Vanity Fair is a/an -
A
novel
B
play
C
poem
D
short story
উত্তরের বিবরণ
Vanity Fair হলো William Makepeace Thackeray রচিত একটি উপন্যাস, যা Victorian Period-এর সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সালের মধ্যে monthly installments আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৪৮ সালে বই আকারে প্রকাশিত হয়। Thackeray-এর পূর্বের সমস্ত সাহিত্য কাজ ছদ্মনাম বা unsigned প্রকাশিত হলেও, Vanity Fair তার নিজ নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Becky Sharp, একজন কিশোরী মেয়ে।
William Makepeace Thackeray:
-
একজন Indian-born British novelist এবং Victorian Period-এর উল্লেখযোগ্য ঔপন্যাসিক।
-
তিনি The Cornhill Magazine-এর প্রতিষ্ঠাতা।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians
উৎস:

0
Updated: 15 hours ago
“The jury delivered its verdict after hours of discussion.” Here the "jury" is a/an
Created: 1 week ago
A
Collective noun
B
Common noun
C
Proper noun
D
Countable noun
সঠিক উত্তর: ক) Collective noun
Collective Noun:
-
যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাকে collective noun বলা হয়।
উদাহরণসমূহ:
-
flock – ঝাঁক
-
band – দল
-
cavalry – অশ্বারোহী সৈন্যদল
-
herd – পাল
-
jury – বিচারসভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ
-
crowd – জনতা
-
gang – দল
-
team – দল
-
party – দল
-
infantry – পদাতিক সৈন্যদল
-
fleet – রণতরীর বহর
-
navy – নৌসেনাদল
-
audience – শ্রোতৃবর্গ
-
committee – সভাসদবর্গ
-
group – দল
অন্যান্য বিকল্প:
1. Common Noun:
-
যে সব noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বোঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝানো হয়।
-
উদাহরণ: village, city, sheep, children, infant, river, book, boy, girl ইত্যাদি।
2. Proper Noun:
-
যে noun দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান বা পদবী বোঝানো হয়।
-
উদাহরণ: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
3. Countable Noun:
-
যে noun গুলোকে সংখ্যায় গণনা করা যায়।
-
উদাহরণ: pen, book, table, newspaper ইত্যাদি।
উৎস: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 week ago
Who wrote the poem Ode to the West Wind?
Created: 1 week ago
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
No subjects available.
Ode to the West Wind
-
প্রকাশ: 1820
-
কবি P. B. Shelley এর passionate language ও symbolic imagery-এর উদাহরণ
-
কবিতায় West Wind-এর কাছে সাহায্য আহবান করা হয়েছে
-
লেখা হয়েছে: Cascine wood, Florence, Italy
-
সম্ভবত Shelley তার পুত্র William-এর মৃত্যুশোকে লিখেছেন
-
West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতা সমাদর ও বৈপ্লবিক চিন্তার বিস্তার প্রতিফলিত
-
বিখ্যাত লাইন: “If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley
-
English Romantic poet
-
ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য লেখা কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কবিতার মধ্যে গণ্য
Best Works:
-
Poems: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci

0
Updated: 1 week ago
Which of these plays is based on Roman history?
Created: 1 month ago
A
King Lear
B
Henry IV
C
Julius Caesar
D
Macbeth
Julius Caesar হলো William Shakespeare-এর লেখা একটি ট্র্যাজেডি এবং Historical Play, যা প্রাচীন রোমান ইতিহাসের উপর ভিত্তি করে রচিত। নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ে আবর্তিত।
Julius Caesar (নাটক)
-
লেখা হয়েছে: 1599–1600
-
প্রকাশিত: 1623 সালে Shakespeare-এর First Folio-তে
-
কেন্দ্রীয় ঘটনা: Julius Caesar-এর ক্ষমতার অতিরিক্ত বৃদ্ধি ঠেকাতে Brutus ও অন্যান্য ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে।
-
মূল চরিত্র: Julius Caesar, Brutus, Mark Antony, Cassius
-
নাটকের থিম: ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র, নৈতিক দ্বন্দ্ব
মূল ঘটনার সারসংক্ষেপ:
-
Caesar রোমের একজন শক্তিশালী রাজনীতিবিদ ও সেনা নেতা।
-
Brutus, Caesar-এর ঘনিষ্ঠ বন্ধু, ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রভাবিত হয়ে হত্যার অংশ নেন।
-
March-এর Ides-এ Caesar হত্যা করা হয়।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে বিতাড়িত করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ চালায়।
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
পেশা: English poet, dramatist, actor
-
উপাধি: Bard of Avon, English national poet
-
মোট লেখা: 37 plays, 154 sonnets
উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis

0
Updated: 1 month ago