নিচের কোনটি multi-tasking operating system নয়?
A
Windows
B
Linux
C
Windows NT
D
DOS
উত্তরের বিবরণ
DOS একটি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, যা মূলত একবারে এক জন ব্যবহারকারীর জন্য ডিজাইন করা হয়েছে। এটি সাধারণত একাধিক প্রোগ্রাম একসাথে চালাতে পারে না এবং বর্ণভিত্তিক ইন্টারফেস ব্যবহার করে।
এছাড়া, অপারেটিং সিস্টেমের ধরন অনুযায়ী ব্যবহারকারী সংখ্যা এবং কার্যক্ষমতা অনুযায়ী সিস্টেমগুলোকে ভাগ করা যায়।
-
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
-
একই সময়ে অপারেটিং সিস্টেমে শুধুমাত্র একজন ব্যবহারকারী থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়। একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
-
উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।
-
-
মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
-
একাধিক ব্যবহারকারী একই সময়ে কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারলে সেই সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলা হয়।
-
উদাহরণ: Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।
-
Windows NT-তে NT এর পূর্ণরূপ হলো New Technology।
-
-
DOS (Disk Operating System):
-
DOS-এর পূর্ণরূপ হলো Disk Operating System। এটি প্রথম উদ্ভাবন করেন মাইক্রোসফট কর্পোরেশন, ১৯৮১ সালে IBM কম্পিউটারের জন্য।
-
এটি IBM এবং IBM উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
-
DOS কে PC-DOS বা MS-DOS হিসাবেও বলা হয়।
-
DOS একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম এবং এটি single-user; একবারে একাধিক প্রোগ্রাম চালাতে পারে না।
-
0
Updated: 1 month ago
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
Created: 2 months ago
A
WAN
B
Satellite Communication
C
MAN
D
TV রিমোর্ট কন্ট্রোলে
ইনফ্রারেড ডিভাইস ও তার ব্যবহার
-
টেলিভিশনের রিমোট কন্ট্রোলে সাধারণত ইনফ্রারেড (Infrared, IR) প্রযুক্তি ব্যবহার করা হয়।
-
ইনফ্রারেড হলো একটি ধরনের তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি প্রায় 300 GHz থেকে 400 THz পর্যন্ত হতে পারে।
-
এটি সাধারণত কাছাকাছি থাকা দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
-
এই প্রযুক্তিতে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার ও একটি রিসিভার, যা তথ্য প্রেরণ ও গ্রহণ করে।
-
ইনফ্রারেডের ব্যবহার লক্ষ্য করা যায়:
-
টেলিভিশন ও ভিসিআর রিমোট কন্ট্রোলে
-
কী-বোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি ওয়্যারলেস ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান
-
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
নিচের কোন প্রােগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?
Created: 1 month ago
A
Interpreter
B
Emulator
C
Compiler
D
Simulator
অনুবাদক প্রোগ্রাম
-
যে প্রোগ্রাম অ্যাসেম্বলি বা উচ্চতর ভাষায় লেখা সোর্স প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তরিত করে, তাকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়।
-
সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার সফটওয়্যারকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম।
-
অনুবাদক প্রোগ্রামের তিনটি ধরন আছে—
১. কম্পাইলার (Compiler)
২. অ্যাসেম্বলার (Assembler)
৩. ইন্টারপ্রেটার (Interpreter)
কম্পাইলার (Compiler)
-
কম্পাইলার সোর্স প্রোগ্রামকে একবারে পুরোপুরি মেশিন ভাষায় রূপান্তর করে।
-
এতে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি হয় এবং সাধারণত একটি এক্সিকিউটেবল ফাইল (.exe) পাওয়া যায়।
অ্যাসেম্বলার (Assembler)
-
অ্যাসেম্বলার কেবল অ্যাসেম্বলি ভাষায় লেখা সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে।
-
এটি ব্যবহারকারীকে জানায়, সোর্স প্রোগ্রামের নির্দেশনাগুলো সঠিক আছে কি না।
ইন্টারপ্রেটার (Interpreter)
-
ইন্টারপ্রেটারও উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করে, তবে এটি কম্পাইলারের মতো একসাথে পুরো প্রোগ্রাম রূপান্তর করে না।
-
বরং এটি লাইন বাই লাইন অনুবাদ ও সম্পাদন করে এবং সঙ্গে সঙ্গে ফলাফল দেখায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
GPU-এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
Graph Processing Unit
B
Graphic Processing Unit
C
Graphics Processing Unit
D
Geographical Processing Unit
GPU বা Graphics Processing Unit হলো একটি বিশেষ ধরনের প্রসেসর যা গ্রাফিক্স এবং ভিডিও সংক্রান্ত কাজের জন্য ডিজাইন করা। এটি মূলত গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও প্রোসেসিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে ভিডিও গেমস খেলার ক্ষেত্রে GPU এর ব্যবহার অত্যন্ত সাধারণ।
-
পূর্ণরূপ: GPU = Graphics Processing Unit
-
মূল কাজ: গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও পরিচালনা করা
-
ব্যবহার: ভিডিও গেমস খেলা এবং অন্যান্য গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন
0
Updated: 3 weeks ago