Who wrote the poem 'The Collar'?
A
Andrew Marvell
B
John Donne
C
George Herbert
D
Thomas Hobbes
উত্তরের বিবরণ
The Collar – A Poem by George Herbert
১. কবিতা সম্পর্কে
-
রচয়িতা: George Herbert
-
ধরণ: Religious/Metaphysical Poem
-
বিষয়:
-
কবিতায় একজন ধর্মভিত্তিক মানুষ হঠাৎ করে তাঁর ধর্মীয় জীবনের প্রতি হতাশা প্রকাশ করেন।
-
মনে করেন, ঈশ্বরের আদেশ মেনে চলার কারণে তিনি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারছেন না।
-
তবে কবিতা শেষ পর্যন্ত দেখায়, ঈশ্বরের ভালোবাসা এবং আহ্বানে তিনি আবার ঈমান ও আনুগত্যে ফিরে আসেন।
-
২. George Herbert (1593–1633)
-
জীবনকাল: 1593–1633
-
পরিচয়: 17th century Jacobean Period-এর ধর্মীয় কবি ও ধর্মযাজক
-
কর্মজীবন: কবি, ধর্মযাজক, Cambridge বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
-
সাহিত্যকর্মের ধরন: Metaphysical/Religious poetry
-
জীবনকালে কম প্রকাশিত হলেও মৃত্যুর পর তাঁর কবিতা জনপ্রিয়তা পায়
৩. উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Temple (কাব্য সংকলন)
-
The Country Parson
-
The Collar
-
Easter Wings
-
Affliction

0
Updated: 13 hours ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 1 month ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 1 month ago
Gulliver's Travels was written by -
Created: 1 week ago
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica

0
Updated: 1 week ago
"The old order changeth, yielding place to new" - This line is created by -
Created: 1 week ago
A
Alfred Tennyson
B
John Milton
C
Matthew Arnold
D
Robert Browning
Morte d'Arthur (Poem)
-
রচনা: Alfred Tennyson
-
Theme: Loyalty & chivalry; Knights-এর জীবন ও আনুগত্য।
-
সূচনা: Arthur-এর শেষ যুদ্ধে আহত অবস্থায়, Sir Bedivere-এর সঙ্গে।
-
Famous line: "The old order changeth, yielding place to new"
Alfred Tennyson
-
English poet, chief representative of Victorian age।
-
বিখ্যাত কবিতা: The Lotos Eaters, Morte d'Arthur, Tithonus, Ulysses, In Memoriam, The Charge of the Light Brigade
Morte d'Arthur (Prose)
-
রচনা: Sir Thomas Malory
-
প্রথম English prose version of Arthurian legend।

0
Updated: 1 week ago