নিচের কোনটি Open Source DBMS?
A
MySQL
B
Microsoft SQL Server
C
Microsoft Access
D
Oracle
উত্তরের বিবরণ
MySQL একটি জনপ্রিয় ওপেন সোর্স ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা Oracle Corporation দ্বারা ডেভেলপ, ডিস্ট্রিবিউট ও সাপোর্ট করা হয়। এটি ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার সুবিধা প্রদান করে।
-
DBMS (Database Management System) হলো একটি সফটওয়্যার সিস্টেম যা পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
-
DBMS ব্যবহার করে ডেটা সংরক্ষণ, নিরাপত্তা প্রদান এবং আধুনিকায়ন করা সম্ভব।
-
এটি ব্যবহারকারী ও ডাটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং ডেটার কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করে।
জনপ্রিয় ওপেন সোর্স DBMS-এর মধ্যে কয়েকটি হলো:
-
Altibase
-
MySQL
-
PostgreSQL
-
MariaDB
-
MongoDB
-
Cassandra
-
SQLite
-
Cubrid
0
Updated: 1 month ago
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
TCP/IP
B
Novel netware
C
Net BEUI
D
Linux
TCP/IP প্রোটোকল
-
TCP/IP হলো ইন্টারনেটে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে প্রচলিত প্রোটোকল।
-
ইন্টারনেটের সব কম্পিউটার ডেটা পাঠানো ও গ্রহণ করার জন্য TCP/IP ব্যবহার করে।
-
TCP/IP ব্যবহার করে বিশ্বের যে কোনো দুটি কম্পিউটার সহজেই সংযুক্ত হতে পারে।
-
একটি কম্পিউটার প্রথমে স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়, এবং পরে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ করতে সক্ষম হয়।
-
প্রতিটি ইন্টারনেট কম্পিউটারের একটি ইউনিক IP ঠিকানা থাকে এবং প্রায় সব কম্পিউটারের একটি ডোমেইন নামও থাকে, যা DNS (ডোমেইন নেম সিস্টেম) দ্বারা ব্যবহারযোগ্য হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
Created: 1 month ago
A
FTP
B
RPC
C
SNMP
D
SMTP
মেইল যোগাযোগ দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: বাহিরে পাঠানো মেইল এবং গ্রহণকৃত মেইল। বাহিরে পাঠানো মেইলগুলোকে আউটগোয়িং মেইল বলা হয় এবং ব্যবহারকারীর কাছে আসা মেইলগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
আউটগোয়িং মেইল পাঠানোর জন্য সাধারণত SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে, সেগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রটোকল হলো POP3।
-
POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol
0
Updated: 1 month ago
GSM কে কোন প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম বলা হয়?
Created: 1 month ago
A
প্রথম প্রজন্ম
B
দ্বিতীয় প্রজন্ম
C
তৃতীয় প্রজন্ম
D
চতুর্থ প্রজন্ম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য প্রযুক্তি
সেলুলার বা মোবাইল ফোন প্রযুক্তি (Cellular or Mobile Phone Technology)
GSM (Global System for Mobile Communication) হলো দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম (2G) এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল টেলিফোনি স্ট্যান্ডার্ড।
GSM-এর বৈশিষ্ট্য ও সুবিধা
-
রোমিং সুবিধা: মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের রোমিং চুক্তির কারণে বিশ্বের যে কোনো স্থানে GSM ব্যবহার করা যায়।
-
স্বল্পমূল্যের SMS: GSM স্বল্পমূল্যের শর্ট মেসেজ সার্ভিস (SMS) বাস্তবায়নের ক্ষেত্রে পথিকৃত।
-
সেবা: কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং ও ইনকামিং কল নিয়ন্ত্রণ, কল হোল্ডিং, কলার আইডি, কল ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি।
-
নেটওয়ার্ক: সেলুলার নেটওয়ার্ক ভিত্তিক, নির্দিষ্ট এলাকায় মোবাইলগুলো GSM-এর সাথে সংযুক্ত হয়।
-
সর্বোচ্চ দূরত্ব: ৩৫ কিলোমিটার
-
ফ্রিকোয়েন্সি ব্যান্ড: 900 MHz বা 1800 MHz
-
হ্যান্ডসেট ট্রান্সমিশন ক্ষমতা: ১–২ ওয়াট
প্রযুক্তি: GSM ব্যবহার করে TDMA (Time Division Multiple Access) ভিত্তিক মোবাইল ফোন সার্ভিস পরিচালিত হয়।
0
Updated: 1 month ago