নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?
A
Priority Scheduling
B
Shortest Job First
C
Youngest Job First
D
Round-robin
উত্তরের বিবরণ
Round-robin scheduling পলিসি Starvation থেকে মুক্ত থাকে কারণ এটি প্রতিটি প্রক্রিয়াকে সমান সময় বরাদ্দ করে এবং কোনো প্রক্রিয়াকে অবহেলা করে না। অন্যদিকে, Priority Scheduling এবং Shortest Job First (SJF) পলিসিতে,
উচ্চ priority বা ছোট কাজগুলো আগে সম্পন্ন হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করা প্রক্রিয়াগুলি Starvation এর শিকার হতে পারে। এছাড়া, Youngest Job First (YJF) পলিসিতে কাজের শুরু সময়ের ভিত্তিতে প্রক্রিয়াগুলিকে প্রাধান্য দেওয়ায়ও Starvation ঘটতে পারে।
• Round Robin Scheduling Policy:
-
Round Robin scheduling হলো একটি পলিসি যা অনেকগুলো সংযোগের সমন্বয়ে গঠিত এবং তথ্যকে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে সমানভাবে বিতরণ করে।
-
উদাহরণ: একটি কোম্পানির মাল্টিপল সার্ভার আছে। যখন কোনো ইউজার প্রথম সার্ভার থেকে তথ্য পেতে চেষ্টা করে, তখন তাকে সার্ভার ১ এ রেফার করা হয়।
-
এরপর যখন দ্বিতীয় ইউজার তথ্য সংগ্রহ করে, তাকে সার্ভার ২ থেকে তথ্য সরবরাহ করা হয়।
0
Updated: 1 month ago
TV Remote এর Carrier Frequency-র Range কত?
Created: 1 month ago
A
< 100 MHZ
B
< 1 GHZ
C
< 2 GHZ
D
Infra-red range-এর
ইনফ্রারেড (Infrared)
-
ইনফ্রারেড হলো এক ধরনের তড়িৎচৌম্বক তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি সাধারণত ৩০০ GHz থেকে ৪০০ THz এর মধ্যে থাকে।
-
খুব কাছাকাছি অবস্থান করা ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়।
-
এই যোগাযোগে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার (সংকেত প্রেরক) ও একটি রিসিভার (সংকেত গ্রহণকারী)।
-
টেলিভিশন বা ভিসিআর-এর রিমোট কন্ট্রোল, এবং কী-বোর্ড, মাউস, প্রিন্টারসহ বিভিন্ন ডিভাইসের ওয়্যারলেস যোগাযোগে ইনফ্রারেডের ব্যবহার দেখা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
MICR-এর পূর্ণরূপ কি?
Created: 2 months ago
A
Magnetic Ink Character Reader
B
Magnetic Ink Code Reader
C
Magnetic Ink Case Reader
D
কোনোটিই নয়
MICR
-
MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition।
-
এটি এমন একটি প্রযুক্তি যা মূলত ব্যাংক লেনদেনকে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে ব্যবহৃত হয়।
-
MICR প্রযুক্তির মাধ্যমে চেকের আসল-নকল যাচাই করা যায়।
-
এ ধরনের চেকে বিশেষ ধরনের চুম্বকীয় কালি ব্যবহার করা হয়।
-
যখন এই চেক স্ক্যান করা হয়, তখন এর চুম্বকীয় সংখ্যাগুলো কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যার দ্বারা পড়া হয় এবং প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়।
মনে রাখার বিষয় হলো, নির্ভরযোগ্য সূত্রগুলোতে (যেমন একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, মাহবুবুর রহমান) MICR-এর পূর্ণরূপ হিসেবে সবসময় Magnetic Ink Character Recognition দেওয়া আছে। তবে যদি কোনো বহুনির্বাচনী প্রশ্নে অপশন হিসেবে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে Magnetic Ink Character Reader।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)
0
Updated: 2 months ago
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
Created: 1 month ago
A
$
B
#
C
&
D
@
ইমেইল (ইলেকট্রনিক মেইল)
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন প্রথমবারের মতো ইলেকট্রনিক মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য ইমেইল সিস্টেম চালু করেন।
-
ইমেইল হলো একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে একজন ব্যক্তি ডিজিটাল বার্তা বা মেসেজ অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারে।
ইমেইলের মূল বৈশিষ্ট্য:
-
প্রতিটি ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
-
ইমেইল ঠিকানা দুটি অংশে বিভক্ত: ইউজার আইডি এবং ডোমেইন নেম।
-
উদাহরণ:
abc@def.com-
abc→ ইউজার আইডি -
def.com→ ডোমেইন নেম
-
-
ইমেইল প্রোটোকল:
-
ইমেইল সার্ভারগুলি সাধারণত POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করে বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য।
ইমেইলে ব্যবহৃত সংক্ষেপণ:
-
CC → Carbon Copy (যাকে অনুলিপি পাঠানো হয়)
-
BCC → Blind Carbon Copy (যাকে গোপনভাবে অনুলিপি পাঠানো হয়)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 1 month ago