1G মোবাইল ফোন কোন প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করেছিলো?
A
ডিজিটাল প্রযুক্তি
B
ইনফ্রারেড সিগন্যাল
C
অ্যানালগ প্রযুক্তি
D
ব্লুটুথ কানেকশন
উত্তরের বিবরণ
প্রথম প্রজন্মের মোবাইল ফোন (1G: 1979–1990) হলো মোবাইল যোগাযোগের প্রথম ধাপ, যা অ্যানালগ প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করত।
1G-এর সূচনা ও উদ্ভাবন
-
যুক্তরাষ্ট্রে Motorola DynaTAC (Total Access Communication System) হ্যান্ডসেট চালু করে।
-
১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করে।
-
১৯৮০-এর দশকে 1G সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীর কাছে পৌঁছে।
-
নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত এই প্রজন্মের সিস্টেম ব্যবহার হতো।
-
রোমিং ব্যবস্থা সীমিত ছিল।
-
উদাহরণ: AMPS (Advanced Mobile Phone System), TACS (Total Access Communication System)।
প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য
-
অ্যানালগ রেডিও সিগন্যাল ব্যবহৃত হতো।
-
সেলুলার নেটওয়ার্কের প্রবর্তন।
-
বেজ স্টেশন ও মোবাইল ফোন ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করত।
-
অর্ধপরিবাহী মেমোরি ও মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হতো।
-
চ্যানেল অ্যাকসেস পদ্ধতি: FDMA (Frequency Division Multiple Access)।
-
বড় আকার ও ভারী ওজন।
-
কথোপকথন চলাকালীন ব্যবহারকারীর অবস্থান পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত।

0
Updated: 14 hours ago
মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম কোনটি?
Created: 14 hours ago
A
Azure
B
Salesforce
C
GCP
D
AWS
মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম হলো Microsoft Azure।
Microsoft Azure সংক্ষেপে
-
প্রথম ঘোষণা: ২০০৮, চালু: ২০১০ (মূলত Windows Azure নামে), নাম পরিবর্তন: ২০১৪ থেকে Microsoft Azure।
-
ব্যবহারকারীরা ক্লাউডে কম্পিউটিং অবকাঠামো তৈরি করতে পারে এবং তা ব্যবহারকারীদের সেবা হিসেবে প্রদান করতে পারে।
-
এটি মাইক্রোসফটের প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম।
-
২০২৩ সালে বিশ্বব্যাপী ক্লাউড সেবার বাজারে প্রায় ২৩% মার্কেট শেয়ার, Amazon Web Services-এর পর দ্বিতীয় অবস্থানে।
Microsoft-এর অন্যান্য ইন্টেলিজেন্ট ক্লাউড সেবা
-
SQL Server
-
Windows Server
-
Visual Studio
-
System Center
-
GitHub
Office 365
-
উন্মোচিত: ২০১১
-
মাইক্রোসফটের জনপ্রিয় Office সফটওয়্যারের (Word, Excel, PowerPoint, Outlook, OneNote) ক্লাউড সংস্করণ।
-
Google Docs-এর মতো অনেক সুবিধা ও বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত।

0
Updated: 14 hours ago
Facebook কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 14 hours ago
A
২০০০
B
২০০৪
C
২০০৬
D
১৯৯৬
১. সংক্ষিপ্ত বিবরণ
-
Facebook হলো একটি মার্কিন অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম ও নেটওয়ার্ক পরিষেবা।
-
এটি বর্তমানে Meta Platforms কোম্পানির অন্তর্ভুক্ত।
-
প্রতিষ্ঠা: ২০০৪ সালে।
-
সদর দপ্তর: Menlo Park, California, USA।
২. প্রতিষ্ঠাতারা
-
Mark Zuckerberg
-
Eduardo Saverin
-
Dustin Moskovitz
-
Chris Hughes
৩. জনপ্রিয়তা
-
বিশ্বে Facebook সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক।
-
২০২১ সালের তথ্য অনুযায়ী:
-
প্রায় ৩ বিলিয়ন ব্যবহারকারী।
-
দৈনিক প্রায় ২.৫ বিলিয়ন ব্যবহারকারী সক্রিয়।
-

0
Updated: 14 hours ago
RFID সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?
Created: 14 hours ago
A
ইন্টারনেট গতি পরিমাপ করে
B
মোবাইল সংযোগ স্থাপন করতে
C
বস্তু বা প্রাণী শনাক্ত করে
D
তথ্য সংরক্ষণ করে
RFID (Radio Frequency Identification) হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা বস্তু, ব্যক্তি বা প্রাণী শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়।
RFID-এর বৈশিষ্ট্য
-
পাতলা ও ছোট ডিভাইস, ক্রেডিট কার্ডের মতো আকৃতির।
-
ভিতরে থাকে একটি ছোট চিপ, কয়েল, এবং অ্যান্টেনা।
-
প্রাণীর ক্ষেত্রে RFID ট্যাগগুলো সাধারণের থেকে ভিন্ন, ক্যাপসুল আকৃতির, এবং পোষা প্রাণীর দেহে সিরিঞ্জের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়।
RFID-এর ব্যবহার
-
প্রাণীর অবস্থান নির্ণয় ও ট্র্যাকিং।
-
গাছ বা কাঠের জিনিসে RFID ট্যাগ লাগিয়ে আইডেন্টিফিকেশন সুবিধা।
-
অফিস বা বাসায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ।
-
দোকানে পণ্যের মধ্যে RFID ট্যাগ লাগিয়ে চুরি প্রতিরোধ।
-
শিপিং কন্টেইনার ও ভারী যন্ত্রপাতি পরিবহণে পরিচয় নির্ধারণ।

0
Updated: 14 hours ago