‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
অগ্নিবীণা
B
বিষের বাঁশি
C
দোলন চাঁপা
D
বাঁধনহারা
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যের বিদ্রোহী চেতনার এক উজ্জ্বল প্রকাশ হলো কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-র অন্তর্ভুক্ত দ্বিতীয় কবিতা, যা বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে।
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি, ২২ পৌষ ১৩২৮ বঙ্গাব্দে, সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়। এই একটি মাত্র কবিতার মাধ্যমেই নজরুল বাংলা সাহিত্যে চিরকালীন বিদ্রোহী কবি হিসেবে স্বীকৃতি লাভ করেন।
‘বিদ্রোহী’ কবিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে দ্রোহ, বিপ্লব, সাহস ও চেতনার উন্মেষ। এটি শুধু একটি কবিতা নয়, বরং একটি শক্তিশালী মানসিকতার প্রতীক, যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সাহস জোগায়। নজরুল এর আগে ও পরে বহু দ্রোহাত্মক কবিতা রচনা করলেও, 'বিদ্রোহী' যেন তার আত্মার কণ্ঠস্বর।
এই মহাকাব্যিক কবিতা অন্তর্ভুক্ত রয়েছে নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-তে। বইটি তিনি উৎসর্গ করেন মহান বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে। কাব্যগ্রন্থটিতে মোট ১২টি কবিতা সংকলিত হয়েছে, যেগুলোর প্রতিটিতেই পাওয়া যায় স্বাধীনতা, সাম্য ও বীরত্বের জাগরণ।
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের কবিতাসমূহ:
১. প্রলয়োল্লাস (প্রথম কবিতা)
২. বিদ্রোহী
৩. রক্তাম্বরধারিণী মা
৪. আগমনী
৫. ধূমকেতু
৬. কামালপাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মোহররম
এই কবিতাগুলোতে কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, বরং একজন স্বপ্নদ্রষ্টা, যিনি সাম্রাজ্যবাদ, কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে কলমকে অস্ত্ররূপে ব্যবহার করেছেন।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
'বিদ্রোহী' কবিতা - বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago
"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" - কবিতাংশটুকু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 month ago
A
অভিযাত্রিক
B
সাঁঝের মায়া
C
ঝরা পালক
D
রূপসী বাংলা
কবিতাংশ
“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”
রচয়িতা: সুফিয়া কামাল
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া
কবিতার শিরোনাম: "তাহারেই মনে পড়ে"
সুফিয়া কামাল
ডাকনাম/খ্যাতি: 'জননী সাহসিকা'
পেশা ও পরিচিতি: কবি, লেখিকা, নারী আন্দোলনের পথিকৃৎ
জন্মস্থান: বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়ি; পৈতৃক নিবাস কুমিল্লা
সম্পাদকতা: 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
মন ও জীবন
উদাত্ত পৃথিবী
সাঁঝের মায়া
অভিযাত্রিক
মোর যাদুদের সমাধি পরে
মায়া কাজল
অন্যান্য তথ্য
জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ: ঝরা পালক
জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'পল্লিজননী' কবিতার রচয়িতা কে?
Created: 5 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
জীবনানন্দ দাশ
'পল্লিজননী' কবিতাটি জসীম উদ্দীন রচিত 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
'রাখালী' ছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
এটি প্রকাশিত হয় ১৯২৭ সালে।
-
এই কাব্যগ্রন্থেই অন্তর্ভুক্ত রয়েছে তাঁর বিখ্যাত 'কবর' কবিতাটি।
জসীম উদ্দীন সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
-
তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
-
তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য 'নক্সী কাঁথার মাঠ' ১৯২৯ সালে প্রকাশিত হয়।
-
১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
জসীম উদ্দীনের জনপ্রিয় খণ্ডকবিতার সংকলনসমূহ:
-
রাখালী
-
বালুচর
-
রূপবতী
-
ধানখেত
-
মাটির কান্না
-
সুচয়নী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-
Created: 5 months ago
A
কবিতার নাম
B
গল্প সংকলনের নাম
C
উপন্যাসের নাম
D
কাব্য সংকলনের নাম
• শেষের কবিতা:
- শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- প্রবাসী পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসমান্য ঔজ্জ্বল্য,দৃপ্তিশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- অমিত,
- লাবণ্য,
- কেতকী,
- শোভনলাল প্রমুখ।
• উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে-
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 5 months ago