৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
A
লাভ-লোকসান কিছুই হয়নি
B
৯০০ টাকা
C
৩০০ টাকা
D
৬০০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একজন দোকানদার ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে?
সমাধান:
২০% লাভে,
১ম চেয়ারের বিক্রয় মূল্য = ১২০ টাকা
∴ ১ম চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/১২০ টাকা
= ৩০০০ টাকা
আবার,
২০% লোকসানে,
২য় চেয়ারের বিক্রয় মূল্য = ৮০ টাকা
∴ ২য় চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/৮০ টাকা
= ৪৫০০ টাকা
∴ মোট বিক্রয় মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা
= ৭২০০ টাকা
এবং মোট ক্রয় মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা
= ৭৫০০ টাকা
∴ মোট লোকসান = (৭৫০০ - ৭২০০) টাকা
= ৩০০ টাকা
∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৩০০ টাকা।

0
Updated: 1 month ago