Keyboard এবং CPU-এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
A
Simplex
B
Duplex
C
Half duplex
D
Triplex
উত্তরের বিবরণ
ডাটা ট্রান্সমিশন মোড হলো উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানোর পদ্ধতি, যেখানে মূলত ডাটা প্রবাহের দিককে বিবেচনা করা হয়। ডাটা ট্রান্সমিশন মোডকে ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
-
সিমপ্লেক্স (Simplex):
-
এটি এমন একটি ডাটা প্রেরণের মোড যেখানে ডাটা শুধুমাত্র একদিকে প্রেরণ করা যায়।
-
গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রকে ডাটা পাঠাতে পারে না।
-
উদাহরণ: রেডিও, টেলিভিশন, কীবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ।
-
-
হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
-
এই মোডে যেকোনো প্রান্ত ডাটা গ্রহণ বা প্রেরণ করতে পারে, কিন্তু এক সময়ে উভয়টি করা সম্ভব নয়।
-
উদাহরণ: ওয়াকিটকি, যেখানে একটি প্রান্ত ডাটা প্রেরণ করলে অন্য প্রান্ত শুধুমাত্র গ্রহণ করতে পারে।
-
-
ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
-
এই মোডে একই সময়ে উভয় দিক থেকে ডাটা প্রেরণ এবং গ্রহণ করা সম্ভব।
-
যে কোনো প্রান্ত প্রেরণ বা গ্রহণের সময় প্রয়োজনমতো উভয় কাজ করতে পারে।
-
উদাহরণ: টেলিফোন, মোবাইল।
-
0
Updated: 1 month ago
কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
Created: 2 months ago
A
বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
B
দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
C
এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
D
কোনোটিই নয়
গেটওয়ে
-
গেটওয়ে ব্যবহার করে একটি নেটওয়ার্ককে অন্য নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়।
-
ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় নেটওয়ার্ক তৈরি করতে গেটওয়ে এবং রাউটার দুটোই ব্যবহার করা হয়।
-
রাউটার সাধারণত একই প্রোটোকলের নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে, কিন্তু গেটওয়ে বিভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কও সংযুক্ত করতে সক্ষম।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
H.323 Protocol সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
File transfer
B
VolP
C
Data Security
D
File download
VoIP এবং H.323 প্রোটোকল
-
VoIP-এর পূর্ণরূপ হলো Voice over Internet Protocol।
-
এটি একটি প্রযুক্তি যার মাধ্যমে ভয়েস বা অডিও সংকেতকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করা হয়।
-
VoIP সাধারণত অডিও এবং ভিডিও কল করার জন্য ব্যবহৃত হয়।
-
VoIP ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন কল করা যায়।
-
VoIP-কে কখনও কখনও IP telephonyও বলা হয়, কারণ এটি ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস যোগাযোগ পরিচালনা করে।
-
H.323 প্রোটোকল সাধারণত VoIP যোগাযোগে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে, VoIP হলো একটি যোগাযোগ প্রযুক্তি যা ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে ভয়েস ট্রাফিক বহন করে।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
TV Remote এর Carrier Frequency-র Range কত?
Created: 1 month ago
A
< 100 MHZ
B
< 1 GHZ
C
< 2 GHZ
D
Infra-red range-এর
ইনফ্রারেড (Infrared)
-
ইনফ্রারেড হলো এক ধরনের তড়িৎচৌম্বক তরঙ্গ, যার ফ্রিকোয়েন্সি সাধারণত ৩০০ GHz থেকে ৪০০ THz এর মধ্যে থাকে।
-
খুব কাছাকাছি অবস্থান করা ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়।
-
এই যোগাযোগে দুই প্রান্তে থাকে একটি ট্রান্সমিটার (সংকেত প্রেরক) ও একটি রিসিভার (সংকেত গ্রহণকারী)।
-
টেলিভিশন বা ভিসিআর-এর রিমোট কন্ট্রোল, এবং কী-বোর্ড, মাউস, প্রিন্টারসহ বিভিন্ন ডিভাইসের ওয়্যারলেস যোগাযোগে ইনফ্রারেডের ব্যবহার দেখা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago