Who created the character Oliver Twist?
A
Robert Browning
B
Charles Dickens
C
Emily Bronte
D
Mark Twain
উত্তরের বিবরণ
Oliver Twist হলো Charles Dickens-এর রচিত একটি ক্লাসিক উপন্যাস, যা মূলত একটি অনাথ শিশুর জীবনযাত্রা এবং Victorian যুগের ইংল্যান্ডের সমাজের দারিদ্র্য ও অনৈতিকতার সমালোচনা তুলে ধরে।
-
সম্পূর্ণ নাম: Oliver Twist, or, The Parish Boy's Progress
-
প্রথম প্রকাশিত: ১৮৩৭–১৮৩৯, Dickens-এর প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস
-
প্রাথমিকভাবে প্রকাশিত হয় তার ছদ্মনাম "Boz" ব্যবহার করে
-
কাহিনী অনুসরণ করে Oliver Twist, যিনি জন্ম থেকে অনাথ এবং কিভাবে দারিদ্র্য ও সামাজিক অবহেলা তাকে নানা বিপদের মধ্যে ঠেলে দেয়।
-
উপন্যাস সমাজে দারিদ্র্য, শিশুশ্রম, এবং অনাথদের প্রতি অব্যবস্থাপনা-এর বিরুদ্ধে সমালোচনা করে।
-
Dickens দেখিয়েছেন কিভাবে দারিদ্র্য মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয় এবং লন্ডনের দুরবস্থার চিত্র ফুটিয়ে তুলেছেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (Charles John Huffam Dickens):
-
একজন ব্রিটিশ novelist, Victorian era-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে গণ্য।
-
তাঁর ছদ্মনাম ছিল Boz।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
উৎস:
0
Updated: 1 month ago
Animal Farm is written by -
Created: 2 months ago
A
William Golding
B
George Orwell
C
Boris Pasternak
D
Charles Dickens
Animal Farm
-
রচয়িতা: George Orwell (আসল নাম Eric Arthur Blair)
-
ধরণ: Political allegory, Satire, Anti-utopian novel
-
মূল বিষয়: বিপ্লব, ক্ষমতার অপব্যবহার, আদর্শের অবক্ষয়, ভাষার প্রভাব
-
কাহিনি: খামারের পশুরা মালিককে উৎখাত করে, কিন্তু ক্ষমতা দখল করে নয়া স্বৈরশাসক
-
চরিত্র:
-
মানুষ: Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington, Mr. Frederick
-
পশু: Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel
-
George Orwell
-
পরিচয়: English novelist, essayist, critic (Modern Period)
-
খ্যাতি: Animal Farm, Nineteen Eighty-four
Notable works:
-
A Clergyman’s Daughter
-
A Hanging
-
Burmese Days
-
Coming Up for Air
-
Down and Out in Paris and London
-
Homage to Catalonia
-
Keep the Aspidistra Flying
0
Updated: 2 months ago
Into the ____ of death rode the six hundred.
Created: 2 months ago
A
city
B
tunnel
C
road
D
valley
প্রশ্নোক্ত
বাক্যটি Victorian Age এর বিখ্যাত কবি Lord Alfred Tennyson রচিত 'The Charge of
the Light Brigade' কবিতা থেকে উদ্ধৃত। এ কবিতার কয়েকটি লাইন নিম্নরূপ:
"Theirs
not to make reply,
Theirs
not to reason why,
Theirs
but to do and die. Model
Into
the valley of Death
Rode
the six hundred."
0
Updated: 2 months ago
“বানরের গলায় মুক্তোর মালা পড়ানো” is best represented by which English proverb?
Created: 1 month ago
A
Cast pearls before swine.
B
Charity begins at home.
C
Bright gem in a dark cave.
D
Cleanliness is next to godliness.
Cast pearls before swine একটি ইংরেজি প্রবাদ যার অর্থ হলো মূল্যবান কিছু এমন মানুষের কাছে দেওয়া যারা তা বোঝে বা মূল্যায়ন করতে পারে না।
-
বাংলা অর্থ: বানরের গলায় মুক্তোর মালা পড়ানো / উলু বনে মুক্তা ছড়ানো।
-
অর্থ: কাউকে এমন কিছু দেওয়া যা তার মূল্য বা গুরুত্ব বোঝার ক্ষমতার বাইরে।
-
অন্যান্য বিকল্প:
-
খ) Charity begins at home → পরিবারকে সাহায্যকে অগ্রাধিকার দেওয়ার উপদেশ।
-
গ) Bright gem in a dark cave → লুকানো প্রতিভা বোঝায়।
-
ঘ) Cleanliness is next to godliness → পরিচ্ছন্নতা নৈতিকতার সঙ্গে সম্পর্কিত।
-
0
Updated: 1 month ago