‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?
A
ঠ
B
ম
C
ন
D
র
উত্তরের বিবরণ
প্রশ্ন: ‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর কী হবে?
সমাধাণ:
ক খ গ ঘ ঙ ⇒ ঙ হচ্ছে ক বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
চ ছ জ ঝ ঞ ⇒ ঞ হচ্ছে চ বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ণ হচ্ছে ট বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ত থ দ ধ ন ⇒ ন হচ্ছে ত বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর হবে 'ন'।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 months ago
A
L10
B
L15
C
K15
D
K8
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে,
A এর পর দ্বিতীয় বর্ণ = C; C এর পর দ্বিতীয় বর্ণ = E
সংখ্যাগুলো, 2 + 4 = 6
দ্বিতীয় সারিতে,
G এর পর দ্বিতীয় বর্ণ = I; I এর পর দ্বিতীয় বর্ণ = K
সংখ্যাগুলো, 3 + 5 = 8
তৃতীয় সারিতে,
M এর পর দ্বিতীয় বর্ণ = O; O এর পর দ্বিতীয় বর্ণ = Q
সংখ্যাগুলো, 5 + 9 = 14
0
Updated: 2 months ago
প্রাণদ : জল : : মহীজ : ?
Created: 2 months ago
A
সম্বর
B
গ্রহ
C
নিঃসর্গ
D
অশ্ব
প্রশ্ন: প্রাণদ : জল : : মহীজ : ?
সমাধান:
প্রাণদ মানে প্রাণদানকারী; জলের অপর নাম জীবন।
অর্থ্যাৎ, জল একটি প্রাণদ উপাদান।
অন্যদিকে,
জ্যোতিষশাস্ত্রে বর্ণিত নবগ্রহের একটি গ্রহ মঙ্গল যার অপর নাম - কুজ, ভৌম, বক্র, ত্রুর, মহীজ প্রভৃতি।
অর্থ্যাৎ মহীজ/মহিসুত মানে মঙ্গলগ্রহ।
"মঙ্গল" হলেন পৃথিবী/ভূমি দেবীর পুত্র। তার দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান ও তার রয়েছে চতুর্বাহু ৷ তার সম্মানার্থে সপ্তাহের একটি দিন মঙ্গলবার হয়। তার গায়ের রং লাল এবং বাহন মেষ।
অর্থ্যাৎ 'মহীজ' শব্দটির সাথে এখানে যুক্তিসঙ্গত উত্তর - গ্রহ।
কেননা, মহীজ (মঙ্গল) নবগ্রহের একটি অংশ।
উল্লেখ্য, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু - এই নয়টি গ্রহকে একত্রে নবগ্রহ বলা হয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক ও বানান অভিধান এবং বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-
Created: 2 months ago
A
খুবই হতাশাবোধ করবেন
B
বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
C
সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
D
ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
প্রশ্ন: ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব কমে যাচ্ছে। এ অবস্থায় আপনি কী করবেন?
সমাধান:
এমন পরিস্থিতিতে সবচেয়ে ভালো উপায় হলো সংসারের প্রতি গভীর মনোযোগ দেওয়া। কারণ পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ ও আন্তরিকতা সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে এবং পারস্পরিক সম্মান ফিরিয়ে আনে।
অন্যদিকে, হতাশা প্রকাশ করা, রাগ দেখানো বা বন্ধুদের কাছে অভিযোগ করার মাধ্যমে আসল সমস্যার সমাধান হয় না। বরং তা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিতে পারে। তাই ইতিবাচক মনোভাব নিয়ে পরিবারের প্রতি মনোযোগী হওয়াই সঠিক সিদ্ধান্ত।
উৎস: পারিবারিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক নীতিমালা ও নৈতিক শিক্ষা।
0
Updated: 2 months ago