"Barabas" and "Abigail" are characters in which famous play?
A
The Jew of Malta
B
Doctor Faustus
C
The Duchess of Malfi
D
Volpone
উত্তরের বিবরণ
উত্তর হবে The Jew of Malta, যেখানে চরিত্র Barabas এবং Abigail দেখা যায়।
The Jew of Malta
-
এটি ৫ অঙ্কের একটি Tragedy, যা Blank Verse-এ রচিত Revenge Tragedy।
-
প্রথম প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
-
ধারণা করা হয়, Shakespeare এ নাটকটি পড়ে তাঁর The Merchant of Venice রচনা করেছেন।
সারসংক্ষেপ
-
নাটকটি মূলত ইহুদি ধনাধ্যায়ী Barabas-এর প্রতিশোধের কাহিনি।
-
মাল্টার খ্রিস্টান গভর্নর তুর্কিদের দাবিকৃত শুল্ক আদায়ের জন্য মাল্টার ইহুদি ব্যক্তিদের সম্পত্তির অর্ধেক জব্দ করেন।
-
Barabas প্রতিবাদ করলেও তার সম্পদ পুরোপুরি জব্দ হয়ে যায়।
-
প্রতিশোধ নিতে Barabas শত্রুদের ধ্বংসের পরিকল্পনা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই বিশ্বাসঘাতকতার শিকার হন এবং সেই মৃত্যু ভোগ করেন যা তিনি শত্রুদের জন্য পরিকল্পনা করেছিলেন।
প্রধান চরিত্রসমূহ
-
Barabas (প্রধান চরিত্র)
-
Abigail
-
Ithamore
-
Machevill
-
Katherine ইত্যাদি
Christopher Marlowe
-
তিনি Elizabethan Period-এর একজন কবি এবং নাট্যকার।
-
পরিচিতি: “Father of English Tragedy” এবং University Wit।
উল্লেখযোগ্য রচনাসমূহ
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage (প্রথম নাটক)
0
Updated: 1 month ago
She asked me ____ I was interested in working for her.
Created: 1 month ago
A
so that
B
in case
C
perhaps
D
whether
Options:
ক) so that: যাহাতে; যদি কেবল।
খ) in case: ঘটনাচক্রে।
গ) perhaps: হয়তো; সম্ভবত।
ঘ) whether: কিনা; কি; যদি; দুইয়ের মধ্যে কোনটা।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে whether বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Complete sentence: She asked me whether I was interested in working for her.
0
Updated: 1 month ago
Who is Mrs. Bennet’s favorite daughter?
Created: 1 month ago
A
Elizabeth
B
Jane
C
Lydia
D
Mary
Mrs. Bennet সবসময় Lydia-কে সবচেয়ে বেশি আদর করে। কারণ Lydia চঞ্চল, সামাজিক ও ফ্লার্টেশাস। কিন্তু তার এই বেপরোয়া স্বভাবই পরিবারকে লজ্জার মুখে ফেলে। Austen দেখান—অযথা প্রশ্রয় সন্তানকে নষ্ট করে। Mrs. Bennet-এর এই পক্ষপাত তার দায়িত্বহীন মাতৃত্বের প্রমাণ।
3
Updated: 1 month ago
What is the metaphor for experience in the poem?
Created: 1 month ago
A
A star
B
An arch
C
A river
D
A ship
ইউলিসিস অভিজ্ঞতাকে “an arch” বা খিলান হিসেবে বর্ণনা করেছেন। প্রতিটি অভিজ্ঞতা যেন একটি নতুন দরজা বা জানালা, যার ভেতর দিয়ে নতুন জগৎ দেখা যায়। যতই কেউ অগ্রসর হয়, নতুন অজানা জগৎ সামনে আসে, যা কখনো শেষ হয় না। এটি মানুষের জ্ঞান অনুসন্ধানের অসীম তৃষ্ণাকে প্রতীকীভাবে প্রকাশ করে। অভিজ্ঞতা মানেই কেবল অতীত নয়, বরং ভবিষ্যতের দিকে পথ খোলা।
0
Updated: 1 month ago