নিচের কোনটি output device নয়?
A
monitor
B
microphone
C
printer
D
speaker
উত্তরের বিবরণ
মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস, যা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করে কম্পিউটারে প্রেরণ করে। কম্পিউটারে তথ্য আদান-প্রদানের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহৃত হয়, যেগুলোকে মূলত ইনপুট, আউটপুট এবং ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে শ্রেণীবদ্ধ করা যায়।
ইনপুট ডিভাইস:
-
ইনপুট ডিভাইস হলো সেই হার্ডওয়্যার বা ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে।
-
উল্লেখযোগ্য ইনপুট ডিভাইসগুলো হলো: Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।
আউটপুট ডিভাইস:
-
আউটপুট ডিভাইস হলো সেই হার্ডওয়্যার, যা কম্পিউটারের প্রক্রিয়াকৃত তথ্য বা ফলাফল প্রদর্শন করতে ব্যবহৃত হয়।
-
উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসগুলো হলো: Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস:
-
এমন ডিভাইসগুলো, যা একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে, তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
-
উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইসগুলো হলো: Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive, Modem ইত্যাদি।

0
Updated: 15 hours ago
Boolean Algebra-এর নিচের কোনটি সঠিক?
Created: 2 weeks ago
A
B
A. A = 1
C
A + A = 2A
D
উপরের কোনোটিই নয়
• বুলিয়ান অ্যালজেবরা: বাইনারি উপাদানসমূহের গেইট দ্বারা গঠিত গাণিতিক পদ্ধতি যা ‘+' ও ‘-' এই দুই গাণিতিক চিহ্নের সাহায্যে পরিচালিত তাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
• বুলিয়ান উপপাদ্য: সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
MICR-এর পূর্ণরূপ কি?
Created: 3 weeks ago
A
Magnetic Ink Character Reader
B
Magnetic Ink Code Reader
C
Magnetic Ink Case Reader
D
কোনোটিই নয়
MICR
-
MICR-এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition।
-
এটি এমন একটি প্রযুক্তি যা মূলত ব্যাংক লেনদেনকে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে ব্যবহৃত হয়।
-
MICR প্রযুক্তির মাধ্যমে চেকের আসল-নকল যাচাই করা যায়।
-
এ ধরনের চেকে বিশেষ ধরনের চুম্বকীয় কালি ব্যবহার করা হয়।
-
যখন এই চেক স্ক্যান করা হয়, তখন এর চুম্বকীয় সংখ্যাগুলো কম্পিউটার নির্দিষ্ট সফটওয়্যার দ্বারা পড়া হয় এবং প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা হয়।
মনে রাখার বিষয় হলো, নির্ভরযোগ্য সূত্রগুলোতে (যেমন একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, মাহবুবুর রহমান) MICR-এর পূর্ণরূপ হিসেবে সবসময় Magnetic Ink Character Recognition দেওয়া আছে। তবে যদি কোনো বহুনির্বাচনী প্রশ্নে অপশন হিসেবে Recognition না থেকে শুধু Reader দেওয়া থাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে Magnetic Ink Character Reader।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)

0
Updated: 3 weeks ago
ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?
Created: 1 week ago
A
POP3
B
POP9
C
HTML
D
SMTP
POP3
-
POP3-এর পূর্ণরূপ হলো Post Office Protocol।
-
এটি মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল (যা ব্যবহারকারীর কাছে আসে) ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়।
-
ব্যবহারকারীরা যখন তাদের মেইল প্রাপ্তি করে, তখন POP3 সবচেয়ে জনপ্রিয় প্রোটোকল হিসেবে ব্যবহৃত হয়।
-
সাধারণভাবে মেইল সার্ভারে POP বা IMAP এবং আউটগোয়িং মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
SMTP
-
SMTP-এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত আউটগোয়িং মেইল (যা ব্যবহারকারীর পক্ষ থেকে বাইরে পাঠানো হয়) পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
-
সহজভাবে বলতে গেলে, SMTP মেইলকে সার্ভার থেকে অন্য সার্ভারে পাঠানোর কাজ করে।
IMAP
-
IMAP-এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol।
-
IMAP ব্যবহার করে ব্যবহারকারী সরাসরি মেইল বক্সে প্রবেশ করতে পারে এবং মেইল সার্ভারে রেখে মেইল পড়তে বা পরিচালনা করতে পারে।
-
এটি POP3-এর চেয়ে সুবিধাজনক, কারণ মেইল সার্ভারে থাকা মেইল অনলাইনে একাধিক ডিভাইসে একইভাবে দেখা যায়।
HTML
-
HTML-এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language।
-
এটি ওয়েবপেজে তথ্য প্রদর্শন ও ফরম্যাট করার জন্য ব্যবহৃত হয়।
-
HTML ফাইলের এক্সটেনশন সাধারণত .html বা .htm হয়।
-
১৯৯০ সালে Tim Berners-Lee জেনেভার CERN-এ কাজ করার সময় HTML প্রথম আবিষ্কার করেন।
-
HTML-এর সর্বশেষ সংস্করণ হলো HTML5, যা আধুনিক ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 1 week ago