নিচের কোনটি Bluetooth-এর IEEE standard?
A
IEEE 802.15
B
IEEE 802.1
C
IEEE 802.3
D
IEEE 802.11
উত্তরের বিবরণ
ব্লুটুথ (Bluetooth) হলো একটি স্বল্প দূরত্বের বাইরের তার ছাড়া (wireless) ডেটা আদান-প্রদানের প্রযুক্তি, যা আধুনিক প্রায় সব ধরনের ডিভাইসকে একে অপরের সঙ্গে ব্যক্তিগতভাবে সংযুক্ত করতে সক্ষম।
এটি Wireless Personal Area Network (WPAN) প্রটোকলের অংশ এবং প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
-
ব্লুটুথের কার্যকরী পাল্লা সাধারণত ১০ মিটার, তবে ব্যাটারির শক্তি বৃদ্ধি করলে এটি ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
-
ব্লুটুথ ব্যবহার করে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার ইত্যাদিতে ডেটা বিনা খরচে বিনিময় করা যায়।
অন্যান্য ওয়্যারলেস প্রযুক্তির IEEE স্ট্যান্ডার্ড:
-
Wi-Fi: IEEE 802.11
-
WiMAX: IEEE 802.16
0
Updated: 1 month ago
মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
OMR
B
OCR
C
MICR
D
Scanner
ওসিআর (OCR)
-
পূর্ণরূপ: Optical Character Reader বা Optical Character Recognition।
-
OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
-
এটি মুদ্রিত লেখা এবং অনেক ক্ষেত্রে হাতের লেখাও পড়তে সক্ষম।
-
OCR ব্যবহার করে যেকোনো আকারের দাগ, চিহ্ন এবং আলফানিউমেরিক ক্যারেক্টার সরাসরি কম্পিউটারে ইনপুট করা যায়।
অন্যান্য ইনপুট ডিভাইস
১. স্ক্যানার (Scanner)
-
স্ক্যানার হলো একটি আধুনিক ইনপুট ডিভাইস যা ব্যবহার করে ছবি, লেখা বা যেকোনো ধরনের ইমেজ কম্পিউটারে নেওয়া যায়।
-
স্ক্যানারের মাধ্যমে ইনপুট করা ইমেজে পরিবর্তন, পরিবর্ধন, রঙ পরিবর্তন, বা একাধিক ছবি সংযুক্ত করার মতো কাজ করা যায়।
-
তবে এ ধরনের সম্পাদনার জন্য প্রায়শই বিশেষ সফটওয়্যার যেমন অ্যাডোব ফটোশপ ব্যবহৃত হয়।
২. ওএমআর (OMR)
-
পূর্ণরূপ: Optical Mark Reader।
-
OMR হলো একটি আলোক-সংবেদনশীল স্ক্যানার, যা কাগজে পেনসিল বা কলম দিয়ে করা বিশেষ চিহ্ন (যেমন গোল বা বর্গাকার মার্ক) পড়ে।
-
এই চিহ্ন অনুযায়ী তথ্য কম্পিউটারে প্রেরণ করা হয়।
৩. এমআইসিআর (MICR)
-
পূর্ণরূপ: Magnetic Ink Character Recognition।
-
MICR লেখা হয় চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত কালি ব্যবহার করে।
-
এটি ব্যাংক চেক লেনদেনের জন্য নিরাপদ এবং দ্রুত।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি?
Created: 2 months ago
A
Simple Message Transmission Protocol
B
Strategic Mail Transfer Protocol
C
Strategic Mail Transmission Protocol
D
Simple Mail Transfer Protocol
ইমেইল প্রোটোকলসমূহ
ইমেইল সার্ভারে প্রধানত তিনটি প্রোটোকল ব্যবহৃত হয়: POP, IMAP, এবং SMTP।
SMTP:
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত ব্যবহার হয় ইমেইল পাঠানোর জন্য। সাধারণত যে মেইলগুলো অন্যের কাছে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
এই প্রোটোকল আউটগোয়িং মেইল সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে।
-
SMTP সাধারণত পোর্ট 25 এর মাধ্যমে কাজ করে।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 2 months ago
Social Networking Site-এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
Image/video
B
Audio
C
Text
D
উপরের সবগুলো
সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Networking Site)
সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে টেক্সট, ছবি, অডিও, ভিডিওসহ নানা ধরণের কনটেন্ট ব্যবহার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম
-
সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেটের সাহায্যে একে অপরের সঙ্গে তথ্য, মতামত, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্ট শেয়ার করতে পারেন।
-
এটি মানুষকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যুক্ত হতে এবং মতবিনিময় করতে সহায়তা করে।
-
উদাহরণ: Facebook, Twitter (X), Instagram, LinkedIn ইত্যাদি।
-
শুধু ব্যক্তিগত যোগাযোগ নয়, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও পেশাগত ক্ষেত্রেও এর ব্যাপক ব্যবহার রয়েছে।
-
এর মাধ্যমে সম্পর্ক তৈরি হয়, নতুন ধারণা ছড়ায় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সম্ভব হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত প্রধান মাধ্যম
-
টেক্সট (Text): লেখা আকারে মেসেজ, পোস্ট বা মন্তব্য করা হয়।
-
ছবি (Image): ছবি শেয়ার করে ভিজ্যুয়াল যোগাযোগ করা যায়।
-
ভিডিও (Video): ভিডিও পোস্ট বা লাইভ ভিডিওর মাধ্যমে মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করা হয়।
-
অডিও (Audio): ভয়েস মেসেজ, পডকাস্ট বা অডিও ক্লিপ ব্যবহার করা হয়।
-
লিংক (Link): ওয়েবসাইটের লিংক শেয়ার করে তথ্য ছড়ানো যায়।
-
ইমোজি ও জিআইএফ (Emoji & GIF): অনুভূতি বা প্রতিক্রিয়া প্রকাশের মাধ্যম।
উৎস: Kaplan, A. M., & Haenlein, M. (2010). Users of the world, unite! The challenges and opportunities of Social Media. Business Horizons, 53(1), 59-68.
0
Updated: 1 month ago