পাকিস্তানের প্রথম সংবিধান কবে প্রণীত হয়?
A
১৯৪৯ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫৮ সালে
উত্তরের বিবরণ
পাকিস্তানের প্রথম সংবিধান
-
প্রকাশ ও কার্যকারিতা: পাকিস্তানের প্রথম সংবিধান ১৯৫৬ সালে রচিত ও কার্যকর করা হয়।
-
রাষ্ট্রের নাম: সংবিধানের মাধ্যমে দেশটি ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান হিসেবে পরিচিতি পায়।
-
প্রদেশ ও অঞ্চল: পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোকে একত্রিত করে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলাকে পূর্ব পাকিস্তান বলা হয়।
-
রাষ্ট্রভাষা: বাংলা এবং উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
-
প্রণয়ন প্রক্রিয়া:
-
৮ জানুয়ারি ১৯৫৬: দ্বিতীয় গণপরিষদে সংবিধান বিল উত্থাপন।
-
২১ জানুয়ারি ১৯৫৬: বিল গণপরিষদে গৃহীত।
-
২ মার্চ ১৯৫৬: গভর্নর জেনারেল এ বিলে সম্মতি প্রদান।
-
২৩ মার্চ ১৯৫৬: সংবিধান কার্যকর।
-
-
স্থায়িত্ব: সংবিধান প্রায় আট মাস স্থায়ী ছিল। ১৯৫৮ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট জেনারেল (অব:) ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করে সংবিধান বাতিল করেন।
সূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
Created: 1 month ago
A
১০৩টি
B
১৩৩টি
C
১৪৩টি
D
১৫৩টি
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
গৃহীত: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
কার্যকর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, বিজয় দিবস থেকে।
-
গঠন: সংবিধানে ১১টি ভাগ এবং মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
পরিবর্তন: ৫০ বছরে সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে (২০২৫ সালের আগস্ট পর্যন্ত)।
-
প্রথম সংশোধনী: ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হয়, মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী কে? [ আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
সাফিনা হোসেন
B
শিরিন আক্তার
C
রুমি খান
D
তানজিনা রহমান
৪৮তম জাতীয় অ্যাথলেটিকস ২০২৫-এর ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে, যেখানে উভয় লিঙ্গেই নৌবাহিনী দলের ক্রীড়াবিদরা নেতৃত্ব দিয়েছেন।
নারী ১০০ মিটার স্প্রিন্ট:
-
দ্রুততম মানবী: শিরিন আক্তার (বাংলাদেশ নৌবাহিনী)
-
সময়: ১২.০১ সেকেন্ড
-
দ্বিতীয় স্থান: সুমাইয়া দেওয়ান, সময় ১২.১৫ সেকেন্ড
পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট:
-
দ্রুততম মানব: মোহাম্মদ ইসমাইল (বাংলাদেশ নৌবাহিনী)
-
সময়: ১০.৬১ সেকেন্ড
উল্লেখযোগ্য: গত চারবারের দ্রুততম মানব ইমরানুর রহমান এইবার অংশগ্রহণ করেননি।
0
Updated: 1 month ago
রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর -
Created: 1 month ago
A
০%
B
৫%
C
৭.৫%
D
১০%
মূল্য সংযোজন কর (Value Added Tax বা VAT) সংক্রান্ত তথ্য:
-
মূল্য সংযোজন কর হলো কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারের কর।
-
বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর।
-
আইন ও কার্যকরকরণ:
-
১৯৯০ সালের মধ্য জুনে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) প্রণীত হয়।
-
১ জুলাই ১৯৯১ সালে মূল্য সংযোজন কর চালু হয়।
-
-
কর হার:
-
সকল পণ্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপিত।
-
আমদানি ও সরবরাহের ক্ষেত্রে কর হার ১৫%।
-
রপ্তানির ক্ষেত্রে কর হার ০%।
-
-
ভোক্তা দায়িত্ব: পণ্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর প্রদানকারী।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago