মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম কোনটি?
A
Azure
B
Salesforce
C
GCP
D
AWS
উত্তরের বিবরণ
মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম হলো Microsoft Azure।
Microsoft Azure সংক্ষেপে
-
প্রথম ঘোষণা: ২০০৮, চালু: ২০১০ (মূলত Windows Azure নামে), নাম পরিবর্তন: ২০১৪ থেকে Microsoft Azure।
-
ব্যবহারকারীরা ক্লাউডে কম্পিউটিং অবকাঠামো তৈরি করতে পারে এবং তা ব্যবহারকারীদের সেবা হিসেবে প্রদান করতে পারে।
-
এটি মাইক্রোসফটের প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম।
-
২০২৩ সালে বিশ্বব্যাপী ক্লাউড সেবার বাজারে প্রায় ২৩% মার্কেট শেয়ার, Amazon Web Services-এর পর দ্বিতীয় অবস্থানে।
Microsoft-এর অন্যান্য ইন্টেলিজেন্ট ক্লাউড সেবা
-
SQL Server
-
Windows Server
-
Visual Studio
-
System Center
-
GitHub
Office 365
-
উন্মোচিত: ২০১১
-
মাইক্রোসফটের জনপ্রিয় Office সফটওয়্যারের (Word, Excel, PowerPoint, Outlook, OneNote) ক্লাউড সংস্করণ।
-
Google Docs-এর মতো অনেক সুবিধা ও বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত।

0
Updated: 14 hours ago
GSM কে কোন প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম বলা হয়?
Created: 14 hours ago
A
প্রথম প্রজন্ম
B
দ্বিতীয় প্রজন্ম
C
তৃতীয় প্রজন্ম
D
চতুর্থ প্রজন্ম
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তি
সেলুলার বা মোবাইল ফোন প্রযুক্তি (Cellular or Mobile Phone Technology)
No subjects available.
GSM (Global System for Mobile Communication) হলো দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম (2G) এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল টেলিফোনি স্ট্যান্ডার্ড।
GSM-এর বৈশিষ্ট্য ও সুবিধা
-
রোমিং সুবিধা: মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের রোমিং চুক্তির কারণে বিশ্বের যে কোনো স্থানে GSM ব্যবহার করা যায়।
-
স্বল্পমূল্যের SMS: GSM স্বল্পমূল্যের শর্ট মেসেজ সার্ভিস (SMS) বাস্তবায়নের ক্ষেত্রে পথিকৃত।
-
সেবা: কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং ও ইনকামিং কল নিয়ন্ত্রণ, কল হোল্ডিং, কলার আইডি, কল ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি।
-
নেটওয়ার্ক: সেলুলার নেটওয়ার্ক ভিত্তিক, নির্দিষ্ট এলাকায় মোবাইলগুলো GSM-এর সাথে সংযুক্ত হয়।
-
সর্বোচ্চ দূরত্ব: ৩৫ কিলোমিটার
-
ফ্রিকোয়েন্সি ব্যান্ড: 900 MHz বা 1800 MHz
-
হ্যান্ডসেট ট্রান্সমিশন ক্ষমতা: ১–২ ওয়াট
প্রযুক্তি: GSM ব্যবহার করে TDMA (Time Division Multiple Access) ভিত্তিক মোবাইল ফোন সার্ভিস পরিচালিত হয়।

0
Updated: 14 hours ago
IPTV এর পূর্ণরূপ কী?
Created: 14 hours ago
A
Internet Protocol Television
B
Internet Provider Television
C
Internal Protocol Telecast
D
International Programming TV
IPTV (Internet Protocol Television) হলো এমন একটি সিস্টেম যা ইন্টারনেট প্রটোকল (IP) ব্যবহার করে টেলিভিশন সার্ভিস প্রদান করে।
IPTV-এর বৈশিষ্ট্য ও সুবিধা
-
এটি ইন্টারনেট বা ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে টিভি চ্যানেল সম্প্রচার করে।
-
সাধারণত IPTV সার্ভিসগুলো ভাড়া ভিত্তিক হয়।
-
ব্যবহারকারীরা লাইভ টিভি দেখার পাশাপাশি:
-
প্রোগ্রাম রেকর্ড করতে পারেন,
-
টাইম শিফট ফিচার ব্যবহার করতে পারেন,
-
প্রোগ্রাম ফরোয়ার্ড বা রিওয়াইন্ড করতে পারেন,
-
ভিডিও অন ডিমান্ড (VOD) সুবিধা নিয়ে পছন্দসই ভিডিও নির্বাচন করতে পারেন।
-
-
কিছু জনপ্রিয় IPTV সার্ভিস: Radient IPTV, Desh IPTV, Peotv, YouTube, Yahoo!/Yahoo!7, ABC iView।
-
প্রযুক্তি অনুসারে IPTV কে ওয়েব টিভি নামেও অভিহিত করা হয়।

0
Updated: 14 hours ago
ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশনের মূল ভিত্তি কি?
Created: 19 hours ago
A
HTTP
B
TCP/IP
C
FTP
D
SMTP
তথ্য প্রযুক্তি
ডেটা ট্রান্সমিশন মেথড (Data Transmission Method)
তথ্য (Information)
তথ্য প্রযুক্তি
No subjects available.
TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol) হলো ইন্টারনেটে ডেটা ট্রান্সমিশনের মূল ভিত্তি, যা বিভিন্ন ধরনের কম্পিউটার এবং নেটওয়ার্ককে একে অপরের সঙ্গে যোগাযোগের সুযোগ প্রদান করে।
-
TCP/IP এর বৈশিষ্ট্য:
-
এটি একটি প্রোটোকল সেট, যা ইন্টারনেটের মাধ্যমে ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ নিশ্চিত করে।
-
ইন্টারনেটে সকল কম্পিউটার কমান্ড এবং ডেটা আদান-প্রদানের জন্য TCP/IP ব্যবহার করে।
-
TCP (Transmission Control Protocol) → ডেটা সঠিকভাবে এবং সিকোয়েন্স অনুযায়ী প্রেরণ নিশ্চিত করে।
-
IP (Internet Protocol) → প্রতিটি ডেটা প্যাকেটকে নির্দিষ্ট গন্তব্য ঠিকানায় পাঠায়।
-
TCP/IP হলো ইন্টারনেটের backbone, যা ডেটা ট্রান্সফার এবং কমিউনিকেশন পরিচালনা করে।
-
-
অন্যান্য প্রোটোকল:
-
HTTP (Hypertext Transfer Protocol): ওয়েব ব্রাউজার এবং সার্ভারের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য।
-
FTP (File Transfer Protocol): সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য।
-
SMTP (Simple Mail Transfer Protocol): ই-মেইল পাঠানোর জন্য।
-
সূত্র:

0
Updated: 19 hours ago