Hyperion is written by -
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
উত্তরের বিবরণ
• Hyperion:
- Hyperion হলো John Keats লিখিত একটি Epic poem.
- এটি টাইটান দেবতাদের পতনের কাহিনি বলে, যারা অলিম্পিয়ানদের হাতে পরাজিত হয়।
- কবিতাটি হাইপেরিয়নের কাহিনিকে কেন্দ্র করে, যেখানে জ্ঞান ও কাব্যকলার দেবতা অ্যাপোলো তাকে পরাজিত করে। এতে মানবজীবনের দুঃখ-কষ্ট এবং তা থেকে অর্জিত জ্ঞানের ধারণা তুলে ধরা হয়েছে।
- Hyperion হচ্ছে সূর্য দেবতা।
- কবিতায় Titans এবং Olympians; দেবতাদের এই দুই দলের বিবাদ দেখানো হয়েছে।
- Hyperion হচ্ছে Titans দের প্রধান আশা ভরসার কেন্দ্রস্থল।
- Hyperion ক্ষমতা দখলের লড়াইতে এগিয়ে থাকলেও Olympians রা হাজির করে Apollo দেবতাকে।
- Apollo হচ্ছে জ্ঞান, কবিতা আর শিল্পের দেবতা।
John Keats:
- An English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of Beauty’.
John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- Endmiyon,
- Ode on a Grecian Urn,
- La Belle Dame Sans Merci.
Source:
0
Updated: 1 month ago
"The action or habit of talking in one's sleep" is called-
Created: 2 months ago
A
Gullible
B
Intestate
C
Soliloquy
D
Somniloquy
Somniloquy
• Answer:
-
The action or habit of talking in one's sleep → Somniloquy
• Meaning:
-
English: The action or habit of talking in one's sleep
-
Bangla: ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস
• Other Words for Comparison:
-
Gullible (Adjective): অতিসরল; সহজেই বিশ্বাসযোগ্য — Easily persuaded to believe something; credulous
-
Intestate (Noun/Adjective): মৃত্যুপত্র বা উইল না-রেখে মারা যাওয়া — A person who has died without having made a will
-
Soliloquy (Noun): স্বগতোক্তি — The act of talking to oneself
Source:
-
Oxford Dictionary
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago
The government reduced the _______ corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
Created: 1 month ago
A
arrogant
B
shrine
C
gauche
D
rampant
• Complete sentence:
The government reduced the rampant corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
-
Bangla meaning: সরকার পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি কমিয়ে এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবাধ পতন বন্ধ করেছে।
• Given options:
-
ক) arrogant — উদ্ধত
-
খ) shrine — তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির
-
গ) gauche — সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল
-
ঘ) rampant — (রোগব্যাধি, সামাজিক অনাচার) অনিয়ন্ত্রিত, অবাধ; বর্ধনশীল; অব্যাহতভাবে জায়মান
-
ঙ) dormant — সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঘ) rampant
-
'Rampant corruption' দ্বারা বোঝানো হয়েছে অবাধ, অনিয়ন্ত্রিত এবং ব্যাপক দুর্নীতি, যা কমানোর প্রয়োজন সেই “পূর্ববর্তী শাসনব্যবস্থার” প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
"All changed, changed utterly: A terrible beauty is born." - Who quoted it?
Created: 1 month ago
A
John Keats
B
T.S. Eliot
C
W.B. Yeats
D
Robert Browning
উক্তি: **"All changed, changed utterly: A terrible beauty is born."**
**Source:** W\.B. Yeats-এর কবিতা **"Easter, 1916"**
**Easter 1916 সম্পর্কে:**
* ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান (Easter Rising) সংঘটিত হয়।
* Yeats এই কবিতায় সেই আন্দোলন এবং শহীদ নেতাদের আত্মত্যাগকে স্মরণ করেছেন।
* কবিতার লাইনটি পরিবর্তন ও ত্যাগের ব্যথা এবং নতুন আশা বা “ভয়ঙ্কর সৌন্দর্য” জন্ম নেওয়ার প্রতীক।
**William Butler Yeats:**
* Irish কবি ও নাট্যকার; Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
* ১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
* Abbey Theatre প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
**Major Poems:**
* The Wild Swans at Coole
* The Tower
* The Winding Stair and Other Poems
* The Second Coming
* Sailing to Byzantium
* The Lake Isle of Innisfree
* Among School Children
* A Prayer for My Daughter
* When You Are Old
* Easter 1916
* September 1919
* The Wanderings of Oisin
* Leda and The Swan
**Notable Plays:**
* The Resurrection
* The Only Jealousy of Emer
* The Dreaming of the Bones
* Four Plays for Dancers
* Calvary
* Cathleen ni Houlihan
* The Countess Cathleen
**Prose:**
* A Vision
* Celtic Twilight (essay)
0
Updated: 1 month ago