স্মার্টফোনে সাধারণত কোন ধরণের স্ক্রিন ব্যবহৃত হয়?
A
CRT
B
OCD
C
LCD
D
OLD
উত্তরের বিবরণ
স্মার্টফোনে সাধারণত লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (LCD) স্ক্রিন ব্যবহৃত হয়।
স্মার্টফোন সংক্ষেপে
-
বিশেষ ধরনের মোবাইল ফোন, যা মোবাইল কম্পিউটিং প্ল্যাটফর্মের ওপর প্রতিষ্ঠিত।
-
মূল বৈশিষ্ট্য:
-
ডিসপ্লে স্ক্রিন: সাধারণত LCD
-
বিল্ট-ইন ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা প্রোগ্রাম: ক্যালেন্ডার, ঠিকানা বই ইত্যাদি
-
অপারেটিং সিস্টেম (OS)
-
-
স্মার্টফোনকে হ্যান্ডহেল্ড কম্পিউটার হিসেবেও ধরা যায়।
-
প্রথম ডিজাইন: IBM
-
বাজারে প্রথম প্রবেশ: ১৯৯৩, IBM "Simon" এবং BellSouth
-
প্রথম স্মার্টফোনে টাচস্ক্রিন ও বিভিন্ন অ্যাপ্লিকেশন ছিল, যেমন ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর।
-
ডেটা স্থানান্তর: প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন।

0
Updated: 14 hours ago
নিচের কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়?
Created: 19 hours ago
A
B
Yahoo
C
DuckDuckGo
D
Firefox
Firefox হলো একটি ওয়েব ব্রাউজার, এটি কোনো ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়। ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন উভয়ই ইন্টারনেট ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ, তবে এদের ভূমিকা আলাদা।
-
সার্চ ইঞ্জিন:
-
ওয়েব সার্চ ইঞ্জিন হলো এমন একটি প্রযুক্তি যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেটে তথ্য বা ছবি খুঁজে বের করে।
-
এটি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করে।
-
ওয়েব সার্চ ইঞ্জিন সাধারণত ক্রোলার বট ব্যবহার করে তথ্য সংগ্রহ করে।
-
বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন হলো Archie।
-
Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।
-
জনপ্রিয় সার্চ ইঞ্জিনের মধ্যে রয়েছে: Google, Bing, Yahoo, Yandex, DuckDuckGo, Baidu ইত্যাদি।
-
-
ওয়েব ব্রাউজার:
-
ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাক্সেস করতে এবং ওয়েব পেজ দেখতে সহায়তা করে।
-
এর প্রধান কাজ হলো HTML ডকুমেন্ট এবং অন্যান্য ডেটা ওয়েব সার্ভার থেকে নিয়ে এসে ব্যবহারকারীর ডিভাইসে প্রদর্শন করা।
-
ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে।
-
জনপ্রিয় ব্রাউজারের মধ্যে রয়েছে: Google Chrome, Mozilla Firefox, Safari, Opera, Microsoft Edge, Maxthon, Brave, UC Browser।
-
-
ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের পার্থক্য:
-
ব্রাউজার হলো ডেটা দেখার মাধ্যম,
-
সার্চ ইঞ্জিন হলো ডেটা খুঁজে বের করার টুল।
-
উদাহরণ: আপনি Firefox ব্রাউজারে Google সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।
-
উৎস:

0
Updated: 19 hours ago
এমবেডেড কম্পিউটারের উদাহরণ কোনটি?
Created: 1 day ago
A
ডেস্কটপ কম্পিউটার
B
ল্যাপটপ
C
স্মার্টফোন
D
সার্ভার
Embedded Computer হলো এমন একটি বিশেষায়িত কম্পিউটার, যা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য অন্য কোনো ডিভাইসের ভেতরে স্থাপন করা থাকে। স্মার্টফোন এর একটি উদাহরণ, কারণ এর ভেতরে এমবেডেড প্রসেসর/চিপ থাকে যা নির্দিষ্ট কাজ (ক্যামেরা নিয়ন্ত্রণ, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সেন্সর কন্ট্রোল ইত্যাদি) সম্পাদন করে।
এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয় ।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।
এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো:
- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন(এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস্,
- ভ্যাকুয়াম ক্লিনিং,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

0
Updated: 1 day ago
নিম্নলিখিত কোনটি ALU দ্বারা সম্পাদিত হয় না?
Created: 1 week ago
A
গুণ
B
বিয়োগ
C
ইন্টারনেট রাউটিং
D
যোগ
তথ্য প্রযুক্তি
Arithmetic Logic Unit - ALU
ডিজিটাল কম্পিউটার
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
No subjects available.
উত্তর: গ) ইন্টারনেট রাউটিং
ব্যাখ্যা:
-
ALU (Arithmetic Logic Unit) কম্পিউটার প্রসেসরের অংশ যা মূলত গাণিতিক এবং লজিকাল অপারেশন সম্পাদন করে, যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, AND, OR, NOT।
-
ইন্টারনেট রাউটিং ALU-এর কাজের মধ্যে পড়ে না। এটি নেটওয়ার্ক প্রোটোকল এবং রাউটার বা অন্যান্য নেটওয়ার্ক ডিভাইস দ্বারা পরিচালিত হয়।
-
ALU শুধুমাত্র প্রসেসরের অভ্যন্তরীণ গণনা এবং লজিক্যাল সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহৃত হয়।
ALU-এর অন্যান্য কাজ:
-
রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য ডান-বাম সরানো
-
তুলনা বা সত্য-মিথ্যা যাচাই
-
ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষণ
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago