GSM কে কোন প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম বলা হয়?
A
প্রথম প্রজন্ম
B
দ্বিতীয় প্রজন্ম
C
তৃতীয় প্রজন্ম
D
চতুর্থ প্রজন্ম
উত্তরের বিবরণ
GSM (Global System for Mobile Communication) হলো দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম (2G) এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল টেলিফোনি স্ট্যান্ডার্ড।
GSM-এর বৈশিষ্ট্য ও সুবিধা
-
রোমিং সুবিধা: মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের রোমিং চুক্তির কারণে বিশ্বের যে কোনো স্থানে GSM ব্যবহার করা যায়।
-
স্বল্পমূল্যের SMS: GSM স্বল্পমূল্যের শর্ট মেসেজ সার্ভিস (SMS) বাস্তবায়নের ক্ষেত্রে পথিকৃত।
-
সেবা: কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং ও ইনকামিং কল নিয়ন্ত্রণ, কল হোল্ডিং, কলার আইডি, কল ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি।
-
নেটওয়ার্ক: সেলুলার নেটওয়ার্ক ভিত্তিক, নির্দিষ্ট এলাকায় মোবাইলগুলো GSM-এর সাথে সংযুক্ত হয়।
-
সর্বোচ্চ দূরত্ব: ৩৫ কিলোমিটার
-
ফ্রিকোয়েন্সি ব্যান্ড: 900 MHz বা 1800 MHz
-
হ্যান্ডসেট ট্রান্সমিশন ক্ষমতা: ১–২ ওয়াট
প্রযুক্তি: GSM ব্যবহার করে TDMA (Time Division Multiple Access) ভিত্তিক মোবাইল ফোন সার্ভিস পরিচালিত হয়।
0
Updated: 1 month ago
সেলুলার নেটওয়ার্কে ‘রোমিং’ বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
একাধিক সেল টাওয়ারের মাধ্যমে কল করা
B
একই সিম কার্ড একাধিক ডিভাইসে ব্যবহার করা
C
ইন্টারনেট সংযোগের বদলে মোবাইল ডাটা ব্যবহার করা
D
স্থানীয় নেটওয়ার্কের বাইরে অন্য নেটওয়ার্ক ব্যবহার করা
সেলুলার নেটওয়ার্কে রোমিং হলো এমন একটি ফিচার, যা ব্যবহারকারীকে তার মোবাইল ফোনকে নিজের অপারেটরের কাভারেজ এলাকার বাইরে গিয়ে অন্য নেটওয়ার্কে সংযুক্ত হতে দেয়। এটি সাধারণত আন্তর্জাতিক ভ্রমণ বা দেশের অভ্যন্তরে নেটওয়ার্ক সীমার বাইরে গেলে ব্যবহৃত হয়।
রোমিং (Roaming) সম্পর্কিত তথ্য:
-
রোমিং হলো এমন একটি ফিচার যেখানে একটি মোবাইল ফোন মূল নেটওয়ার্ক (Home Network)-এর বাইরে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করতে পারে।
-
এর মাধ্যমে কল, এসএমএস এবং মোবাইল ডাটা ব্যবহার করা যায়।
-
সাধারণত রোমিং ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হয়।
-
বিশেষত আন্তর্জাতিক ভ্রমণের সময় রোমিং প্রয়োজন হয়।
রোমিং-এর দুটি ধরণ:
-
ডোমেস্টিক রোমিং (Domestic Roaming): একই দেশের মধ্যে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করা।
-
ইন্টারন্যাশনাল রোমিং (International Roaming): বিদেশে গিয়ে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করা।
0
Updated: 1 month ago
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?
Created: 3 weeks ago
A
Android
B
Mac OS
C
MS-DOS
D
কোনটি নয়
MS-DOS হলো একটি বর্ণভিত্তিক (Text-Based) অপারেটিং সিস্টেম, যা কমান্ড বা নির্দেশের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে না।
• অপারেটিং সিস্টেম:
কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা, নিয়ন্ত্রণ ও বিভিন্ন প্রোগ্রাম চালানোর জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রামসমষ্টি ব্যবহৃত হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়। এটি কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে।
• অপারেটিং সিস্টেমের প্রকারভেদ:
অপারেটিং সিস্টেম সাধারণত দুই ধরনের—
১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম (Text-Based Operating System)
২. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphics-Based Operating System)
• বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ:
-
MS-DOS
-
PC DOS
-
CP/M
• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমের উদাহরণ:
-
Windows 95 / 98 / XP / 2000 / 7
-
Mac OS
0
Updated: 3 weeks ago
F5 কী সাধারণত ওয়েব ব্রাউজারে কী জন্য ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
পেজ রিফ্রেশ/রিলোড করা
B
নতুন ট্যাব খোলা
C
ব্রাউজার বন্ধ করা
D
ডেভেলপার টুলস খোলা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ডিজিটাল কম্পিউটার
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
ব্রাউজার (Browser)
উত্তর: ক) পেজ রিফ্রেশ/রিলোড করা
ব্যাখ্যা:
-
F5 কী সাধারণত ওয়েব ব্রাউজারে বর্তমান পেজ রিফ্রেশ বা রিলোড করার জন্য ব্যবহার করা হয়।
-
এটি সার্ভার থেকে সর্বশেষ তথ্য নিয়ে পেজটি পুনরায় লোড করে, যা নতুন তথ্য দেখতে বা পেজে কোনো সমস্যা সমাধান করতে সহায়ক।
-
F5 চাপার মাধ্যমে ব্যবহারকারী ম্যানুয়ালি রিফ্রেশ করার ঝামেলা এড়াতে পারে।
অন্যান্য ফাংশন কী সংক্ষিপ্ত বিবরণ:
-
F1: হেল্প মেনু খোলা
-
F2: ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন
-
F3: সার্চ সুবিধা
-
F4: শেষ অ্যাকশন পুনরাবৃত্তি
-
F6: কারসরকে অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া
-
F7: বানান ও ব্যাকরণ পরীক্ষা
-
F8: Safe Mode চালু করা
-
F9: কুয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার
-
F10: মেনুবার চালু করা
-
F11: ফুলস্ক্রিন মোড
-
F12: ভাষা পরিবর্তন (ইংরেজি ↔ বাংলা)
উৎস: ব্রিটানিকা
0
Updated: 1 month ago