated: 13 hours ago
Who wrote The Taming of the Shrew?
Created: 1 month ago
A
Christopher Marlowe
B
Thomas Kyd
C
Ben Jonson
D
William Shakespeare
• The Taming of the Shrew
- এটি William Shakespeare রচিত 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- The Taming of the Shrew is one of William Shakespeare's most well-known comedies.
- এই comedy টি ১৫৯০-১৫৯৪ সালের মাঝে কোনো এক সময়ে লেখা এবং ১৬২৩ সালে 'First Folio' -তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই comedy টি Katharina এবং Petruchio -এর মধ্যকার volatile courtship -এর বর্ণনা দেয়, Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে কাথরিনার কিংবদন্তি রাগ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক জিতবে।
• Summary
- কাথরিনা একজন দৃঢ়চেতা এবং তীক্ষ্ণ ভাষায় কথা বলা নারী, যিনি সমাজের নারীদের সম্পর্কে নির্ধারিত প্রত্যাশাগুলির সাথে মানিয়ে চলতে অস্বীকার করেন।
- চালাক Petruchio তাকে বিয়ে করে, এবং তাকে "বশীভূত" করার কাজটি শুরু করে এবং তাকে নিয়ন্ত্রণে আনতে অস্বাভাবিক এবং ধান্ধাবাজি পদ্ধতি ব্যবহার করে।
- একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে, নাটকটি সম্পর্কের জটিলতা এবং বিবাহে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরে।

0
Updated: 1 month ago
"Big Brother is watching you" - Who quoted it?
Created: 1 month ago
A
William Shakespeare
B
John Milton
C
Thomas Hardy
D
George Orwell
“Big Brother is watching you” উক্তিটি এসেছে George Orwell-এর উপন্যাস Nineteen Eighty-Four (১৯৪৯) থেকে। এতে Oceania নামক কর্তৃত্ববাদী রাষ্ট্রে সরকারের সর্বক্ষণ নজরদারি, মুক্তচিন্তার দমন ও ব্যক্তিগত স্বাধীনতার অভাব দেখানো হয়েছে। “Big Brother” হলো সেই সর্বশক্তিমান শাসকের প্রতীক। মূল চরিত্র Winston Smith ইতিহাস বিকৃতির কাজে যুক্ত হলেও পরে Julia-র সঙ্গে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে ধরা পড়ে।
গুরুত্বপূর্ণ পরিভাষা: Newspeak, Big Brother, Thought Police।
George Orwell (আসল নাম Eric Arthur Blair) ব্রিটিশ লেখক, জন্ম ব্রিটিশ ভারতে। বিখ্যাত রচনা—Animal Farm, Nineteen Eighty-Four, Burmese Days, Coming up for Air, Shooting an Elephant, A Hanging।
উত্তর: ঘ) George Orwell

0
Updated: 1 month ago
"The world will be saved by failure."
This is an example of-
Created: 3 days ago
A
Antithesis
B
Simile
C
Paradox
D
Hyperbole
Paradox এবং উদাহরণ
-
Famous Line:
“The world will be saved by failure.”-
এটি একটি Paradox বা কূটাভাস।
-
অর্থ: লাইনটির surface meaning বা আপাত দৃষ্টিতে বক্তব্য স্ববিরোধী মনে হলেও গভীর অর্থ বহন করে।
-
Deep meaning: ব্যর্থতার মধ্য দিয়ে আমরা শিখি, উন্নতি করি এবং মানবজীবন ও সমাজকে বাঁচাই।
-
-
Paradox (কূটাভাস; পরস্পরবিরোধী সত্য):
-
একটি উক্তি বা পরিস্থিতি যা একই সময়ে সত্য এবং অসত্য বলে মনে হয়।
-
ব্যাখ্যা: যা প্রথমে অসম্ভব বা বিপরীত মনে হয়, তার ভিতরে গভীর সত্য থাকে।
-
উদাহরণ:
-
Less is more.
-
I must be cruel only to be kind.
-
Cowards die many times before their deaths.
-
-
-
অন্যান্য সম্পর্কিত অলংকার:
১. Antithesis (পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ):-
দুটি বিপরীত ভাব একসাথে ব্যবহার করা।
-
উদাহরণ: “To err is human, to forgive divine.”
২. Simile (উপমা):
-
দুই ভিন্ন জিনিসের সরাসরি তুলনা, সাধারণত as বা like দিয়ে।
-
উদাহরণ: “She is as innocent as a lamb.”
৩. Hyperbole (অতিশয়োক্তি):
-
অতিরঞ্জিত বা অত্যুক্তি পূর্ণ উক্তি।
-
উদাহরণ: “Ten thousand saw I at a glance.” (Wordsworth: Daffodils)
-
-
Key Insight:
Paradox আমাদের চিন্তাকে চ্যালেঞ্জ করে এবং আপাতদৃষ্টিতে অসম্ভবকে বোধগম্য করে তোলে।

0
Updated: 3 days ago