অপারেশন সার্চলাইটের সময় ঢাকা শহরের বাইরে নেতৃত্ব দেন কে?
A
জেনারেল খাদিম হোসেন রাজা
B
লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি
C
জেনারেল রাও ফরমান আলী
D
জেনারেল টিক্কা খান
উত্তরের বিবরণ
অপারেশন সার্চলাইট
-
সংজ্ঞা ও উদ্দেশ্য: অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত সশস্ত্র অভিযান, যার উদ্দেশ্য ছিল পাকিস্তানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মুক্তিকামী বাঙালিদের কঠোর হস্তে দমন করা।
-
পরিচালনার সময়কাল: অভিযান শুরু হয় ২৫ মার্চ রাত সাড়ে এগারটা থেকে এবং মধ্য মে পর্যন্ত বড় বড় শহরে বিস্তৃত হয়।
-
মূল সময়সূচি ও নেতৃত্ব:
-
মূল পরিকল্পনা অনুসারে অভিযান শুরু হওয়ার সময় ছিল ২৬ মার্চ রাত ১টা।
-
ঢাকায় অভিযানে নেতৃত্ব দেন জেনারেল রাও ফরমান আলী।
-
ঢাকার বাইরের অঞ্চলে নেতৃত্ব দেন জেনারেল খাদিম হোসেন রাজা।
-
সূত্র:
0
Updated: 1 month ago
’স্বাধীনতা পুরস্কার ২০২৫’ কতজন ব্যক্তিকে দেওয়া হয়েছে?
Created: 1 month ago
A
৮ জন
B
৫ জন
C
৬ জন
D
৭ জন
স্বাধীনতা পদক হলো বাংলাদেশ সরকারের প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রদান করা হয়ে আসছে। এ পদক মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে প্রবর্তিত হয় এবং জাতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপকেরা:
-
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
-
সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
-
সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
-
সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
-
মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
-
শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর।
-
প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।
0
Updated: 1 month ago
(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) ২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-
Created: 3 months ago
A
২০,৩০০ কোটি টাকা
B
১৯,২০০ কোটি টাকা
C
১৭,১০০ কোটি টাকা
D
১৯,৫০০ কোটি টাকা
বার্ষিক উন্নয়ন কর্মসূচি
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্দের পরিমাণ ২,৬৩,০০০ কোটি টাকা।
- এর আকার জিডিপির ৫.৩% ও বাজেটের ৩৬.৩%।
মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,৭৮,০০০ কোটি টাকা (GDP’এর ৯.৫১%)।
এনবিআর কর্তৃক কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা — ৪,১০,০০০ কোটি টাকা (GDP’এর ৮.১৬%)।
• মোট সরকারি ব্যয়:
— ৭,১৪,৪১৮ কোটি টাকা (জিডিপির ১৪.২১%)।
— পরিচালন ব্যয় — ৪,৫৩,২২৮ কোটি টাকা,
— উন্নয়ন ব্যয় — ২,৬০,০০৭ কোটি টাকা,
— বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় — ২,৪৫,০০০ কোটি টাকা।
— অন্যান্য ব্যয় – ১১৮৩ কোটি টাকা।
উৎস: ২০২৩-২৪ জাতীয় বাজেট।
0
Updated: 3 months ago
গণতান্ত্রিক ব্যবস্থায় কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Created: 1 month ago
A
সেনাবাহিনী
B
রাজনৈতিক দল
C
বিচার বিভাগ
D
স্থানীয় সরকার
বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা একটি বহুদলীয় গণতন্ত্র, যেখানে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান।
-
বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দল জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
-
স্বাধীনতার সূচনালগ্নেই দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
-
১৯৭৫-১৯৯১ সালে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল।
-
বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত এবং এটি এককক্ষ বিশিষ্ট।
0
Updated: 1 month ago