"To His Coy Mistress" was authored by-
A
John Donne
B
Richard Lovelace
C
Andrew Marvell
D
Sir John Suckling
উত্তরের বিবরণ
“To His Coy Mistress” – By Andrew Marvell
১. কবিতার বিবরণ
-
লেখক: Andrew Marvell
-
ধরণ: Metaphysical Poem
-
লাইন সংখ্যা: ৪৬
-
প্রকাশকাল: 1681
-
বিষয়বস্তু: প্রেম ও সময়ের সংঘাতকে বুদ্ধিদীপ্ত ও ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন।
Summary:
-
কবি তার প্রেমিকাকে বলেন, যদি সময়ের অভাব না থাকত, তিনি তাঁর প্রতিটি শারীরিক বৈশিষ্ট্য প্রশংসা করতে শতাব্দী সময় ব্যয় করতেন।
-
প্রেমিকা সেই সময়কে ব্যবহার করে কবির প্রস্তাব প্রত্যাখ্যান করতেন।
-
কবিতার মূল ভাব: সময় সীমিত, তাই প্রেমিকাকে উপভোগ করতে দ্রুত এগোতে হবে।
২. Andrew Marvell সম্পর্কে
-
জন্ম: 1621
-
মৃত্যু: 1678
-
পরিচিতি: Jacobean period-এর একজন বিখ্যাত কবি
-
বিশেষত্ব: Metaphysical poet, গভীর চিন্তাশীলতা, বুদ্ধিদীপ্ত উপমা (conceit), ধর্ম ও প্রেমের মিলন
৩. উল্লেখযোগ্য কাজসমূহ
-
The Rehearsal Transpros’d
-
To His Coy Mistress
-
The Definition of Love
-
The Garden

0
Updated: 13 hours ago
"Gerontion" is a poem by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 1 month ago
Who wrote The Bluest Eye?
Created: 1 month ago
A
Alice Walker
B
Toni Morrison
C
Zora Neale Hurston
D
Maya Angelou
• The Bluest Eye:
- এটি Toni Morrison রচিত।
- এটি একটি novel.
- এটি ১৯৭০ সালে প্রকাশিত হয়।
• Toni Morrison ছিলেন একজন আমেরিকান Novelist, essayist এবং Editor.
- তাছাড়া তিনি Princeton University এর প্রফেসর ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গুলো -
- Beloved,
- Song of Solomon,
- The Bluest Eye.

0
Updated: 1 month ago
He _________ home the day before yesterday.
Created: 1 week ago
A
came
B
has come
C
had been come
D
come
The correct answer is ক) came
Complete sentence: He came home the day before yesterday.
Explanation:
-
Words like yesterday, ago, last week/month/year, day before yesterday indicate a specific time in the past.
-
When the action happened at a definite past time, the past form of the verb must be used, even if in Bengali the sentence seems present-like.
Examples:
-
He came home the day before yesterday.
-
She bought the book last month.
-
Father came home yesterday.
-
I saw him long ago.
Incorrect forms explained:
-
খ) has come → Present perfect is used for indefinite past, not for a specified past time.
-
গ) had been come → Wrong structure; “come” is intransitive and doesn’t form passive.
-
ঘ) come → Base form is incorrect; past tense came is required.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 week ago