ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামোগত সেবা কোনটি?
A
SaaS
B
IaaS
C
PaaS
D
Raas
উত্তরের বিবরণ
ক্লাউড কম্পিউটিংয়ে অবকাঠামোগত সেবা (IaaS) হলো এমন একটি সেবা যেখানে ব্যবহারকারীকে নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্রদান করে, আর ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল ও চালাতে পারেন।
IaaS (Infrastructure as a Service)
-
এটি ক্লাউড কম্পিউটিংয়ের Infrastructure ভিত্তিক সেবা।
-
ব্যবহারকারী হার্ডওয়্যার মেইনটেইন না করেও নিজস্ব অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন পরিচালনা করতে পারেন।
উদাহরণ
-
Amazon EC2
-
Google Cloud Storage
-
Rackspace
অন্যান্য ক্লাউড সেবা
SaaS (Software as a Service)
-
এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার সেবা, যেখানে ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেন।
-
আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হয় না।
-
উদাহরণ: Google Docs, Microsoft 365, Yahoo! Mail, Zoho
PaaS (Platform as a Service)
-
এটি একটি প্ল্যাটফর্মভিত্তিক সেবা, যেখানে ডেভেলপাররা নিজের অ্যাপ তৈরি ও চালাতে পারেন।
-
সার্ভার বা OS মেইনটেইন করতে হয় না; ক্লাউড সেবাদাতা প্রয়োজনীয় হার্ডওয়্যার, OS, ডেটাবেস, ওয়েব সার্ভার ইত্যাদি প্রদান করে।
-
উদাহরণ: Google App Engine, Microsoft Azure App Services, Heroku, Salesforce Platform
RaaS ক্লাউড কম্পিউটিংয়ের কোনো সেবা নয়।

0
Updated: 14 hours ago
নিচের কোনটি Spreadsheet Package Program?
Created: 1 day ago
A
Oracle
B
MS Excel
C
FoxPro
D
WordStar
তথ্য প্রযুক্তি
এক্সেল (MS Excel)
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
No subjects available.
MS Excel একটি Spreadsheet Package Program। এটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটি উদাহরণ, যা মূলত ডেটা প্রক্রিয়াকরণ ও টেবিল আকারে তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।
• Application Software
-
অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন ধরনের সফটওয়্যার যা কম্পিউটারে বিভিন্ন ব্যবহারিক কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়।
-
কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ধরণের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি হয়ে থাকে।
-
যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান, তথ্য সংরক্ষণ, হিসাব-নিকাশ বা ডেটা প্রক্রিয়াকরণ করা যায়, তাদেরকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
• অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ধরন ও উদাহরণ
১। Word Processing Package Program : WordStar, WordPerfect, MS Word
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, MS Excel, Quattro Pro
৩। Database Package Program : dBase, FoxPro, Oracle, Informix, Access
উৎস:

