Who wrote the book "Leviathan"?
A
Ben Jonson
B
Cyril Tourneur
C
Thomas Hobbes
D
Francis Bacon
উত্তরের বিবরণ
‘Leviathan’ – Thomas Hobbes
১. Writer
-
Thomas Hobbes (1588–1679)
-
English philosopher, scientist, and historian.
-
Key figure of the Commonwealth Period.
-
Considered a foundational thinker in modern political philosophy.
২. About the Book
-
Title: Leviathan
-
Published in 1651.
-
Genre: Political philosophy.
-
Focuses on social contract theory, sovereignty, and the necessity of a strong central authority to prevent chaos.
-
Hobbes argued that in the state of nature, humans are selfish, violent, and disorderly.
-
To maintain security and order, people agree to give absolute power to a sovereign.
৩. Key Concepts
-
Social Contract: Agreement among individuals to form a society and submit to authority.
-
Sovereignty: A strong, centralized power is essential for peace.
-
State of Nature: Life without government is “solitary, poor, nasty, brutish, and short.”
৪. Other Notable Works
-
De Cive
-
De Corpore
-
Behemoth

0
Updated: 13 hours ago
Who created the character 'Dorian Gray'?
Created: 1 week ago
A
Oscar Wilde
B
Charles Dickens
C
George Orwell
D
Mark Twain
The Picture of Dorian Gray
-
লেখক: Oscar Wilde
-
ধরন: Philosophical / Moral Fantasy / Gothic Novel
-
প্রকাশের সাল: ১৮৯০ (Novella), ১৮৯১ (Novel-রূপে অতিরিক্ত ৬টি চ্যাপ্টারসহ)
-
কেন্দ্রীয় চরিত্র: Dorian Gray
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Dorian Gray একজন যুবক, যিনি তার চিরকালীন যৌবন অটুট রাখতে চায়।
-
তিনি তার ছবির মাধ্যমে বয়স বৃদ্ধির পরিবর্তে চিত্রকর্মটি বয়সিত হতে দেয়।
-
Lord Henry Wotton তাকে কুমন্ত্রণা দিয়ে অপকর্মের পথে প্ররোচিত করেন।
-
কাহিনীর শেষে Dorian তার আত্মা বিক্রির ভয়াবহতা উপলব্ধি করে এবং ছবিটি ধ্বংস করার চেষ্টা করে।
-
এই কাজের ফলে তার নিজের মৃত্যু ঘটে।
Oscar Wilde
-
জাতীয়তা: Irish
-
পেশা: Poet, Novelist, Playwright
-
পূর্ণ নাম: Oscar Fingal O’Flahertie Wills Wilde
-
খ্যাতিমান রচনা:
-
The Picture of Dorian Gray
-
Lady Windermere’s Fan
-
The Importance of Being Earnest
-
Source: Britannica.com

0
Updated: 1 week ago
There is only ____ water in the bottle.
Created: 2 weeks ago
A
the little
B
a little
C
few
D
a few
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)

0
Updated: 2 weeks ago
"April is the cruellest month" - This is from -
Created: 18 hours ago
A
Ode to a Nightingale
B
I Wandered Lonely as a Cloud
C
She Walks in Beauty
D
The Waste Land
"April is the cruellest month" এই উক্তিটি T.S. Eliot-এর 'The Waste Land' কবিতা থেকে নেওয়া।
The Waste Land:
-
রচয়িতা: T.S. Eliot
-
এটি একটি দীর্ঘ কবিতা, যার লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছে প্রথিতযশা আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা।
-
কবিতার আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি।
-
এই কবিতার মাধ্যমে Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
-
একটি বিখ্যাত উক্তি:
-
"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"
-
T.S. Eliot:
-
পুরো নাম: Thomas Stearns Eliot
-
তিনি একজন American-English poet, playwright, literary critic এবং editor।
-
আধুনিক কবিতার Modernist movement-এর অন্যতম নেতা, যার প্রকাশ স্পষ্টভাবে দেখা যায় The Waste Land এবং Four Quartets-এ।
-
১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রখ্যাত রচনাসমূহ:
Poetry:
-
The Waste Land (1922)
-
Four Quartets (1943)
-
The Love Song of J. Alfred Prufrock
Play:
-
Murder in the Cathedral (1935)
-
The Cocktail Party
উক্তি চিহ্নিত করার জন্য বিকল্পসমূহ:
-
ক) Ode to a Nightingale — John Keats
-
খ) I Wandered Lonely as a Cloud — William Wordsworth
-
গ) She Walks in Beauty — Lord Byron
Source:

0
Updated: 18 hours ago