প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
A
20
B
26
C
30
D
25
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবােধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম চিত্রে,
32 + 22
= 9 + 4
= 13
২য় চিত্রে,
42 + 82
= 16 + 64
= 80
∴ ৩য় চিত্রে,
12 + 52
= 1 + 25
= 26
∴ সঠিক উত্তর - খ) 26

0
Updated: 14 hours ago
UNWORTHY শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
Created: 1 week ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: UNWORTHY শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
সমাধান:
সঠিক উত্তর - 1 নং

0
Updated: 1 week ago
২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
Created: 1 week ago
A
৩২০ মিটার
B
৩৫০ মিটার
C
২৬০ মিটার
D
৪০০ মিটার
প্রশ্ন: ২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা
= (৭২ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ২০ মিটার
∴ ৩০ সেকেন্ডে যায় (২০ × ৩০) = ৬০০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৬০০ - ২৮০ = ৩২০ মিটার

0
Updated: 1 week ago
একটি এনালগ ঘড়িতে ৪ টা বাজে। ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কোনদিকে থাকবে?
Created: 2 days ago
A
উত্তর-পূর্ব
B
উত্তর
C
উত্তর-পশ্চিম
D
পশ্চিম
প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে ৪ টা বাজে। ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা কোনদিকে থাকবে?
সমাধান:
৪ টা বাজার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটা উত্তর দিকে থাকবে।
৪ টা বাজার সময় ঘড়ির ঘণ্টার কাঁটা দক্ষিণ-পূর্ব দিকে থাকলে মিনিটের কাঁটার অবস্থান হবে উত্তর দিক মুখী।

0
Updated: 2 days ago