ইলবার্ট বিলের বিষয়বস্তু কী?
A
ইউরোপীয় অপরাধীদের ভারতীয় বিচারকদের দ্বারা বিচার করার বিধান।
B
ভারতীয় কৃষকদের ওপর অতিরিক্ত কর আরোপ।
C
ব্রিটিশদের দ্বারা পরিচালিত বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ।
D
ভারতীয় সংবাদপত্রের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ।
উত্তরের বিবরণ
ইলবার্ট বিল (Elbert Bill)
-
ইলবার্ট বিলের বিষয়বস্তু: ইউরোপীয় অপরাধীদের ভারতীয় বিচারকদের দ্বারা বিচার করার বিধান।
-
প্রসঙ্গ: ১৮৮৩ সালে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের আইন-সদস্য স্যার সি.পি. ইলবার্ট এই বিল প্রস্তাব করেন।
-
উদ্দেশ্য: ভারতীয় বিচারকদের কাছে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করা এবং ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের মধ্যে সমমর্যাদা স্থাপন।
-
বিরোধ: ইউরোপীয়রা তীব্রভাবে বিরোধিতা করে, কারণ তারা মনে করত এটি তাদের শাসক অবস্থানে আঘাত করবে।
-
প্রভাব: ইলবার্ট বিল বিতর্ক ভারতের শিক্ষিত মধ্যবিত্তকে জাতীয়তাবাদী আন্দোলনের দিকে উদ্বুদ্ধ করে, যা পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংগঠন গঠনের পথ সুগম করে।
সূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম Genetically Modified (GM) খাদ্য ফসল কোনটি?
Created: 1 month ago
A
গোল্ডেন রাইস
B
বিটি তুলা
C
গোল্ডেন জুট
D
বিটি বেগুন
জেনেটিক্যালি মডিফায়েড (GM) ফসল
-
সংজ্ঞা:
জেনেটিক্যালি মডিফায়েড (GM) ফসল হলো এমন ফসল যার জিন পরিবর্তন (modification) করে ফলন বৃদ্ধি, রোগ ও পোকামাকড় প্রতিরোধসহ কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অর্জন করা হয়। -
হাইব্রিড ফসল:
সব ধরনের হাইব্রিড ফসলই একধরনের জি.এম. ফসল। তবে এগুলো প্রাকৃতিক প্রতিরূপ ফসলের তুলনায় কখনো বিষাক্ত বা কম পুষ্টিগুণসম্পন্ন হতে পারে।
বাংলাদেশে প্রথম GM খাদ্য ফসল
-
বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম GM খাদ্য ফসল হলো বিটি বেগুন (Bt Brinjal)।
-
২০১৪ সালে বাংলাদেশ সরকার এটি কৃষকদের মাঝে বিতরণের অনুমোদন দেয়।
Bt-বেগুন কী?
-
Bt শব্দটি এসেছে Bacillus thuringiensis নামক একটি মাটিবাহিত (soil-borne) ব্যাকটেরিয়া থেকে।
-
এই ব্যাকটেরিয়ার ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে সংযোজন করে উৎপাদিত বেগুনকে Bt-বেগুন বলা হয়।
সাধারণ বেগুন বনাম Bt-বেগুন:
-
সাধারণ বেগুনে একটি বিশেষ পোকা ডগা ও ফল ছিদ্র করে নষ্ট করে ফেলে, ফলে ফলন কমে যায়।
-
কৃষককে এ আক্রমণ থেকে রক্ষা পেতে প্রতি মৌসুমে ৬০–১৮০ বার কীটনাশক স্প্রে করতে হয়।
-
Bt-বেগুনে এই পোকার আক্রমণ হয় না, তাই কীটনাশক ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
Bt-বেগুন চাষের গুরুত্ব
-
কীটনাশক ক্রয় ও স্প্রে করার খরচ বাঁচবে → উৎপাদন ব্যয় লক্ষ লক্ষ টাকা কমবে।
-
ভোক্তারা বিষমুক্ত বেগুন খেতে পারবেন → ক্যান্সারসহ নানা রোগের ঝুঁকি কমবে।
-
মাটি ও পরিবেশ বিষমুক্ত থাকবে।
-
আশপাশের জলাশয় দূষণমুক্ত থাকবে এবং জলজ প্রাণীর প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক থাকবে।
-
বেগুনের ফলন বৃদ্ধি পাবে।
উৎস:
i) উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ii) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
0
Updated: 1 month ago
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে কবে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
২০২৫ সালে
B
২০২৬ সালে
C
২০২৭ সালে
D
২০৩০ সালে
স্বল্পোন্নত দেশের তালিকা (Least Developed Countries - LDC) হলো এমন দেশগুলোর তালিকা, যেগুলো অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল।
তথ্যগুলো হলো:
-
জাতিসংঘ বিশ্বে সব দেশকে উন্নয়নশীল দেশ ও উন্নত দেশ হিসেবে ভাগ করে।
-
উন্নয়নশীল দেশের মধ্যে যেসব দেশ তুলনামূলকভাবে দুর্বল, তাদেরকে স্বল্পোন্নত দেশ (LDC) হিসেবে তালিকাভুক্ত করা হয়।
-
প্রথম LDC তালিকা তৈরি হয় ১৯৭১ সালে।
-
বর্তমানে ৪৪টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত।
-
বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
-
২০২৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই তালিকা থেকে পুরোপুরি বের হবে।
অর্থাৎ, LDC তালিকা হলো তুলনামূলকভাবে দুর্বল দেশের আন্তর্জাতিক স্বীকৃতি, যা দেশের উন্নয়নগত অগ্রগতি মূল্যায়নের একটি মানদণ্ড।
0
Updated: 1 month ago
উৎপাদন খাতে নিয়োজিত মাঝারি শিল্পের সর্বনিম্ন স্থায়ী সম্পদের মূল্য কত হতে হয়?
Created: 1 month ago
A
৮ কোটি টাকা
B
১০ কোটি টাকা
C
১২ কোটি টাকা
D
১৫ কোটি টাকা
উৎপাদন খাতে নিয়োজিত মাঝারি শিল্পের সর্বনিম্ন স্থায়ী সম্পদের মূল্য ১৫ কোটি টাকা হতে হয়।
মাঝারি শিল্প (Medium scale industries):
- ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ‘মাঝারি শিল্প’ (Medium Industry) বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ১২১-৩০০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে।
- তবে তৈরি পোশাক প্রতিষ্ঠান/শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পে শ্রমিকের সংখ্যা সর্বোচ্চ ১০০০ জন।
- সেবা শিল্পের ক্ষেত্রে ‘মাঝারি শিল্প’ বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ২ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে ৫১-১২০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে।
0
Updated: 1 month ago