Who is the poet of the collection of poems, "Silex Scintillans"?
A
Henry Vaughan
B
Ben Jonson
C
John Donne
D
Andrew Marvell
উত্তরের বিবরণ
Henry Vaughan and Silex Scintillans
১. Poet
-
Henry Vaughan (1622–1695)
-
Anglo-Welsh poet and mystic
-
একজন গুরুত্বপূর্ণ Metaphysical poet, যিনি ধর্ম, আধ্যাত্মিকতা ও প্রকৃতির ওপর গভীর কবিতা রচনা করেছেন।
২. Silex Scintillans
-
পূর্ণরূপ: Sparks from the Flint
-
একটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাব্যগ্রন্থ।
-
প্রথম প্রকাশ: 1650
-
পরবর্তী বিস্তৃত সংস্করণ: 1655
-
মূল বিষয়বস্তু:
-
ধর্মীয় অনুভব
-
আত্মার পবিত্রতা
-
ঈশ্বরের প্রতি নিবেদন
-
৩. Other Notable Poems by Henry Vaughan
-
The World
-
The Retreat
-
They Are All Gone into the World of Light
-
Man
-
The Night

0
Updated: 13 hours ago
Which period is known as "The golden age of English literature?
Created: 1 month ago
A
The Victorian age
B
The Elizabethan age
C
The Restoration age
D
The Eighteenth Century
এলিজাবেথীয় যুগকে ইংরেজি সাহিত্যের ‘সোনালি যুগ’ বলা হয়।
ইংরেজি সাহিত্যে Renaissance Period বা পুনর্জাগরণ যুগ শুরু হয় ১৫৫০ সাল থেকে ১৬৬০ সাল পর্যন্ত। এই সময়কালকে শাসকদের নাম অনুযায়ী চারটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম যুগটি হলো Elizabethan Age।
এই যুগের নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথ প্রথম-এর নামে, যিনি ১৫৫৮ সাল থেকে ১৬০৩ সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন।
এই সময়েই ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি উন্নতি হয়। বিশেষ করে নাট্যজগতে এক বিশাল পরিবর্তন আসে। সাহিত্য তখন চার্চ বা ধর্মীয় নিয়ন্ত্রণ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে স্বাধীনভাবে গড়ে উঠতে থাকে।
এই যুগের আগে সাহিত্য ছিল অনেকটা নিষ্প্রাণ ও অনুৎপাদনশীল। কিন্তু Elizabethan যুগে সাহিত্য নতুন প্রাণ ও গতি পায়। তাই একে বলা হয় The Golden Age of English Literature।
এই সময়ের বিখ্যাত লেখকরা হলেন:
-
Thomas More
-
Thomas Norton
-
Edmund Spenser
-
William Shakespeare
-
Thomas Kyd
-
Nicholas Udall
-
Robert Peele
-
Robert Greene
-
Sir Philip Sidney
-
John Lyly
উৎস: An ABC of English Literature — ড. এম. মোফিজার রহমান

0
Updated: 1 month ago
Who is the novelist of the novel "The Rainbow"?
Created: 3 weeks ago
A
William Faulkner
B
D. H. Lawrence
C
George Orwell
D
James Joyce
The Rainbow
Novelist: D. H. Lawrence
-
The Rainbow উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের কিছুদিনের মধ্যেই এতে যৌন উপাদানের বিস্তৃতি থাকায় উপন্যাসটিকে অশ্লীল (Obscene) ও আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয়।
-
পরবর্তীতে উপন্যাসটি নিষিদ্ধ হয়।
-
কাহিনিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব এবং এর মানব মনের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহপ্রথাকে তাঁর লেখায় প্রায়শই অসফল ও অপ্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হয়।
-
উপন্যাসটির মূল কেন্দ্রে রয়েছে Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী।
Main Characters
-
Tom Brangwen
-
Lydia Lensky
-
Tilly
-
Anna Lensky
-
William (Will) Brangwen
-
Ursula Brangwen
D. H. Lawrence (1885–1930)
-
পূর্ণ নাম: David Herbert Lawrence।
-
তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তাঁর বিখ্যাত উপন্যাস Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে।
Notable Novels
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
📌 Additional Note:
-
The Rainbow একটি উপন্যাস হলেও, “My Heart Leaps Up” হলো একটি কবিতা, যা লিখেছেন William Wordsworth।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 3 weeks ago
The synonym of the word "Queer" is -
Created: 2 weeks ago
A
Bizarre
B
Ordinary
C
Deliberate
D
Instinctive
Queer (Adjective)
-
Meaning: Strange or unusual
-
Bangla: অদ্ভুত; অস্বাভাবিক
Synonyms: Funny, Bizarre, Weird, Strange
Antonyms: Normal, Ordinary, Typical, Usual
Options Explained:
-
Bizarre – অদ্ভুত, বিচিত্র ✔
-
Ordinary – সাধারণ, গড়পড়তা
-
Deliberate – উদ্দেশ্যপ্রণোদিত
-
Instinctive – প্রেরণা-প্রসূত; স্বতঃস্ফূর্ত
Example Sentences:
-
There was a queer noise coming from the attic.
-
He identifies as queer and is proud of who he is.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 2 weeks ago