নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
A
চাঁদ
B
প্লুটো
C
মঙ্গল
D
পৃথিবী
উত্তরের বিবরণ
প্রশ্নে চারটি নাম দেওয়া হয়েছে যার মধ্যে একটি ভিন্ন ধরনের। প্লুটো, মঙ্গল এবং পৃথিবী তিনটি গ্রহ (Planet), কিন্তু তাদের মধ্যে প্লুটো বামন গ্রহ (Dwarf Planet)। ২০০৬ সালে প্লুটোকে গ্রহের মর্যাদা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং বর্তমানে এটি বামন গ্রহ হিসেবে স্বীকৃত। প্লুটো ছাড়াও সৌরজগতে এরিস, ম্যাকিম্যাকি এবং সিরেস নামের কয়েকটি বামন গ্রহ আছে। অন্যদিকে, চাঁদ হলো একটি উপগ্রহ (Satellite)। তাই, এই চারটির মধ্যে ভিন্ন ধরনের হলো চাঁদ।
তথ্যগুলো সংক্ষেপে:
-
প্লুটো: বামন গ্রহ (Dwarf Planet), ২০০৬ সালে গ্রহের মর্যাদা হারায়
-
মঙ্গল ও পৃথিবী: পূর্ণাঙ্গ গ্রহ (Planet)
-
চাঁদ: উপগ্রহ (Satellite)
-
সৌরজগতে প্লুটো ছাড়াও বামন গ্রহ হিসেবে আছে এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস
-
সঠিক উত্তর: চাঁদ

0
Updated: 14 hours ago
সঠিক উত্তর কোনটি? ___ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
Created: 3 weeks ago
A
টীকাদান কর্মসূচি
B
সচেতনতা
C
পুষ্টিকর খাদ্য
D
অর্থ
প্রশ্ন: _____ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
সমাধান:
টীকাদান কর্মসূচি, ডাক্তার ও চিকিৎসা যতই থাক না কেন ‘সচেতনতা’ ছাড়া রোগ প্রতিরোধ অসম্ভব।

0
Updated: 3 weeks ago
নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?
Created: 3 weeks ago
A
TENSION
B
RELATION
C
NATIONAL
D
RELATIVE
প্রশ্ন: নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?

সমাধান:


0
Updated: 3 weeks ago
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
Created: 1 week ago
A
সোমবার
B
মঙ্গলবার
C
বৃহস্পতিবার
D
শনিবার
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
সমাধান:
আগামী পরশুর পরের দিন ⇒ রবিবার
পরশু দিন ⇒ শনিবার
আগামীকাল ⇒ শুক্রবার
আজ ⇒ বৃহস্পতিবার
গতকাল ⇒ বুধবার
∴ গতকালের আগের দিন ⇒ মঙ্গলবার

0
Updated: 1 week ago