WiMAX কী ধরনের প্রযুক্তি?
A
তারযুক্ত ব্রডব্যান্ড ইন্টারনেট
B
তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট
C
অপটিক্যাল ফাইবার ইন্টারনেট
D
স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট।
WiMAX (Worldwide Interoperability for Microwave Access)
-
এটি একটি আধুনিক তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি, যা DSL বা তারযুক্ত ইন্টারনেটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
-
উচ্চগতির ইন্টারনেট সুবিধা প্রদান করে ১০–৫০ কিলোমিটার পর্যন্ত।
-
ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়।
-
IEEE স্ট্যান্ডার্ড: 802.16
-
ডেটা স্থানান্তরের গতি: ৮০–১০০০ Mbps
-
ব্যান্ডউইথ: ৩০–৭৫ Mbps
-
কভারেজ এরিয়া: ১০–৫০ কিলোমিটার
-
WiMAX-এর প্রধান অংশ দুটি:
১. বেস স্টেশন
২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার
0
Updated: 1 month ago
RFID সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
ইন্টারনেট গতি পরিমাপ করে
B
মোবাইল সংযোগ স্থাপন করতে
C
বস্তু বা প্রাণী শনাক্ত করে
D
তথ্য সংরক্ষণ করে
RFID (Radio Frequency Identification) হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা বস্তু, ব্যক্তি বা প্রাণী শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়।
RFID-এর বৈশিষ্ট্য
-
পাতলা ও ছোট ডিভাইস, ক্রেডিট কার্ডের মতো আকৃতির।
-
ভিতরে থাকে একটি ছোট চিপ, কয়েল, এবং অ্যান্টেনা।
-
প্রাণীর ক্ষেত্রে RFID ট্যাগগুলো সাধারণের থেকে ভিন্ন, ক্যাপসুল আকৃতির, এবং পোষা প্রাণীর দেহে সিরিঞ্জের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়।
RFID-এর ব্যবহার
-
প্রাণীর অবস্থান নির্ণয় ও ট্র্যাকিং।
-
গাছ বা কাঠের জিনিসে RFID ট্যাগ লাগিয়ে আইডেন্টিফিকেশন সুবিধা।
-
অফিস বা বাসায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ।
-
দোকানে পণ্যের মধ্যে RFID ট্যাগ লাগিয়ে চুরি প্রতিরোধ।
-
শিপিং কন্টেইনার ও ভারী যন্ত্রপাতি পরিবহণে পরিচয় নির্ধারণ।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ভাইরাস নয়?
Created: 1 month ago
A
সিআইএইচ
B
স্টোন
C
এভিজি
D
ট্রোজান হর্স
সিআইএইচ, স্টোন এবং ট্রোজান হর্স হলো কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার, যা বিভিন্নভাবে কম্পিউটার সিস্টেমে ক্ষতি করতে পারে। সিআইএইচ ভাইরাস মূলত ফাইল ও হার্ড ড্রাইভের ডেটা ক্ষতি করে, স্টোন একটি বুট ভাইরাস যা সিস্টেম বুটের সময় সক্রিয় হয়, এবং ট্রোজান হর্স ব্যবহারকারীর বিশ্বাস অর্জন করে তথ্য চুরি বা ক্ষতি করে। অন্যদিকে, এভিজি (AVG) একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, যা ভাইরাস সনাক্ত ও নির্মূল করার জন্য ব্যবহৃত হয়। তাই এভিজি ভাইরাস নয়।
এন্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কিত তথ্য:
-
কম্পিউটারে ভাইরাস আক্রমণ থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয়।
-
এটি ভাইরাস প্রবেশের পূর্বেই কম্পিউটারকে সুরক্ষিত করে বা ব্যবহারকারীকে সতর্ক করে।
-
উল্লেখযোগ্য এন্টিভাইরাস সফটওয়্যার: AVG, Avast, Norton, Avira, Panda।
কম্পিউটার ভাইরাস সম্পর্কিত তথ্য:
-
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেছেন ফ্রেড কোহেন।
-
ভাইরাস কম্পিউটারে প্রবেশের পর ধীরে ধীরে সিস্টেমকে সংক্রমিত ও অচল করে দেয়।
-
উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস: VBS/Helper, Worm, VBS/Aqui, Trojan Horse, X97M/Hopper, Boot Sector Virus, Jerusalem, Stone, Dhaka Virus, Vienna, CIH।
উৎস:
0
Updated: 1 month ago
What is the basis of a digital computer?
Created: 1 month ago
A
Decimal numbers
B
Binary digits
C
Analog signals
D
Hexadecimal numbers
ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
-
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি হলো বাইনারী ডিজিট (০ এবং ১)।
-
এ কম্পিউটারের সকল গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারী ডিজিটের মাধ্যমে সম্পন্ন হয়।
-
প্রক্রিয়াকরণের ফলাফল লিখিত আকারে প্রদর্শিত হয়।
-
ইনপুট ও আউটপুট অংশ মানব বোধগম্যতার জন্য বর্ণ, অক্ষর ও সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়।
-
এ কম্পিউটারের গতি দ্রুত এবং নির্ভরশীলতা বেশি, পাশাপাশি বৃহৎ মেমোরি থাকে উপাত্ত সংরক্ষণের জন্য।
-
আজকাল ব্যবহৃত সকল কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago