লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?
A
30 পাউন্ড
B
25 পাউন্ড
C
40 পাউন্ড
D
35 পাউন্ড
উত্তরের বিবরণ
প্রশ্ন: লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

সমাধান:
লিভারের বাম পার্শ্বে 20lb এর জন্য দূরত্ব d হলে, লিভারের ডান পার্শ্বেও ? lb এর জন্য দূরত্ব d হবে।
সুতরাং, লিভারের বাম পার্শ্বে 30lb এর জন্য দূরত্ব d/2
প্রশ্নানুসারে,
20d + 30 × d/2 = yd
⇒ 20d + 15d = yd
⇒ 35d = yd
∴ y = 35
0
Updated: 1 month ago
যদি MFNPO অর্থ 'Lemon' হয়, তবে NBOHP অর্থ কী?
Created: 1 month ago
A
Mango
B
Table
C
Light
D
Shirt
প্রশ্ন: যদি MFNPO অর্থ 'Lemon' হয়, তবে NBOHP অর্থ কী?
সমাধান:
MFNPO অর্থ 'Lemon'
এখানে, প্রতিটি বর্ণ তার পূর্বের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
একইভাবে,
সুতরাং, 'NBOHP' এর অর্থ 'Mango'
0
Updated: 1 month ago

Created: 1 month ago
A

B

C

D

প্রশ্ন:

সমাধান:
1
1 + 2 = 3
3 + 2 = 5
5 + 2 = 7
A এর ১ বর্ণ পর C
C এর ১ বর্ণ পর E
E এর ১ বর্ণ পর G
∴ সঠিক উত্তর 7/G.
0
Updated: 1 month ago
এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
Created: 1 month ago
A
৮ মাইল
B
১৫ মাইল
C
১২ মাইল
D
উপরের কোনটিই নয়
প্রশ্ন: এক ব্যক্তি ৫ মাইল পশ্চিমে, ২ মাইল দক্ষিণে, এর পর আবার ৫ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
সমাধান:

এক ব্যক্তি ঘ হতে ৫ মাইল মাইল পশ্চিমে চ তে গেল এবং চ হতে ২ মাইল দক্ষিণে খ তে গেল।
আবার খ হতে ৫ মাইল পশ্চিমে ক তে গেল।
কঘ কে যদি অতিভুজ বিবেচনা করি তাহলে লম্ব = কগ এবং ভূমি = গঘ
কগ = কখ + খগ = (৫ + ৫) মাইল = ১০ মাইল
চখ = গঘ = ২ মাইল
সুতরাং যাত্রাস্থান হতে তার সরাসরি দূরত্ব
= ক হতে ঘ এর দূরত্ব
= কঘ
কঘ২ = কগ২ + গঘ২
= ১০২ + ২২
= ১০০ + ৪
= ১০৪
কঘ = √১০৪ = ২√২৬
∴ অপশনগুলোতে সঠিক উত্তর - ঘ) উপরের কোনটিই নয়।
0
Updated: 1 month ago