The famous novel 'Moby Dick' is about -
A
A sea captain’s obsessive quest to hunt a giant white whale
B
A sailor’s journey to find treasure
C
The adventures of pirates in the Pacific
D
A shipwreck caused by a storm
উত্তরের বিবরণ
Moby Dick হলো হারমান মেলভিলের লেখা একটি ক্লাসিক আমেরিকান উপন্যাস, যা মূলত একজন সাগরকাপ্তান-এর অত্যধিক আবেগ ও প্রতিশোধের যাত্রা নিয়ে। ক্যাপ্টেন Ahab-এর একমাত্র লক্ষ্য হলো বিশাল সাদা তিমি Moby Dick-কে শিকার করা, যা পূর্বে তার জাহাজ ধ্বংস করেছিল এবং তাকে আহত করেছিল।
-
লেখক: Herman Melville, একজন American novelist, short-story writer, এবং poet।
-
প্রকাশিত: লন্ডনে অক্টোবর 1851-এ The Whale নামে এবং এক মাস পরে নিউ ইয়র্কে Moby-Dick; or, The Whale নামে প্রকাশিত।
-
উপন্যাসের কাহিনি:
-
গল্পটি আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
-
চরিত্ররা একটি whaling vessel, নাম Pequod, নিয়ে সমুদ্রযাত্রায় বের হয়।
-
পুরো কাহিনিতে Moby Dick নামক white giant whale-কে শিকার করার গল্প চলে, যার সমাপ্তি হয় বর্ণনাকারী Ismael ব্যতীত সকলের মৃত্যু দিয়ে।
-
ইরনি: উপন্যাসের শেষে সাদা তিমি মারা যায় না।
-
-
উপন্যাসটি প্রতিশোধ, ভাগ্য, এবং মানুষের সীমাহীন আসক্তি প্রকাশ করে।
Herman Melville-এর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener
উৎস:
0
Updated: 1 month ago
Which of the following novels is not written by an English writer?
Created: 2 months ago
A
A Passage to India
B
Sons and Lovers
C
One Hundred Years of Solitude
D
Pride and Prejudice
One Hundred Years of Solitude
‘One Hundred Years of Solitude’ উপন্যাসটি Gabriel Garcia Marquez নামের একজন কলম্বিয়ান লেখক লিখেছেন। তিনি ইংরেজ লেখক নন।
এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে, Spanish ভাষায় – Cien años de soledad নামে। এটিকে লেখকের সেরা সৃষ্টি বা masterpiece হিসেবে ধরা হয়। এই উপন্যাসের মাধ্যমে তার magic realism শৈলীর অসাধারণ উদাহরণ পাওয়া যায়।
গল্পটি Buendía পরিবারকে ঘিরে লেখা, যারা সাত প্রজন্ম ধরে একশ বছর ধরে নানা ঘটনাবলির মধ্য দিয়ে যায়। এতে লাতিন আমেরিকার ইতিহাসও উঠে এসেছে – ১৮২০ থেকে ১৯২০ সাল পর্যন্ত সময়কালের নানা উত্থান-পতনের চিত্র তুলে ধরা হয়েছে।
Gabriel Garcia Marquez এই উপন্যাসের জন্যই মূলত ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
এই উপন্যাসের একটি বিখ্যাত লাইন হচ্ছে:
“They were so close to each other that they preferred death to separation.”
