In which play does the character 'Brabantio' appear?
A
King Lear
B
Macbeth
C
Othello
D
The Merchant of Venice
উত্তরের বিবরণ
Shakespeare-এর ‘Othello’ এবং চরিত্র Brabantio
১. চরিত্র
-
Brabantio – Desdemona-এর পিতা, নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
২. নাটক: Othello
-
রচয়িতা: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
মূল গল্প:
-
Othello, একজন মূর সেনাপতি, ভেনিসে বসবাস করেন।
-
তার স্ত্রী Desdemona-এর প্রতি অতিরিক্ত ঈর্ষা এবং Iago-এর প্ররোচনায় Othello Desdemona কে সন্দেহ করে এবং হত্যার সিদ্ধান্ত নেয়।
-
নাটকে Othello Syndrome (অতিরিক্ত ঈর্ষার মানসিক ব্যাধি) দেখানো হয়েছে।
-
৩. গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
Othello – নায়ক
-
Desdemona – নায়িকা
-
Brabantio – Desdemona-এর পিতা
-
Iago – খলনায়ক
-
Cassio – Othello-এর সহকারী
-
Emilia – Iago-এর স্ত্রী
৪. William Shakespeare (1564–1616)
-
English poet, dramatist, এবং actor।
-
পরিচিতি: English National Poet, Bard of Avon।
-
সাহিত্য জগতে অসামান্য স্থান দখল করেছেন।
-
লিখিত কাজ: ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnet।
৫. উল্লেখযোগ্য নাটকসমূহ
-
Hamlet, Macbeth, King Lear, Othello, Julius Caesar, The Tempest, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream, Measure for Measure, Antony and Cleopatra, As You Like It, The Taming of the Shrew, All’s Well That Ends Well, Richard III।

0
Updated: 13 hours ago
What is an Allusion in literature?
Created: 15 hours ago
A
A direct statement
B
A reference to a person, place, event, or work outside the text
C
A type of rhyme
D
A detailed description
Allusion হলো সাহিত্যিক একটি পদ্ধতি, যেখানে লেখক কোনো ব্যক্তি, স্থান, ঘটনা, বা অন্য সাহিত্যকর্মের প্রতি পরোক্ষ বা অপ্রকাশ্যভাবে ইঙ্গিত করেন। এটি সরাসরি উল্লেখ না করে পাঠকের পরিচিত বা গুরুত্বপূর্ণ ধারণাকে তুলে ধরে।
-
Allusion হলো implicit বা indirect reference কোনো অন্য সাহিত্যকর্ম, ঐতিহাসিক বা পৌরাণিক ব্যক্তি বা ঘটনার প্রতি।
-
এটি এমনভাবে লেখা হয় যাতে কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনা পরোক্ষভাবে উপস্থাপিত হয়।
-
লেখক কখনও কোনো পূর্ববর্তী অংশের প্রতি বা অন্য কোনো সাহিত্যকর্মের প্রতি উল্লেখ করে।
-
সাহিত্যিক ক্ষেত্রে এটি প্রায়শই সাংস্কৃতিক কাজের প্রতি ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়, যেমন বাইবেলের গল্প বা গ্রিক পৌরাণিক কাহিনীর উল্লেখ।
উদাহরণ:
“The winged boy I knew,
But who wast thou, O happy, happy dove?” (Keats: Ode to Psyche)
Allusion ব্যবহার করে লেখক পাঠকের চিন্তাভাবনা ও কল্পনাকে উজ্জীবিত করেন, এবং একটি প্রতীকী বা সাংস্কৃতিক অর্থ সৃষ্টির সুযোগ পান। উদাহরণস্বরূপ, "আর্কিমিডিস" শব্দটি ব্যবহার করে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রতীক নির্দেশ করা হতে পারে।
উল্লেখযোগ্য যে, অন্যান্য অপশনগুলো এই ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
উৎস:

0
Updated: 15 hours ago
Paronomasia in literature is -
Created: 6 days ago
A
A figure of speech using exaggerated statements for emphasis
B
A story within a story
C
A figure of speech that gives human qualities to objects
D
A play upon words which are similar in sound but different in meaning
সঠিক উত্তর: A play upon words which are similar in sound but different in meaning
Pun or Paronomasia
-
অর্থ: একটি শব্দের মজার ব্যবহার, যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের লেখায় এমনকি লেখার শিরোনামেও Pun-এর ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Hemingway-এর উপন্যাস ‘Farewell to Arms’-এর শিরোনামেও একটি Pun রয়েছে।
-
এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্র এবং প্রেমিকার হাত—উভয়ই বোঝানো হয়েছে।
-
উল্লেখ্য: অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman

0
Updated: 6 days ago
Utopia was first written in _______.
Created: 5 months ago
A
Latin
B
English
C
Greek
D
French
"Utopia" বইটি প্রথমে ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। এটি Thomas More এর লেখা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক গ্রন্থ, যা 1516 সালে প্রকাশিত হয়।
Utopia is a work of fiction and socio-political satire by Sir Thomas More.
- 'Utopia' রচনা করে 'Thomas Moore' বিখ্যাত হয়ে আছেন।
- তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়।
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না। অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত।
- Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।
Thomas More কে Sir Thomas More বা Saint Thomas More ও বলা হয়।
- তিনি ১৪৭৮ সালে London এ জন্মগ্রহণ করেন।
- He was an English humanist and statesman, chancellor of England.
- তার রচিত History of King Richard III - কে ইংরেজি ইতিহাস রচনার প্রথম মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়।
Another notable work:
- History of King Richard III (in Latin and in English) between 1513 and 1518.
Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ, goodreads.com and Live MCQ Lecture.

0
Updated: 5 months ago