নিচের Job Scheduling Policy সমূহের মধ্যে কোনটি Starvation থেকে মুক্ত?
A
Priority Scheduling
B
Shortest Job First
C
Youngest Job First
D
Round-robin
উত্তরের বিবরণ
Round-robin scheduling পলিসি Starvation থেকে মুক্ত থাকে কারণ এটি প্রতিটি প্রক্রিয়াকে সমান সময় বরাদ্দ করে এবং কোনো প্রক্রিয়াকে অবহেলা করে না। অন্যদিকে, Priority Scheduling এবং Shortest Job First (SJF) পলিসিতে,
উচ্চ priority বা ছোট কাজগুলো আগে সম্পন্ন হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করা প্রক্রিয়াগুলি Starvation এর শিকার হতে পারে। এছাড়া, Youngest Job First (YJF) পলিসিতে কাজের শুরু সময়ের ভিত্তিতে প্রক্রিয়াগুলিকে প্রাধান্য দেওয়ায়ও Starvation ঘটতে পারে।
• Round Robin Scheduling Policy:
-
Round Robin scheduling হলো একটি পলিসি যা অনেকগুলো সংযোগের সমন্বয়ে গঠিত এবং তথ্যকে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে সমানভাবে বিতরণ করে।
-
উদাহরণ: একটি কোম্পানির মাল্টিপল সার্ভার আছে। যখন কোনো ইউজার প্রথম সার্ভার থেকে তথ্য পেতে চেষ্টা করে, তখন তাকে সার্ভার ১ এ রেফার করা হয়।
-
এরপর যখন দ্বিতীয় ইউজার তথ্য সংগ্রহ করে, তাকে সার্ভার ২ থেকে তথ্য সরবরাহ করা হয়।

0
Updated: 15 hours ago
মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
OMR
B
OCR
C
MICR
D
Scanner
ওসিআর (OCR)
-
পূর্ণরূপ: Optical Character Reader বা Optical Character Recognition।
-
OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
-
এটি মুদ্রিত লেখা এবং অনেক ক্ষেত্রে হাতের লেখাও পড়তে সক্ষম।
-
OCR ব্যবহার করে যেকোনো আকারের দাগ, চিহ্ন এবং আলফানিউমেরিক ক্যারেক্টার সরাসরি কম্পিউটারে ইনপুট করা যায়।
অন্যান্য ইনপুট ডিভাইস
১. স্ক্যানার (Scanner)
-
স্ক্যানার হলো একটি আধুনিক ইনপুট ডিভাইস যা ব্যবহার করে ছবি, লেখা বা যেকোনো ধরনের ইমেজ কম্পিউটারে নেওয়া যায়।
-
স্ক্যানারের মাধ্যমে ইনপুট করা ইমেজে পরিবর্তন, পরিবর্ধন, রঙ পরিবর্তন, বা একাধিক ছবি সংযুক্ত করার মতো কাজ করা যায়।
-
তবে এ ধরনের সম্পাদনার জন্য প্রায়শই বিশেষ সফটওয়্যার যেমন অ্যাডোব ফটোশপ ব্যবহৃত হয়।
২. ওএমআর (OMR)
-
পূর্ণরূপ: Optical Mark Reader।
-
OMR হলো একটি আলোক-সংবেদনশীল স্ক্যানার, যা কাগজে পেনসিল বা কলম দিয়ে করা বিশেষ চিহ্ন (যেমন গোল বা বর্গাকার মার্ক) পড়ে।
-
এই চিহ্ন অনুযায়ী তথ্য কম্পিউটারে প্রেরণ করা হয়।
৩. এমআইসিআর (MICR)
-
পূর্ণরূপ: Magnetic Ink Character Recognition।
-
MICR লেখা হয় চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত কালি ব্যবহার করে।
-
এটি ব্যাংক চেক লেনদেনের জন্য নিরাপদ এবং দ্রুত।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
Created: 3 weeks ago
A
ভয়েস টেলিফোনি
B
ভিডিও কল
C
মোবাইল টিভি
D
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
৪জি (4G) সংক্রান্ত তথ্য
-
৪জি মানে ফোর্থ জেনারেশন (চতুর্থ প্রজন্ম) মোবাইল যোগাযোগ প্রযুক্তি।
-
৪জি নেটওয়ার্কে ব্যবহারকারীরা পান উন্নত মোবাইল ওয়েব সেবা, আইপি টেলিফোনি, ভিডিও কনফারেন্স, গেমিং সেবা, এইচডি মোবাইল টিভি, ৩ডি টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধা।
-
যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট নেক্সটেল ২০০৮ সালে মোবাইল ওয়াইম্যাক্স নেটওয়ার্ক চালু করে, এবং মেট্রোপিসিএস ২০১০ সালে প্রথম এলটিই (LTE) সেবা শুরু করে।
-
বাংলাদেশে ২০১৮ সালে মোবাইল ফোনে ৪জি (LTE) সেবা চালু হয়।
-
৩জি এবং ৪জি দুটোই তারবিহীন যোগাযোগের মাধ্যমে কল, ভিডিও কল, মোবাইল ইন্টারনেট এবং মোবাইল টিভির সুবিধা দেয়।
-
তবে ৪জি-তে অতিরিক্ত সুবিধা হিসেবে উচ্চ গতির মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 weeks ago
কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
Created: 1 week ago
A
ekhanei.com
B
olx.com
C
google.com
D
amazon.com
ই-কমার্স
ই-কমার্স বলতে ইলেকট্রনিক কমার্স বোঝায়। এটি এমন একটি বাণিজ্য ব্যবস্থা যেখানে ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমের মাধ্যমে পণ্য বা সেবা কেনা-বেচা হয়। আধুনিক ই-কমার্স সাধারণত ওয়াল্ড ওয়াইড ওয়েব (WWW) ব্যবহার করে পরিচালিত হয়।
ই-কমার্সের সুবিধাসমূহ:
-
ক্রেতারা ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে বিশ্বজুড়ে বাজারজাতকারীদের পণ্য ও সেবা খুঁজতে পারে।
-
প্রয়োজন অনুযায়ী অর্ডার দেওয়া যায় এবং পণ্য ডেলিভারী খুব দ্রুত পাওয়া যায়।
-
ব্যবসায়ী ও ক্রেতা উভয়েই উপকৃত হয়।
-
এটি মূলত ডিজিটাল ডাটা প্রসেসিং-এর মাধ্যমে পরিচালিত হয়, যেখানে তথ্য আদান-প্রদান ইন্টারনেট বা উন্মুক্ত নেটওয়ার্কের মাধ্যমে হয়।
ই-কমার্সের কিছু উদাহরণ:
-
Amazon.com – অনলাইনে পণ্য কেনাবেচার জন্য পরিচিত ওয়েবসাইট।
-
Ekanei.com, Olx.com – অনলাইনে কেনাবেচার জন্য ব্যবহৃত অন্যান্য জনপ্রিয় সাইট।
সার্চ ইঞ্জিন
সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার সিস্টেম যা ওয়েবসাইট বা অনলাইনে তথ্য খুঁজে পেতে ব্যবহৃত হয়।
জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর উদাহরণ:
-
Google.com
-
Yahoo.com
-
Bing.com
সার্চ ইঞ্জিন মূলত ই-কমার্স বা অন্যান্য তথ্য সহজে খুঁজে পেতে সাহায্য করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 week ago