Rabbi Ben Ezra is a/an -
A
lyric poem
B
sonnet
C
dramatic monologue
D
None of these
উত্তরের বিবরণ
Rabbi Ben Ezra হলো Robert Browning-এর একটি বিখ্যাত কবিতা, যা একটি dramatic monologue এবং ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে প্রকাশিত হয়। কবিতার মূল চরিত্র Rabbi Ben Ezra, একজন প্রাচীন ইহুদি পণ্ডিত, নিজের জীবন ও ধর্মীয় দর্শন নিয়ে আলোচনা করেন।
-
কবিতা মূলত Browning-এর ধর্মীয় দর্শনকে উপস্থাপন করে।
-
Rabbi Ben Ezra বিশ্বাস করেন জীবন শুধুমাত্র ভোগের জন্য নয়, বরং আত্ম-উন্নতি ও পবিত্রতার জন্য।
-
কবিতার final metaphor জীবনের তুলনা করেছে একটি মাটির পাত্রের সঙ্গে, যা প্রভুর হাতে গঠিত, এবং নির্দেশ করে যে একজন ব্যক্তির মূল্য তার কাজের দ্বারা নয়, বরং তার গড়ে ওঠা চরিত্র দ্বারা পরিমাপ করা উচিত।
Robert Browning:
-
একজন British poet, বিশেষভাবে dramatic monologue-এ দক্ষ।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browningও তখনকার সময়ের একজন প্রখ্যাত কবি ছিলেন।
উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
My Last Duchess
-
The Pied Piper of Hamelin
-
Fra Lippo Lippi
-
Andrea del Sarto
নাটক:
-
Browning-এর প্রথম নাটক Strafford (1837), যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর বন্ধ হয়।
উৎস:
0
Updated: 1 month ago
What is the English meaning of the word "Complaisant"?
Created: 1 month ago
A
Strict and authoritative
B
Unwilling to cooperate
C
Indifferent to others' needs
D
Willing to satisfy others by being polite
Complaisant একটি adjective, যা বোঝায় অন্যদের খুশি করতে ইচ্ছুক এবং শিষ্ট আচরণ করে তাদের পরিকল্পনার সাথে খাপ খাইয়ে নেওয়া। এটি সাধারণত সৌজন্যপূর্ণ বা অনুকূল মনোভাব নির্দেশ করে।
-
Complaisant (adjective)
English Meaning: Willing to satisfy others by being polite and fitting in with their plans
Bangla Meaning: অন্যকে খুশি করতে আগ্রহী -
Correct Answer: Willing to satisfy others by being polite
-
Synonyms: Willing (স্বেচ্ছাপ্রণোদিত), Obliging (পরোপকারী; স্বেচ্ছায় সাহায্য প্রদানকারী), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Amiable (বন্ধুত্বপূর্ণ), Generous (উদার)
-
Antonyms: Unwilling (অনিচ্ছুক), Defiant (অবাধ্য), Disobedient (অবাধ্য), Merciless (নির্দয়), Stern (কঠোর)
-
Example Sentences:
-
Noah's eyes were slightly jealous, but he was so complaisant that I figured he'd get over it in a day.
-
Barbara mentions that a lockout calendar would remind our members not to be complaisant.
-
-
Source:
0
Updated: 1 month ago
Othello gave Desdemona _____ as a token of love.
Created: 1 month ago
A
a ring
B
a handkerchief
C
an anklet
D
a lavaliere
Othello and the Handkerchief – Shakespeare
১. Handkerchief as a Token of Love
-
Othello তাঁর স্ত্রী Desdemona-কে একটি Handkerchief (রুমাল) উপহার দেন।
-
এই রুমাল ছিল ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক।
-
পরে, Iago এই রুমাল ব্যবহার করে Othello-এর মনে সন্দেহ ও ঈর্ষা জাগায়, যা শেষ পর্যন্ত ট্র্যাজেডির কারণ হয়।
২. Othello (Play)
-
লেখক: William Shakespeare
-
ধরন: Five-act Tragedy
-
লেখা: 1603-1604
-
মূল চরিত্র: Othello (ভেনিসের সেনাপতি), Desdemona (Othello-এর স্ত্রী), Iago (Villain)
-
কাহিনি: Othello তাঁর স্ত্রী Desdemona-কে সন্দেহ করে এবং Iago-এর প্ররোচনায় শেষ পর্যন্ত হত্যা করে।
-
নাটকে Othello Othello Syndrome (excessive jealousy) দ্বারা প্রভাবিত হয়।
৩. Main Characters
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
৪. William Shakespeare (1564-1616)
-
English poet, dramatist, actor
-
জন্ম: Stratford-upon-Avon
-
পরিচিতি: Bard of Avon, English National Poet
-
সাহিত্যকর্ম: 37 plays, 154 sonnets, long narrative poems
-
Tragedies:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
-
Coriolanus
-
Antony and Cleopatra
-
Timon of Athens (Unfinished)
-
0
Updated: 1 month ago
Sidney says that poetry was the first kind of:
Created: 5 months ago
A
Music
B
Learning
C
Government
D
Drama
Sidney বলেন, কবিতা ছিল প্রথম ধরনের শিক্ষা। প্রাচীনকাল থেকে মানুষ কবিতার মাধ্যমে জ্ঞান শিখত এবং তা অন্যদের শিখাত। কবিতার মাধ্যমে ভাষা ও সংস্কৃতি বিকশিত হয়। তাই কবিতা শিক্ষা ও জ্ঞান প্রচারের প্রথম মাধ্যম ছিল। Sidney দেখান যে, কবিতা শুধু মজা করার জন্য নয়, বরং মানুষের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
0
Updated: 5 months ago