'Romeo and Juliet' is a ______ by Shakespeare.
A
comedy
B
tragedy
C
historical play
D
dark comedy
উত্তরের বিবরণ
Romeo and Juliet – A Tragedy by William Shakespeare
১. নাটক সম্পর্কে
-
রচয়িতা: William Shakespeare
-
প্রকাশিত: 1597
-
ধরণ: Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
বিষয়: দুই শত্রু পরিবার Montague এবং Capulet-এর সন্তান রোমিও ও জুলিয়েট-এর করুণ প্রেমকাহিনি।
-
তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যের কারণে প্রেমিক-প্রেমিকা দুজনেই আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত তাদের মৃত্যুর মাধ্যমে পরিবারের মধ্যে শত্রুতার অবসান ঘটে।
-
২. প্রধান চরিত্র
-
Romeo
-
Juliet
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
৩. বিখ্যাত উক্তি
-
"Good night, good night! Parting is such sweet sorrow. That I shall say good night till it be morrow."
-
"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet."
৪. William Shakespeare (1564–1616)
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খেতাব: Bard of Avon, English national poet
-
সাহিত্যকর্ম: 37 নাটক, 154 sonnet
প্রসিদ্ধ ট্র্যাজেডি নাটকসমূহ:
-
Hamlet, Macbeth, Othello, Romeo and Juliet, Julius Caesar, King Lear, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens

0
Updated: 13 hours ago
Which Bennet sister is the most serious and bookish?
Created: 2 weeks ago
A
Lydia
B
Kitty
C
Mary
D
Jane
Mary Bennet পরিবারে সবচেয়ে পড়াশোনায় আগ্রহী ও নীতিকথা বলতে ভালোবাসে। কিন্তু Austen তাকে প্রায়ই হাস্যকরভাবে উপস্থাপন করেন। সে গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু তেমন দক্ষ নয়। Mary-র চরিত্র দেখায়—বুদ্ধি বা বই পড়া থাকলেই চরিত্র গভীর হয় না, তার সঙ্গে সামাজিক দক্ষতা ও সংবেদনশীলতাও জরুরি।

0
Updated: 2 weeks ago
What does Macbeth’s initial reaction to the witches’ prophecy reveal?
Created: 1 month ago
A
His hidden desire for power
B
His curiosity about becoming king
C
His readiness to act on ambition
D
His surprise at their knowledge
ভবিষ্যদ্বাণী শুনে Macbeth প্রথমে চমকে ওঠে, পরে চিন্তায় মগ্ন হয়। এই আচরণে বোঝা যায়, রাজা হওয়ার বাসনা আগে থেকেই ছিল, যদিও তা গোপন ছিল। অন্য অপশনগুলো সম্ভবপর হলেও, মূলত এটি লুকানো ক্ষমতালিপ্সার প্রকাশ।

1
Updated: 1 month ago
"It was the best of times, it was the worst of times" - This quote is from -
Created: 1 week ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
David Copperfield
D
Oliver Twist
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরণ: Novel
-
কাহিনী কেন্দ্র: London ও Paris, ফরাসী বিপ্লব প্রেক্ষাপটে
-
মূল চরিত্র:
-
Lucie Manette – তরুণী, বাবাকে জীবিত পেয়ে বিস্মিত
-
Dr. Alexandre Manette – অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে জেলে, মুচির কাজ শিখেছেন
-
Charles Darnay – ফরাসী রাজপরিবারের সদস্য, অনুতপ্ত
-
Sydney Carton – পারিবারিক বন্ধু, Lucie-এর প্রতি প্রেমে আবদ্ধ
-
Madame Defarge – বিপ্লবের প্রতীক
-
উক্তি:
-
First Line: “It was the best of times, it was the worst of times...”
-
Last Line: “It is a far, far better thing that I do, than I have ever done...”
Charles Dickens
-
British novelist, Victorian era এর সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers

0
Updated: 1 week ago