Who is the writer of the poem 'Anniversaries'?
A
Jeremy Taylor
B
John Donne
C
Robert Herrick
D
Andrew Marvell
উত্তরের বিবরণ
John Donne এবং ‘Anniversaries’ কবিতা
১. লেখক
-
John Donne (1572–1631)
২. কবিতা: Anniversaries
-
এটি John Donne রচিত একটি long poem।
-
কবি এটি লিখেছিলেন তার চাকরির অধীনে থাকা ব্যক্তির মেয়ের মৃত্যু স্মরণে।
-
মেয়েটির বয়স তখন মাত্র ১৪ বছর।
৩. John Donne সম্পর্কে
-
Renaissance যুগের গুরুত্বপূর্ণ কবি।
-
Metaphysical poetry-এর জনক।
-
আধ্যাত্মিক কবিতার জন্য তাকে Father of Metaphysical poetry বলা হয়।
-
এছাড়া তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
৪. বিখ্যাত কবিতা
-
The Good-Morrow
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
The Canonization
-
Anniversaries
-
Batter My Heart
-
Holy Sonnets
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls

0
Updated: 13 hours ago
'Restoration period' in English literature refers to -
Created: 1 month ago
A
1560
B
1660
C
1760
D
1866
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান

0
Updated: 1 month ago
Who wrote the play 'Aureng-Zebe'?
Created: 1 month ago
A
G.B. Shaw
B
John Dryden
C
Samuel Butler
D
Thomas Hardy

0
Updated: 1 month ago
“The Tempest” opens with what dramatic event?
Created: 1 week ago
A
A royal wedding
B
A declaration of war
C
A magical banquet
D
A violent shipwreck (a tempest)
• নাটকের শিরোনাম The Tempest সরাসরি এর প্রথম দৃশ্যের (Act 1, Scene 1) সঙ্গে সম্পর্কিত। দর্শক প্রথমেই দেখে একটি জাহাজ যে ভয়ঙ্কর, জাদুকরীভাবে সৃষ্ট ঝড়ে ছিন্নভিন্ন হচ্ছে। দৃশ্যটি ভরপুর নাবিকদের উৎকণ্ঠিত চিৎকার, রাজকীয় যাত্রীদের ভীতিকর আর্তনাদ এবং বজ্রগর্জনের শব্দে, যা অবিলম্বে বিশৃঙ্খলা ও সংকটের সুর স্থাপন করে। এই নাটকীয় ঘটনা প্রসপেরোর প্রথম প্রতিশোধের কাজ এবং চরিত্রগুলোকে তার দ্বীপে ছড়িয়ে দিয়ে পুরো প্লটের সূচনা করে।

0
Updated: 1 week ago