The Vision of Judgement is written by -
A
Lord Byron
B
Samuel Taylor Coleridge
C
Percy Bysshe Shelley
D
William Wordsworth
উত্তরের বিবরণ
The Vision of Judgement হলো Lord Byron-এর রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যা মূলত Poet Laureate Robert Southey-এর A Vision of Judgement-এর জবাবে লেখা। কবিতায় irony, hyperbole, এবং sarcasm ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র ও সমাজব্যবস্থার ব্যঙ্গ করা হয়েছে।
-
লেখক: Lord Byron (George Gordon Byron), একজন British Romantic Poet এবং Satirist।
প্রসিদ্ধ কাব্যকর্মসমূহ:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
উল্লেখযোগ্য কবিতা:
-
She walks in Beauty
-
The Vision of Judgement
উৎস:

0
Updated: 15 hours ago
"A man of letters" refers to:
Created: 3 weeks ago
A
A postman
B
A secret agent
C
A scholar or writer
D
A person who loves alphabets
Idiom: A man of letters
-
English Meaning: A male scholar or author; a man, usually a writer, who knows a lot about literature.
-
Bangla Meaning: পণ্ডিত / বিদ্বান / লেখক
Other Options:
-
ক) A postman – চিঠি বিতরণকারী, সাহিত্য বা শিক্ষার সঙ্গে সম্পর্ক নেই
-
খ) A secret agent – কোনো সম্পর্ক নেই
-
ঘ) A person who loves alphabets – বিভ্রান্তিকর, আসল অর্থ নয়
Example Sentence:
-
Dr. Shahidullah was a man of letters.
-
ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত / বিদ্বান ব্যক্তি ছিলেন।
-
Correct Answer: A scholar or writer
Source: Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago
P.B. Shelley's 'Adonais' is an elegy on the death of-
Created: 1 month ago
A
John Milton
B
S.T. Coleridge
C
John Keats
D
Lord Byron
Adonais
-
Adonais হলো বিখ্যাত ইংরেজি কবি P. B. Shelley-এর লেখা একটি কবিতা।
-
এটি একটি pastoral elegy বা গ্রামীণ পরিবেশভিত্তিক শোকগাথা, যেখানে কারও মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করা হয়।
-
এই কবিতাটি তিনি লিখেছিলেন তার প্রিয় বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য।
-
Adonais নামটি এসেছে গ্রীক পুরাণ থেকে; সেখানে তিনি ছিলেন এক তরুণ বীর।
-
কবিতাটিতে দেখা যায়, Keats-এর মৃত্যুতে শুধু মানুষ নয়, প্রকৃতি ও দেবতাদেরকেও শোক প্রকাশে আহ্বান করা হয়েছে।
-
এই কবিতাটি অনেক সময় John Milton এর বিখ্যাত elegy "Lycidas"-এর সাথে তুলনা করা হয়।
P. B. Shelley
-
Percy Bysshe Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক যুগের কবি।
-
তিনি ভালোবাসা ও সমাজের ন্যায়বিচার নিয়ে কবিতা লিখতেন।
-
তার স্ত্রীর নাম ছিল Mary Shelley, যিনি “Frankenstein” উপন্যাসের লেখিকা।
Shelley-এর কিছু বিখ্যাত রচনা
-
Adonais (শোকগাথা কবিতা)
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (নাটক)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (নাটক)
-
The Cloud
-
The Masque of Anarchy
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago
Who is credited with writing A Dictionary of the English Language published in 1755?
Created: 1 month ago
A
John Milton
B
Samuel Johnson
C
Benjamin Franklin
D
Thomas Jefferson
• ১৭৫৫ সালে প্রকাশিত A Dictionary of the English Language রচনার কৃতিত্ব দেওয়া হয় Samuel Johnson-কে (উত্তর: খ)। তিনি আট বছরের কঠোর পরিশ্রমে এই অভিধানটি রচনা করেন, যা ইংরেজি ভাষার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এটি প্রথম উল্লেখযোগ্য ইংরেজি অভিধান, যেখানে প্রায় ৪৩,০০০ শব্দের সংজ্ঞা, উদাহরণ এবং বানান ব্যাখ্যা ছিল। অন্য অপশনগুলো বিবেচনা করলে, John Milton ছিলেন একজন খ্যাতিমান কবি, যিনি Paradise Lost রচনা করেছেন। Benjamin Franklin ছিলেন একজন মার্কিন রাজনীতিবিদ ও বিজ্ঞানী, কিন্তু তিনি অভিধান লেখেননি। Thomas Jefferson ছিলেন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি, যিনি স্বাধীনতা ঘোষণাপত্র লিখতে ভূমিকা রেখেছিলেন, কিন্তু অভিধান লেখার সঙ্গে যুক্ত ছিলেন না। সুতরাং সঠিক উত্তর হলো: Samuel Johnson (খ)।
• বিস্তারিত আলোচনা:
• The first English dictionary 'A Dictionary of the English Language' was completed by Dr Samuel Johnson.
- Dr. Samuel Johnson হচ্ছেন The Age of Sensibility এর অত্যন্ত সুপরিচিত সাহিত্যিক।
- সুতরাং, The first English dictionary was completed by Dr Samuel Johnson in the Age of Sensibility.
• The Age of Sensibility - কে The Age of Johnson বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- তিনি William Shakespeare এর একজন বিখ্যাত সমালোচক হিসাবে পরিচিত।
- তাকে Father of English Dictionary বলা হয়।
• Dr. Samuel Johnson's major works:
- Dictionary,
- The History of Rasselas, Prince of Abyssinia,
- Preface to Shakespeare.

0
Updated: 1 month ago