What does the literary term 'Pun' mean?
A
The perspective from which the narrator tells his story.
B
A Self-contradictory statement that hides a rational meaning.
C
The speaker in a poem or novel.
D
A play upon words which are similar in sound but different in meaning
উত্তরের বিবরণ
উত্তর হবে Pun। এটি এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে শব্দের ধ্বনিগত মিল থাকলেও ভিন্ন অর্থ প্রকাশ পায়, অর্থাৎ শব্দকে দুই বা ততোধিক ভিন্ন অর্থে ব্যবহার করা হয়।
Pun বা Paronomasia
-
শব্দের এক ধরনের মজার বা ছলনাময় ব্যবহার, যেখানে একটি শব্দ একাধিক অর্থে বোঝানো হয়।
-
সাহিত্যে অনেক লেখক এই কৌশল ব্যবহার করে, এমনকি তাদের লেখার শিরোনামেও।
-
উদাহরণ: Hemingway-এর Farewell to Arms শিরোনামে Arms শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়েছে—যুদ্ধ/অস্ত্র এবং প্রেমিকার হাত।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Point of View: গল্প বলার দৃষ্টিকোণ বা narrator-এর দৃষ্টিভঙ্গি।
-
Paradox: স্বপরস্পরের বিপরীত একটি বিবৃতি যা আভ্যন্তরীণ অর্থ বহন করে।
-
Persona: কবিতা বা উপন্যাসে বক্তা বা চরিত্র।
0
Updated: 1 month ago
Choose the correctly spelled word:
Created: 1 month ago
A
Decipline
B
Discipline
C
Disciplin
D
Discpline
Discipline
English meaning:
-
Training that makes people more willing to obey or better able to control themselves, often through rules and punishments if broken, or the behavior produced by this training.
-
A particular area of study, especially a subject studied at a college or university.
Bangla meaning:
-
নিয়মানুবর্তিতা; শৃঙ্খলা
-
জ্ঞানের শাখা; পাঠ্যবিষয়
Examples:
-
In some of these schools, army-style drills are used to instill a sense of discipline.
-
The new teacher had failed to enforce any sort of discipline.
-
Our company actively recruits graduates for a wide range of disciplines including engineering, science, and business.
Source: Cambridge Dictionary
0
Updated: 1 month ago
The house on the hill is very old.
Here, 'on the hill' is-
Created: 2 months ago
A
Phrase preposition
B
Verbal phrase
C
Adjective phrase
D
Adverbial phrase
Adjective Phrase – Example and Explanation
-
Example Sentence:
The house on the hill is very old.-
Underlined part: on the hill
-
Function: Adjective phrase
-
-
Explanation:
-
Modifies the noun house by specifying which house (the one on the hill)
-
Since it modifies the subject noun, it acts as an adjective phrase
-
-
Adjective Phrase Overview:
-
A phrase that works like an adjective in a sentence
-
Modifies Noun / Pronoun / Noun Phrase
-
Example:
-
The pond in front of our building is full of garbage.
-
in front of our building → Adjective phrase modifying pond
-
-
The boy playing with the toy is my brother.
-
-
-
Prepositional Phrases:
-
Some adjective phrases begin with a preposition
-
Common examples: in front of, because of, according to, in spite of
-
0
Updated: 2 months ago
Wuthering Heights was written during -
Created: 1 month ago
A
Romantic period
B
Victorian period
C
Modern period
D
Postmodern period
সঠিক উত্তর: খ) Victorian period
Wuthering Heights হলো Emily Bronte-এর লেখা একটি Gothic Novel, যা ১৮৪৭ সালে তার ছদ্মনাম Ellis Bell-এর মাধ্যমে প্রকাশিত হয়। উপন্যাসটি সেই সময়ের অন্যান্য সাহিত্যকর্ম থেকে আলাদা, কারণ এতে dramatic ও poetic presentation, authorial intrusion-এর অভাব, এবং অসাধারণ কাঠামো লক্ষ্য করা যায়।
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম ছেলে, যিনি অন্যের আশ্রয়ে বড় হন এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সঙ্গে প্রেমে পড়ে।
-
Catherine অন্যত্র বিয়ে করলে Heathcliff নিরুদ্দেশ হয়ে যায়, পরে ফিরে এসে অঢেল অর্থবিত্তের মালিক হয়ে প্রাক্তন প্রেমিকা ও তার পরিবারকে প্রভাবিত করতে চেষ্টা করেন।
-
উপন্যাসের কাহিনী এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে বিস্তৃত হয়, যেখানে পরিবারের শিশুদেরও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (কেন্দ্রীয় চরিত্র)
-
Lockwood
Emily Bronte:
-
ভিক্টোরিয়ান যুগের একজন স্বনামধন্য সাহিত্যিক, Charlotte Bronte-এর ছোট বোন।
-
Wuthering Heights উপন্যাসের মাধ্যমে তার সাহিত্যিক পরিচিতি প্রতিষ্ঠিত হয়।
-
মাত্র ৩০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights
উৎস:
0
Updated: 1 month ago