Shakespeare was not a/an-
A
Actor
B
Novelist
C
Playwright
D
Poet
উত্তরের বিবরণ
William Shakespeare – Poet, Dramatist, Actor (Not a Novelist)
১. পরিচিতি
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচিতি:
-
English poet, dramatist, actor
-
Bard of Avon
-
English National Poet
-
Dr. Samuel Johnson-এর মতে, Poet of Human Nature
-
-
মোট সাহিত্যকর্ম: ১৫৪টি Sonnet, ৩৭টি Drama
২. উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems / Long Poems:
-
Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
৩. গুরুত্বপূর্ণ তথ্য
-
Shakespeare কখনো কোনো নভেল লিখেননি।
-
তার প্রধান সাফল্য নাটক ও কবিতার মাধ্যমে।

0
Updated: 13 hours ago
Who said, "Cowards die many times before their deaths"?
Created: 1 month ago
A
William Langland
B
William Shakespeare
C
Geoffrey Chaucer
D
Sir Thomas Malory
"Cowards die many times before their deaths" is said by - William Shakespeare.
• "Cowards die many times before their deaths" এই উক্তিটি নেয়া হয়েছে William Shakespeare -এর tragedy - 'Julius Ceasar' থেকে।
- পুরো উক্তিটি হচ্ছে - "Cowards die many times before their deaths; The valiant never taste of death but once."
- নাটকের Protagonist - Julius Ceasar -এর করা এই উক্তিটি একটি metaphor -এর উদাহরণ।
• Julius Caesar
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare -এর First Folio -এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Caesar, tragedy in five acts by William Shakespeare.
- “Julius Caesar” - William Shakespeare -এর লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক, যা প্রাচীন রোমের রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার লড়াই নিয়ে রচিত।
- নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ও তার পরবর্তী রাজনৈতিক অস্থিরতা চিত্রিত করে।
- Julius Ceasar -এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Ceasar -এর বন্ধু Brutus কেও Ceasar -এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- Julius Ceasar -এর আরেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী Mark Antony তাঁর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।
- এই যুদ্ধে Brutus এবং তার বন্ধু Cassius হেরে যান এবং আত্মহত্যা করেন, Antony রোমের শাসনকর্তা হয়ে উঠেন।
• এই tragedy -এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে-
- "Cowards die many times before death; The valiant never taste of death but once."
- "Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"
- "Et tu, Brute? ('You too, Brutus?')"(last words of Julius Ceasar).
• Main characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia, etc.
• William Shakespeare (1564-1616)
- তাঁর জন্মস্থান Stratford Avon.
- Shakespeare -কে 'Bard of Avon' or 'Swan of Avon' বলা হয়।
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor।
- তাঁকে English national poet বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
- তিনি 154 টি সনেট, 37 টি play লিখেন।
- 1599 সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
Source: Britannica.

1
Updated: 1 month ago
Desdemona is a character in the following Shakespearean play:
Created: 1 month ago
A
Macbeth
B
Othello
C
Hamlet
D
King Lear
(ক) Macbeth - King Duncan, Macbeth, Lady Macbeth, Banquo, Macduff
(খ) Othello - Othello, Desdemona, Iago, Brabantio, Cassio
(গ) Hamlet - Hamlet, Horatio, Claudius, Ophelia, Gertrude
(ঘ) King Lear - Lear, Goneril, Regan, Cordelia

0
Updated: 1 month ago
“The Solitary Reaper” by Wordsworth is a famous-
Created: 3 days ago
A
Drama
B
Narrative poem
C
Epic
D
Lyric poetry
“The Solitary Reaper” হলো William Wordsworth-এর একটি বিখ্যাত Lyric poetry, যা কবির ব্যক্তিগত অনুভূতি ও আবেগকে কেন্দ্র করে লেখা।
-
Lyric poetry হলো সংক্ষিপ্ত, আবেগপ্রবণ এবং সঙ্গীতধর্মী কবিতা, যা মূলত কবির ব্যক্তিগত অনুভূতি, চিন্তা বা অভিজ্ঞতা প্রকাশ করে।
-
এটি সাধারণত গল্প বলার (narrative) বা বর্ণনাধর্মী (descriptive) নয়, বরং ভাবপ্রধান ও অন্তর্মুখী হয়।
-
Wordsworth-এর The Solitary Reaper-এ দেখা যায়, কবি একাকী ফসল কাটতে যাওয়া এক মেয়ের গানের মাধুর্যে মুগ্ধ হয়ে নিজের আবেগ ও চিন্তা প্রকাশ করেছেন।
-
Lyric poetry-এর মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তিগত অনুভূতি ও আবেগ প্রকাশ, যা এই কবিতায় সুস্পষ্ট।
অন্যান্য কবিতার ধরন
-
Narrative poem (কথাসাহিত্যিক কবিতা): গল্প বলার জন্য লেখা কবিতা, যার মধ্যে চরিত্র, ঘটনা বা কাহিনী থাকে।
-
উদাহরণ: The Rime of the Ancient Mariner।
-
-
Epic (মহাকাব্য): দীর্ঘ কবিতা যা মহান নায়ক ও তার সাহসিক কাজের কাহিনী তুলে ধরে।
-
উদাহরণ: Paradise Lost, The Iliad।
-

0
Updated: 3 days ago