লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?
A
30 পাউন্ড
B
25 পাউন্ড
C
40 পাউন্ড
D
35 পাউন্ড
উত্তরের বিবরণ
প্রশ্ন: লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

সমাধান:
লিভারের বাম পার্শ্বে 20lb এর জন্য দূরত্ব d হলে, লিভারের ডান পার্শ্বেও ? lb এর জন্য দূরত্ব d হবে।
সুতরাং, লিভারের বাম পার্শ্বে 30lb এর জন্য দূরত্ব d/2
প্রশ্নানুসারে,
20d + 30 × d/2 = yd
⇒ 20d + 15d = yd
⇒ 35d = yd
∴ y = 35

0
Updated: 15 hours ago
নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger : Hand : : Leaf :
Created: 1 week ago
A
Flower
B
Twig
C
Tree
D
Branch
প্রশ্ন: নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি?
Finger : Hand : : Leaf :
সমাধান:
Finger ⇒ অর্থ আঙ্গুল
Hand ⇒ অর্থ হাত
Leaf ⇒ অর্থ পাতা
Twig ⇒ অর্থ ডাল
- আঙ্গুল থাকে হাতে, পাতা থাকে ডালে।
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary.

0
Updated: 1 week ago
যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
Created: 6 days ago
A
রবিবার
B
সােমবার
C
মঙ্গলবার
D
বুধবার
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
সমাধান:
২য় দিন = সোমবার
(২ + ৭) বা ৯ তম দিন= সোমবার
(৯ + ৭) বা ১৬ তম দিন= সোমবার
১৭ তম দিন = মঙ্গলবার
১৮ তম দিন = বুধবার

0
Updated: 6 days ago
নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
Created: 6 days ago
A
রা ত্র হো অ
B
র বা ধী প নি
C
দ্র তা রি দা
D
সা ব ব অ ধ্যা
প্রশ্ন: নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
সমাধান:
অহোরাত্র (অব্যয়)
দিবারাত্র; সর্বক্ষণ
- এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় - রবীন্দ্রনাথ ঠাকুর
(ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা।
{(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস}
সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 6 days ago