কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কণিষ্কের রাজধানী ছিল কোনটি?
পুরুষপুর
A
পুরুষপুর
B
মথুরা
C
তক্ষশিলা
D
উজ্জয়িনী
উত্তরের বিবরণ
কুষাণ যুগ (৩০ খ্রিস্টপূর্ব – ৩য় শতক)
কুষাণদের পরিচয়
-
কুষাণরা ছিল ইউ-চি জাতির একটি শাখা।
-
ইউ-চির পাঁচটি শাখা ঐক্যবদ্ধ করে কুজলা কদফিসেস কুষাণ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
-
তিনি কাবুল, সোমায়ার, কাশ্মির দখল করেন।
কদফিসেস বংশ
-
কুজলা কদফিসেসের পুত্র বিম কদফিসেস → তাঁর সাম্রাজ্য তুর্কিস্থান থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়।
সম্রাট কণিষ্ক (৭৮ খ্রিস্টাব্দ – ১০১ খ্রিস্টাব্দ)
-
কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট।
-
৭৮ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং একটি অব্দ চালু করেন → পরবর্তীতে এটি শকাব্দ নামে পরিচিত হয়।
-
রাজধানী: পুরুষপুর (বর্তমান পেশোয়ার)।
-
সাম্রাজ্য বিস্তার:
-
পশ্চিমে পেশোয়ার থেকে পূর্বে পশ্চিমবঙ্গ,
-
উত্তরে কাশ্মির থেকে দক্ষিণে মধ্যপ্রদেশ পর্যন্ত।
-
ভারতের বাইরে আফগানিস্তান ও সোভিয়েত তুর্কিস্থানের অংশ।
-
-
প্রশাসন → বিশাল সাম্রাজ্যকে কয়েক ভাগে বিভক্ত করে কর্মকর্তাদের দ্বারা শাসন।
-
ধর্ম: তাঁর আমলে বৌদ্ধধর্ম → হীনযান ও মহাযান এই দুই ভাগে বিভক্ত হয়।
-
মৃত্যু: ২৩ বছর রাজত্বের পর ১০১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ।

0
Updated: 13 hours ago
বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
Created: 1 week ago
A
৩৫ বছর
B
২৫ বছর
C
২০ বছর
D
৩০ বছর
প্রধানমন্ত্রী
-
প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান।
-
সংবিধানের ৫৫ ও ৫৬ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের নেতৃত্ব দেন।
-
প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিপরিষদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিয়োগ করেন।
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে ন্যূনতম বয়স হতে হবে ২৫ বছর।
-
সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী দেশের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা।
-
জাতীয় সংসদ নির্বাচনের পর, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
-
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি দেশের আইন প্রয়োগকারী সংস্থা পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ গঠন করেন।
সংবিধান অনুযায়ী যোগ্যতা:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগ, ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী:
১) একজন ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হয় এবং বয়স কমপক্ষে ২৫ বছর হয়, তবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে এবং সংসদে থাকার যোগ্য হবেন। -
যেহেতু প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হতে হয়, তাই ন্যূনতম বয়স ২৫ বছর।
তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (দ্বিতীয় পত্র), এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
রূপকল্প-২০৪১ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত?
Created: 13 hours ago
A
৭.৬%
B
৮.২%
C
৯.৯%
D
১০.১%
রূপকল্প-২০৪১:
- ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে সামিল করার লক্ষ্য সামনে রেখে রূপকল্প ২০৪১।
- রূপকল্প ২০৪১ এর খসড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়।
- ২০৪১ সালের বাংলাদেশ হবে মধ্যম আয়ের পর্যায় পেরিয়ে এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদ।
- সুশাসন, জনগণের সক্ষমতা ও ক্ষমতায়ন হবে এই অগ্রযাত্রার মূলমন্ত্র।
উদ্দেশ্য:
- সম্ভাব্য জনসংখ্যা ২১ কোটি ৩ লাখ।
- মাথাপিছু আয়: ১২,৫০০ ডলার (২০৪১ সালের মূল্যমানে ১৬,০০০ ডলারের বেশি)।
- দারিদ্র্য দূরীকরণ।
- ২০৪১ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৯.৯%।
- প্রত্যাশিত গড় আয়ু ৮০ বছর।
- ২০৪১ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ১০০% এ বৃদ্ধি করা।
- জনসংখ্যা বৃদ্ধি ১% এরও নিচে নামিয়ে আনা।

0
Updated: 13 hours ago
‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Created: 13 hours ago
A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
B
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
C
সোহরাওয়ার্দী উদ্যানে
D
সংশপ্তক:
- মহান মুক্তিযুদ্ধকে নিয়ে নির্মিত ভাস্কর্য ‘সংশপ্তক’।
- মুক্তিযুদ্ধে অকুতোভয় বাঙালির বীরত্বগাথার স্মারক এই ভাস্কর্য।।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে ভাস্কর্যটির অবস্থান।
- চার স্তরের লাল সিরামিক ইটের বেদির ওপর ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যের উচ্চতা ১৫ ফুট।
- ২৬ মার্চ, ১৯৯০ সালে ভাস্কর্য স্থাপিত হয়।
- এর ভাস্কর স্থপতি হামিদুজ্জামান খান।
- ভাস্কর্যটিতে মূর্ত হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত ও এক পা হারিয়েও বন্দুক হাতে লড়ে যাওয়া এক বীরের প্রতিকৃতি। যিনি পঙ্গুত্ববরণ করেও নির্ভীক এবং যুদ্ধে জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ।

0
Updated: 13 hours ago