(তারা এতটাই কাছের ছিল, যে বিচ্ছেদ নয়, তারা মৃত্যুকেই বেছে নিয়েছিল।)
লেখকের অন্যান্য জনপ্রিয় বইগুলো
-
Love in the Time of Cholera
-
Memories of My Melancholy Whores
-
News of a Kidnapping
-
No One Writes to the Colonel
-
The Leaf Storm
অন্যদিকে নিচের উপন্যাসগুলো ইংরেজ লেখকদের লেখা:
ক) A Passage to India
-
লেখক: E.M. Forster, যিনি একজন ব্রিটিশ সাহিত্যিক।
-
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯২৪ সালে।
-
এতে ব্রিটিশ শাসনামলে ভারতীয়দের সাথে ইংরেজদের সম্পর্ক দেখানো হয়েছে।
-
উপন্যাসটির মূল বিষয়: বর্ণবাদ ও ঔপনিবেশিকতা।
খ) Sons and Lovers
-
লেখক: D.H. Lawrence (David Herbert Lawrence)
-
এটি ১৯১৩ সালে প্রকাশিত একটি আত্মজীবনীভিত্তিক উপন্যাস।
-
এতে একজন শ্রমজীবী পরিবারের মানসিক ও ভালোবাসার টানাপোড়েন তুলে ধরা হয়েছে।
ঘ) Pride and Prejudice
-
লেখক: Jane Austen, একজন ইংরেজ ঔপন্যাসিক।
-
উপন্যাসটি ১৮১৩ সালে প্রকাশিত হয়।
-
এটি একটি রোমান্টিক উপন্যাস এবং English literature-এর একটি ক্লাসিক।
-
গল্পের মূল চরিত্র Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy।
-
প্রেম ও সামাজিক বিভাজনের দ্বন্দ্বের মধ্যে দিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে।
Source: Britannica and Live MCQ Lecture.
2
Updated: 2 months ago
Paradise Lost by John Milton is composed in -
Created: 2 months ago
A
Blank verse
B
Couplets
C
Epic rhyme
D
Free verse
Paradise Lost John Milton রচিত একটি মহাকাব্য, যা মূলত Blank verse (unrhymed iambic pentameter) এ লেখা। কাব্যটি আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে পতন এবং শয়তান ও তার অনুসারীদের বিদ্রোহের গল্পের উপর কেন্দ্রীভূত। Milton-এর Blank verse ব্যবহার কবিতার প্রাঞ্জলতা ও ভাবগভীরতা বজায় রাখে এবং প্রাচীন গ্রীক ও রোমান মহাকাব্যের ধারা অনুসরণ করে।
John Milton (১৬০৮–১৬৭৪) লন্ডনে জন্মগ্রহণ করেন, তিনি ইংরেজ কবি, ইতিহাসবিদ ও প্রবন্ধকার। তাকে “Epic Poet” এবং Blank Verse-এর মহাগুরু বলা হয়।
বিখ্যাত রচনা: Paradise Lost, Paradise Regained, Of Education, Lycidas।
উত্তর: ক) Blank verse
0
Updated: 2 months ago
What is the English meaning of the verb "accrue"?
Created: 1 month ago
A
To disappear completely
B
To decrease suddenly
C
To increase gradually over time
D
To remain unchanged
Accrue একটি ক্রিয়া যা বোঝায় যে কোনো কিছু সময়ের সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি বা সঞ্চিত হওয়া। এটি সাধারণত আর্থিক, অভিজ্ঞতা বা সুবিধার প্রাকৃতিক বৃদ্ধি বোঝাতে ব্যবহৃত হয়।
-
Correct Answer: To increase gradually over time
-
Bangla Meaning: স্বাভাবিক বিকাশ বা বৃদ্ধি হিসাবে আসা; উপচিত হওয়া
-
English Meaning: To increase over a period of time
-
Synonyms: Accumulate (বৃদ্ধি পাওয়া, সঞ্চিত হওয়া, জমা), Flow (প্রবাহ), Grow (বৃদ্ধি), Collect (সংগ্রহ, জমা করা), Enlarge (বৃহৎ করা)
-
Antonyms: Disperse (ছত্রভঙ্গ হওয়া, বিকীর্ণ হওয়া), Diminish (হ্রাস করা), Decrease (কমে যাওয়া, নিঃশেষ হওয়া), Disseminate (ছড়ানো), Scatter (ছিটানো)
-
Other Forms:
-
Accruement (Noun)
-
Accrued (Adjective)
-
-
Other Options:
-
To disappear completely – বিপরীত অর্থ
-
To decrease suddenly – হ্রাস বোঝায়, বিপরীতার্থক
-
To remain unchanged – বৃদ্ধি বা সঞ্চয়ের সঙ্গে সম্পর্ক নেই
-
-
Example Sentences:
-
Interest will accrue if you keep your money in a savings account.
-
The house accrued to the oldest son.
-
0
Updated: 1 month ago