মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A
অশোক
B
বিন্দুসার
C
চন্দ্রগুপ্ত
D
বৃহদ্রথ
উত্তরের বিবরণ
চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
-
মৌর্য সাম্রাজ্য ভারতের ইতিহাসে প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য।
-
খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু ঘটে, যার ফলে তার অধিকৃত ভারতীয় অঞ্চলে গ্রিকদের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা ও বিরোধ দেখা দেয়।
-
সেই সময় মগধে নন্দবংশীয় সম্রাট ধননন্দ রাজত্ব করছিলেন, যিনি মোটেও জনপ্রিয় ছিলেন না।
-
সুযোগে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন দখল করেন এবং উত্তর-পশ্চিম ভারত থেকে গ্রিকদের বিতাড়িত করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
-
এই সাম্রাজ্য ইতিহাসে মৌর্য সাম্রাজ্য নামে পরিচিত।
-
মৌর্য সম্রাটরা বহু-বিভক্ত ভারতকে ঐক্যবদ্ধ করে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
-
এই বংশের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন।
সূত্র:

0
Updated: 14 hours ago
BIDA কোন মন্ত্রণালয়ের অধীন?
Created: 6 days ago
A
শিল্প মন্ত্রণালয়
B
বাণিজ্য মন্ত্রণালয়
C
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
D
প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ বিষয়াবলি
BIDA- Bangladesh Investment Development Authority
বাংলাদেশ বিষয়াবলী
No subjects available.
BIDA (Bangladesh Investment Development Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)
-
অধীনস্থ: প্রধানমন্ত্রীর কার্যালয়
-
নিয়ন্ত্রক: প্রধানমন্ত্রী / প্রধান উপদেষ্টা
-
প্রতিষ্ঠা: ২০১৬
-
বর্তমান নির্বাহী চেয়ারম্যান: চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
-
কাজ ও উদ্দেশ্য:
-
বেসরকারি বিনিয়োগ, বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা।
-
বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা ও সহায়তা প্রদান।
-
উৎস: BIDA ওয়েবসাইট

0
Updated: 6 days ago
মারমা জাতিগোষ্ঠী গ্রামকে তাদের ভাষায় কী বলে?
Created: 4 days ago
A
রোয়া
B
পুঞ্জি
C
রোয়াজা
D
কার্বারি
মারমা
-
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়।
-
অধিকাংশ মারমা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করেন। 'মারমা' শব্দটি ‘ম্রাইমা’ থেকে উদ্ভূত।
-
পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান বোমাং চিফ বা বোমাং রাজা।
-
প্রত্যেক মৌজায় বিভিন্ন গ্রাম থাকে, এবং গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে।
-
মারমারা গ্রামকে তাঁদের ভাষায় ‘রোয়া’ এবং গ্রামের প্রধানকে ‘রোয়াজা’ বলে।
-
মারমাদের জীবিকার প্রধান উপায় কৃষি, এবং তাদের চাষাবাদের প্রধান পদ্ধতি জুম।
-
মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই ধর্মের অনুষ্ঠানাদি উদযাপন করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৮ম শ্রেণি।

0
Updated: 4 days ago
নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার কে নির্মাণ করেন?
Created: 14 hours ago
A
গোপাল
B
দেবপাল
C
ধর্মপাল
D
রামপাল
সোমপুর মহাবিহার
-
প্রতিষ্ঠাতা: পাল বংশের দ্বিতীয় সম্রাট ধর্মপাল।
-
অবস্থান: নওগাঁ জেলায়।
-
গুরুত্ব: এটি তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার।
-
বিশেষতা: সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা ও ধর্মকেন্দ্র।
-
উৎখনন: পাহাড়পুরের উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়। ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে।
সূত্র:

0
Updated: 14 hours ago