মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A
অশোক
B
বিন্দুসার
C
চন্দ্রগুপ্ত
D
বৃহদ্রথ
উত্তরের বিবরণ
চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
-
মৌর্য সাম্রাজ্য ভারতের ইতিহাসে প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য।
-
খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু ঘটে, যার ফলে তার অধিকৃত ভারতীয় অঞ্চলে গ্রিকদের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা ও বিরোধ দেখা দেয়।
-
সেই সময় মগধে নন্দবংশীয় সম্রাট ধননন্দ রাজত্ব করছিলেন, যিনি মোটেও জনপ্রিয় ছিলেন না।
-
সুযোগে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন দখল করেন এবং উত্তর-পশ্চিম ভারত থেকে গ্রিকদের বিতাড়িত করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
-
এই সাম্রাজ্য ইতিহাসে মৌর্য সাম্রাজ্য নামে পরিচিত।
-
মৌর্য সম্রাটরা বহু-বিভক্ত ভারতকে ঐক্যবদ্ধ করে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
-
এই বংশের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন।
সূত্র:
0
Updated: 1 month ago
"সকল ক্ষমতার মালিক জনগণ" - এই নীতি কোন অনুচ্ছেদে বর্ণিত?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ৬
B
অনুচ্ছেদ ৭
C
অনুচ্ছেদ ৮
D
অনুচ্ছেদ ৯
সংবিধানে “সকল ক্ষমতার মালিক জনগণ” নীতি – অনুচ্ছেদ ৭
-
অন্তর্ভুক্ত অংশ: সংবিধানের প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
মূল বক্তব্য (অনুচ্ছেদ ৭):
-
৭(১): প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার ব্যবহার কেবল সংবিধানের অধীনে কার্যকর হবে।
-
৭(২): জনগণের অভিপ্রায়ের সর্বোচ্চ প্রকাশ হিসেবে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোনো আইন যদি সংবিধানের সঙ্গে বিরোধপূর্ণ হয়, তবে সেই আইন সংবিধানের সঙ্গে অসম্মতি অংশ পর্যন্ত বাতিল গণ্য হবে।
-
সংক্ষেপে, অনুচ্ছেদ ৭ বাংলাদেশে প্রজাতন্ত্রের ক্ষমতার উৎস জনগণ এবং সংবিধানই সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃত।
0
Updated: 1 month ago
জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কী?
Created: 1 month ago
A
UNCLOS
B
UNCTAD
C
UNCAC
D
CEDAW
দুর্নীতিবিরোধী কনভেনশন:
-
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের সংক্ষিপ্ত নাম হলো UNCAC।
-
এর পূর্ণরূপ United Nations Convention against Corruption।
-
এটি ২০০৩ সালের ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় এবং ২০০৫ সালের ১৪ ডিসেম্বর কার্যকর হয়।
-
ইউএনসিএসি (UNCAC)-এর মূল লক্ষ্য হলো বিভিন্ন ধরনের দুর্নীতি হ্রাস করা, যা জাতীয় সীমান্ত অতিক্রম করেও সংঘটিত হতে পারে।
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
Rules of Business কে প্রণয়ন করেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
অ্যাটর্নি জেনারেল
D
স্পিকার
সরকারের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য যে নিয়মাবলী প্রণীত হয়েছে, তাকে সরকারি কার্যপ্রণালী বিধি বা Rules of Business বলা হয়। এটি সরকারের কার্যক্রমের কাঠামো নির্ধারণ করে এবং নির্বাহী বিভাগের কার্যপদ্ধতি ও দায়িত্ব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে।
-
Rules of Business, 1996 হলো বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ দলিল, যা সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত।
-
কার্যবিধিমালার মূল উদ্দেশ্য হলো নির্বাহী বিভাগের মধ্যে কর্মবণ্টন নির্ধারণ করা এবং তাদের দায়িত্ব ও কর্মপদ্ধতি ঠিক করা।
-
রাষ্ট্রের সংবিধান যেমন সকল নাগরিকের জন্য প্রযোজ্য, তেমনি কার্যবিধিমালা নির্বাহী বিভাগের সবার জন্য বাধ্যতামূলক।
-
সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি Rules of Business প্রণয়ন করেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রথম কার্যবিধিমালা প্রণীত হয় ১ নভেম্বর ১৯৭৫ সালে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকায় সেটি সেই কাঠামোয় তৈরি হয়।
-
১৯৯৬ সালে সংসদীয় পদ্ধতির সরকার উপযোগী নতুন কার্যবিধিমালা প্রবর্তিত হয়।
-
কার্যবিধিমালাটি ইংরেজিতে প্রণীত।
-
এতে পাঁচটি অধ্যায়ে ৩৩টি বিধি এবং সাতটি তফসিল অন্তর্ভুক্ত রয়েছে।
0
Updated: 1 month ago