Das Kapital was written by -
A
Karl Marx
B
Gustave Flaubert
C
Herman Melville
D
Rudyard Kipling
উত্তরের বিবরণ
Das Kapital হলো উনবিংশ শতকের প্রখ্যাত অর্থনীতিবিদ ও দার্শনিক Karl Marx-এর অন্যতম প্রধান গ্রন্থ, যা Victorian Period-এর একটি গুরুত্বপূর্ণ রচনা। গ্রন্থটিতে পুঁজিবাদী ব্যবস্থার গঠন, কার্যপ্রণালি, গতিশীলতা এবং আত্মধ্বংসের প্রবণতা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। Marx নিজে বলেন, তিনি আধুনিক সমাজের "অর্থনৈতিক গতির আইন" উন্মোচন করতে চেয়েছিলেন।
-
প্রকাশের বিবরণ:
-
প্রথম খণ্ড: ১৮৬৭
-
দ্বিতীয় খণ্ড: ১৮৮৫, সম্পাদক ফ্রিডরিখ এঙ্গেলস
-
তৃতীয় খণ্ড: ১৮৯৪, সম্পাদক ফ্রিডরিখ এঙ্গেলস
-
-
গ্রন্থটি রাজনৈতিক অর্থনীতির সমালোচনামূলক বিশ্লেষণ।
-
Das Kapital বিশ্ব অর্থনীতি, সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং বিপ্লবী আন্দোলনের উপর গভীর প্রভাব ফেলেছে এবং আজও পুঁজিবাদী অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সমালোচনা হিসেবে গণ্য।
Karl Marx (1818–1883):
-
পুরো নাম: Karl Heinrich Marx
-
একজন প্রখ্যাত জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক, সাংবাদিক এবং বিপ্লবী
-
সমাজতন্ত্র এবং কমিউনিজমের তত্ত্বের ভিত্তি স্থাপন করেছেন
-
বিখ্যাত উপাধি: "The Father of Communism"
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Das Kapital (১৮৬৭) – পুঁজিবাদী ব্যবস্থার বিশ্লেষণ
-
The Communist Manifesto (১৮৪৮) – Marx ও Friedrich Engels-এর যৌথ রচনা, কমিউনিজমের মূল ধারণা উপস্থাপন
-
The German Ideology (১৮৩৫–৩৬) – সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারার সমালোচনা
উৎস:

0
Updated: 15 hours ago
Which one of Lear’s daughters is sent into exile?
Created: 2 weeks ago
A
Goneril
B
Ophelia
C
Regan
D
Cordelia
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
William Shakespeare (1564-1616)
No subjects available.
Cordelia’s Disownment and Exile in King Lear
-
Context: Act 1, Scene 1 – Lear asks his three daughters to declare their love to decide who will receive the largest share of the kingdom.
-
Goneril and Regan: Give flattering, exaggerated speeches.
-
Cordelia: Refuses to flatter and says she loves him as a daughter should.
-
Lear’s Reaction: Misinterpreting her honesty as a lack of affection, he disowns Cordelia and banishes her from the kingdom.
-
Exile: Cordelia leaves for France after marrying the French king.

0
Updated: 2 weeks ago
Choose the synonym of "Elucidate":
Created: 1 week ago
A
Selective
B
Narrow
C
Polite
D
Explain
• Elucidate:
-
English meaning: to explain something or make something clear.
-
Bangla meaning: ব্যাখ্যা করা; বিশ্লেষণ করা।
Options:
ক) Selective: বাছাই করার ক্ষমতাসম্পন্ন; নির্বাচনী; নৈর্বাচনিক।
খ) Narrow: সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।
গ) Polite: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।
ঘ) Explain: ব্যাখ্যা করা; বোধগম্য করা; অর্থ পরিষ্কার করা।
অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Elucidate" হলো Explain।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 week ago
"If Winter comes, can Spring be far behind?" - Who quoted this line?
Created: 15 hours ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
W. Wordsworth
“If Winter comes, can Spring be far behind?” লাইনটি P. B. Shelley-এর Ode to the West Wind কবিতা থেকে নেওয়া। এটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং কবির passionate language ও symbolic imagery ব্যবহারের একটি অনন্য উদাহরণ হিসেবে গণ্য হয়।
-
কবি West Wind-এর কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।
-
কবিতাটি লেখা হয় Cascine wood near Florence, Italy-তে।
-
কারো মতে, কবিতাটি Shelley লিখেছিলেন তার পুত্র William-এর মৃত্যুশোকে।
-
কবি West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং আশাবাদ প্রকাশ করেছেন যেন বৈপ্লবিক ধারণাগুলো সারা বিশ্বে ছড়ায়।
-
কবিতার শেষ লাইন বিখ্যাত: “If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley (Percy Bysshe Shelley):
-
তিনি একজন প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তি।
-
Shelley বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য পরিচিত ছিলেন।
-
তিনি ইংরেজি সাহিত্যে একজন Revolutionary poet হিসেবে বিবেচিত।
-
তাঁর লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য একটি গৌরবময় স্বর্ণযুগ সৃষ্টি করা।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Our sweetest songs are those that tell of saddest thought” (Ode To A Skylark)
-
“If Winter comes, can Spring be far behind?” (Ode to the West Wind)
-
“The more we study, the more we discover our ignorance” (Queen Mab)
প্রসিদ্ধ কাব্যকর্মসমূহ:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
ড্রামা:
-
Prometheus Unbound
-
The Cenci
উৎস:

0
Updated: 15 hours ago