0
Updated: 1 day ago
ডাটাবেজে ডাটা সংযোজন, সংশোধন বা মুছে ফেলার জন্য কোন ধরণের ভাষা ব্যবহার করা হয়?
Created: 19 hours ago
A
CSS
B
HTML
C
DML
D
উপরের সবগুলো
ডাটাবেজে ডেটা সংযোজন, সংশোধন বা মুছে ফেলার কাজের জন্য DML (Data Manipulation Language) ব্যবহার করা হয়, যা SQL (Structured Query Language)-এর একটি অংশ। এটি মূলত ডেটাবেজের বিদ্যমান ডেটা পরিচালনা করতে ব্যবহৃত হয়।
-
ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ:
-
যে ভাষার মাধ্যমে ডাটাবেজ তৈরি, কুয়েরি, ডাটা মডিফিকেশন করা যায়, তাকে ডাটাবেজ ভাষা বলা হয়।
-
ডাটাবেজ ভাষা দুই ধরনের:
১. ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (DDL)
২. ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (DML)
-
-
ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (DDL):
-
ডাটাবেজের কাঠামো বা পরিকল্পনা নির্ধারণের জন্য ব্যবহৃত বিশেষ ভাষা।
-
এর মাধ্যমে ডাটাবেজের টেবিল, ফিল্ড এবং সম্পর্ক সংজ্ঞায়িত করা হয়।
-
-
ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (DML):
-
যে ভাষার মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডেটা ইনসার্ট, ডিলিট, আপডেট বা মডিফাই করা যায়।
-
উদাহরণ: SQL-এর INSERT, UPDATE, DELETE কমান্ড।
-
-
উল্লেখযোগ্য:
-
CSS (Cascading Style Sheets): ওয়েব পেজের স্টাইল ও লেআউট নিয়ন্ত্রণ করে, ডাটাবেজের ডেটা ম্যানিপুলেশনে কোনো ভূমিকা নেই।
-
HTML: একটি মার্কআপ ভাষা, যা ডাটাবেজে ডেটা ইনসার্ট বা পরিবর্তনে ব্যবহৃত হয় না; এটি শুধুমাত্র ওয়েব পেজ ডিজাইনের জন্য ব্যবহৃত হয়।
-
উৎস:

0
Updated: 19 hours ago
গ্রে হ্যাট হ্যাকার সাধারণত নিচের কোন দক্ষতাটি সবচেয়ে কম ব্যবহার করে?
Created: 1 week ago
A
পেনেট্রেশন টেস্টিং
B
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং
C
অর্থ চুরির উদ্দেশ্যে ফিশিং
D
ভলনারেবিলিটি স্ক্যানিং
তথ্য প্রযুক্তি
ডিজিটাল কম্পিউটার
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
হ্যাকিং (Hacking)
No subjects available.
• গ্রে হ্যাট হ্যাকার
গ্রে হ্যাট হ্যাকাররা সাধারণত নৈতিক এবং অনৈতিক হ্যাকিং-এর মধ্যবর্তী সীমারেখায় কাজ করে। তারা পেনেট্রেশন টেস্টিং এবং ভলনারেবিলিটি স্ক্যানিং-এ দক্ষ, যা মূলত সিস্টেমের দুর্বলতা চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও, তারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে সিস্টেমে প্রবেশের চেষ্টা করতে পারে। তবে, অর্থ চুরির উদ্দেশ্যে ফিশিং প্রায়শই তাদের ব্যবহৃত হয় না, কারণ এটি সম্পূর্ণভাবে বেআইনি এবং গুরুতর অপরাধের মধ্যে পড়ে। তাই গ্রে হ্যাট হ্যাকারদের ক্ষেত্রে সবচেয়ে কম ব্যবহৃত দক্ষতা হলো অর্থ চুরির উদ্দেশ্যে ফিশিং।
হ্যাকিং-এর প্রকারভেদ
১. ব্ল্যাক হ্যাট হ্যাকার:
-
তারা সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করলে তা নিজেদের স্বার্থে ব্যবহার করে।
-
গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্য হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।
২. গ্রে হ্যাট হ্যাকার:
-
বৈধ ও অবৈধ কাজের মিশ্রণ করে।
-
সিস্টেমের দুর্বলতা চিহ্নিত করে তা যথাযথ কর্তৃপক্ষকে জানায় এবং নেটওয়ার্কের নিরাপত্তা উন্নয়নে সাহায্য করে।
-
অর্থনৈতিক উপার্জন হলেও, তারা বেআইনি উদ্দেশ্যে সাধারণত হস্তক্ষেপ করে না।
৩. হোয়াইট হ্যাট হ্যাকার:
-
সম্পূর্ণভাবে নৈতিক ও বৈধ হ্যাকিং করে।
-
সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানায়।
-
লক্ষ্য: কম্পিউটার, নেটওয়ার্ক, ওয়েবসাইট বা সফটওয়্যারের নিরাপত্তা নিশ্চিত করা।
উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২) kaspersky [লিংক]

0
Updated: 1 week ago