Wuthering Heights was written during -
A
Romantic period
B
Victorian period
C
Modern period
D
Postmodern period
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) Victorian period
Wuthering Heights হলো Emily Bronte-এর লেখা একটি Gothic Novel, যা ১৮৪৭ সালে তার ছদ্মনাম Ellis Bell-এর মাধ্যমে প্রকাশিত হয়। উপন্যাসটি সেই সময়ের অন্যান্য সাহিত্যকর্ম থেকে আলাদা, কারণ এতে dramatic ও poetic presentation, authorial intrusion-এর অভাব, এবং অসাধারণ কাঠামো লক্ষ্য করা যায়।
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম ছেলে, যিনি অন্যের আশ্রয়ে বড় হন এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সঙ্গে প্রেমে পড়ে।
-
Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff নিরুদ্দেশ হয়ে যায়, পরে ফিরে এসে অঢেল অর্থবিত্তের মালিক হয়ে প্রাক্তন প্রেমিকা ও তার পরিবারকে প্রভাবিত করতে চেষ্টা করেন।
-
উপন্যাসের কাহিনী এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে বিস্তৃত হয়, যেখানে পরিবারের শিশুদেরও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (কেন্দ্রীয় চরিত্র)
-
Lockwood
Emily Bronte:
-
ভিক্টোরিয়ান যুগের একজন স্বনামধন্য সাহিত্যিক, Charlotte Bronte-এর ছোট বোন।
-
Wuthering Heights উপন্যাসের মাধ্যমে তার সাহিত্যিক পরিচিতি প্রতিষ্ঠিত হয়।
-
মাত্র ৩০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
উৎস:

0
Updated: 15 hours ago
The feminine form of Masseur is -
Created: 2 weeks ago
A
Masseus
B
Massese
C
Masseuse
D
None of these
Masseur (masculine)
-
English meaning: A person whose job is giving people massages.
-
Bangla meaning: অঙ্গমর্দক; যে পুরুষ অঙ্গমর্দন করিয়া দেয়।
-
Feminine form: Masseuse
Examples:
-
The chef and masseur will keep you well-fed and relaxed.
-
As a professional masseur, he specializes in sports massage for athletes recovering from injuries.
Note: উল্লিখিত অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: Cambridge & Accessible Dictionary

0
Updated: 2 weeks ago
'Paradise Lost' attempted to
Created: 1 month ago
A
Justify ways of man to God
B
Justify the ways of God to men
C
Show Satan and God have equal power
D
Explain why good and evil are necessary
John Milton – Paradise Lost
-
সঠিক উত্তর: খ) Justify the ways of God to men
-
Milton প্রথম বইতেই স্পষ্টভাবে ঘোষণা করেছেন:
"That, to the height of this great argument
I may assert eternal providence,
And justify the ways of God to men"
Paradise Lost:
-
রচয়িতা: John Milton
-
প্রকাশ: ১৬৬৭ সালে, মোট বারো খণ্ডে
-
ধরণ: Epic poem, Blank verse
-
মূল বিষয়: আদি মানব Adam ও Eve-এর স্বর্গ থেকে মর্ত্যে পতন, শয়তানের বিদ্রোহ, এবং ঈশ্বরের ন্যায় প্রতিষ্ঠা
-
থিম: ঈশ্বরের পথ মানুষদের কাছে ন্যায্য প্রমাণ করা
কাহিনী সংক্ষেপ:
-
শয়তান স্বর্গ থেকে বহিষ্কারিত হয়
-
সে প্রতিশোধ নিতে মানুষকে খোদাদ্রোহে প্ররোচিত করে
-
ইডেন বাগানে এসে ইভকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করে
-
Adam ও Eve ফল ভক্ষণ করে অপরাধ বুঝে স্বর্গ থেকে বহিষ্কার হন
John Milton (1608–1674):
-
জন্ম: লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: English poet, pamphleteer, historian
-
বিশেষত্ব: Epic poet, master of blank verse
-
উল্লেখযোগ্য রচনা:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-

0
Updated: 1 month ago
Who wrote the poem 'London'?
Created: 18 hours ago
A
W.B. Yeats
B
P.B. Shelley
C
William Wordsworth
D
William Blake
London কবিতাটি William Blake-এর রচিত একটি গুরুত্বপূর্ণ Poem, যা সম্ভবত 1789 থেকে 1792 সালের মধ্যে রচিত হয়েছে এবং তাঁর কবিতা সংকলন 'Songs of Experience'-এ অন্তর্ভুক্ত হয়েছে। কবিতার মাধ্যমে Blake লন্ডন শহরের একটি কল্পিত চিত্র ফুটিয়ে তুলেছেন, যেখানে তিনি শহরের রাস্তায় হেঁটে চলেছেন এবং পাঠকদের সামনে লন্ডনকে একটি নিপীড়িত ও দরিদ্র শহর হিসাবে উপস্থাপন করেছেন। এটি আংশিকভাবে শিল্প বিপ্লবের বিরোধী প্রতিক্রিয়া এবং সমাজ গঠনে মানবজাতির ব্যর্থতার তীব্র সমালোচনা তুলে ধরে।
-
লেখক: William Blake, একজন ইংরেজি কবি এবং চিত্রশিল্পী।
-
জন্ম এবং মৃত্যু লন্ডনে।
-
Romantic যুগের কবিদের মধ্যে Blake ছিলেন কবিও, চিত্রশিল্পীও।
প্রধান কাজসমূহ (Poetry):
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Schoolboy
-
The French Revolution
-
A Vision of the Last Judgment
-
Auguries of Innocence
-
Jerusalem: The Emanation of the Giant Albion
-
London
-
Milton
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
The Tyger
-
Vala or The Four Zoas
-
Visions of the Daughters of Albion
উল্লেখ্য, William Wordsworth এবং William Blake উভয়েরই 'London' নামে কবিতা রয়েছে। তবে Wordsworth-এর কবিতা প্রকাশিত হয়েছে 1802 সালে এবং তার নাম London 1802, যেখানে দুটো কবিতার বিষয়বস্তু প্রায় একই।
Source:

0
Updated: 18 hours ago